ETV Bharat / state

শুক্রেও শিয়ালদায় বাতিল একগুচ্ছ ট্রেন, স্বাভাবিক থাকবে মেট্রো - TRAIN CANCELLATION

শুক্রবার 55টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে । 26 অক্টোবর 3টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে । 27 অক্টোবর একটি দূরপাল্লার ট্রেন বাতিল ।

Train Cancellation
মেট্রো স্বাভাবিক থাকলেও শিয়ালদায় বাতিল একগুচ্ছ ট্রেন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2024, 5:59 PM IST

কলকাতা, 24 অক্টোবর: ঘূর্ণিঝড় দানার জের ৷ বৃহস্পতিবারের পর শুক্রবারও একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে শিয়ালদা শাখায় ৷ তবে ঘূর্ণিঝড়ের মধ্যেও স্বাভাবিক পরিষেবা দেবে মেট্রো রেল ৷

মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "ঘূর্ণিঝড় দানার প্রভাবে কলকাতা মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না ৷ অনান্যদিনের মতো স্বাভাবিক থাকছে পরিষেবা ৷ দানা আসুক আর যাই আসুক, মেট্রো রেল জনগণের সঙ্গে থাকবে ৷ এই জন্য মেট্রো রেল কলকাতার লাইফলাইন ৷"

মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (ইটিভি ভারত)

বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার অর্থাৎ 25 অক্টোবর সকাল পর্যন্ত দুর্যোগ চলবে । ইতিমধ্যে পূর্ব রেলের এবং দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে । যাত্রী সুরক্ষা এবং রেল সম্পত্তি সুরক্ষিত রাখার কথা রেখেই আগামিকালও শিয়ালদা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আপ ও ডাউন বেশ কয়েকটি ক্যানিং, লক্ষ্মীকান্তপুর লোকাল, সোনারপুর, ডায়মন্ডহারবার, বজবজ, বারাসাত ও হাসনাবাদের ট্রেন বাতিল থাকবে । এছাড়াও আগামী 24 অক্টোবর একাধিক চক্ররেল পরিষেবাও বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে রেলের তরফে । যে চক্ররেলগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল - আপ 34411 ও ডাউন 30412 । ডাউন 31422 শিয়ালদা-নৈহাটি জংশন । এছাড়াও 25 থেকে 27 অক্টোবর পর্যন্ত দক্ষিণ পূর্ব রেল শাখারও ট্রেন বাতিল থাকবে । এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, শুক্রবার 55টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে । 26 অক্টোবর 3টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে । 27 অক্টোবর একটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে ।

25 অক্টোবর দক্ষিণ পূর্ব রেল শাখার বাতিল হওয়া ট্রেনের তালিকা:

22895 হাওড়া-পুরী

08017 খড়গপুর-ভদ্রক

12074 ভুবনেশ্বর-হাওড়া

12278 পুরী-হাওড়া

18044 ভদ্রক-হাওড়া

12857 হাওড়া-দিঘা

22897 হাওড়া-দিঘা

12858 দিঘা-হাওড়া

22898 দিঘা-হাওড়া

30102 পুরী-কলকাতা

12821 শালিমার-পুরী

12822 পুরী-শালিমার

12703 হাওড়া-সেকেন্দ্রাবাদ

22896 পুরী-হাওড়া

12895 শালিমার-পুরী

12277 হাওড়া-পুরী

12073 হাওড়া-ভুবনেশ্বর

26 অক্টোবর যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে:

12513 সেকেন্দ্রাবাদ-শিলচর

22852 ম্যাঙ্গালোর-সাঁতরাগাছি

12551 এসএমভিটি বেঙ্গালুরু-কামাখ্যা

27 অক্টোবর যে ট্রেনগুলো বাতিল

18048 ভাস্কো দা গামা-শালিমার

12510 গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু

কলকাতা, 24 অক্টোবর: ঘূর্ণিঝড় দানার জের ৷ বৃহস্পতিবারের পর শুক্রবারও একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে শিয়ালদা শাখায় ৷ তবে ঘূর্ণিঝড়ের মধ্যেও স্বাভাবিক পরিষেবা দেবে মেট্রো রেল ৷

মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "ঘূর্ণিঝড় দানার প্রভাবে কলকাতা মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না ৷ অনান্যদিনের মতো স্বাভাবিক থাকছে পরিষেবা ৷ দানা আসুক আর যাই আসুক, মেট্রো রেল জনগণের সঙ্গে থাকবে ৷ এই জন্য মেট্রো রেল কলকাতার লাইফলাইন ৷"

মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (ইটিভি ভারত)

বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার অর্থাৎ 25 অক্টোবর সকাল পর্যন্ত দুর্যোগ চলবে । ইতিমধ্যে পূর্ব রেলের এবং দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে । যাত্রী সুরক্ষা এবং রেল সম্পত্তি সুরক্ষিত রাখার কথা রেখেই আগামিকালও শিয়ালদা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আপ ও ডাউন বেশ কয়েকটি ক্যানিং, লক্ষ্মীকান্তপুর লোকাল, সোনারপুর, ডায়মন্ডহারবার, বজবজ, বারাসাত ও হাসনাবাদের ট্রেন বাতিল থাকবে । এছাড়াও আগামী 24 অক্টোবর একাধিক চক্ররেল পরিষেবাও বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে রেলের তরফে । যে চক্ররেলগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল - আপ 34411 ও ডাউন 30412 । ডাউন 31422 শিয়ালদা-নৈহাটি জংশন । এছাড়াও 25 থেকে 27 অক্টোবর পর্যন্ত দক্ষিণ পূর্ব রেল শাখারও ট্রেন বাতিল থাকবে । এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, শুক্রবার 55টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে । 26 অক্টোবর 3টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে । 27 অক্টোবর একটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে ।

25 অক্টোবর দক্ষিণ পূর্ব রেল শাখার বাতিল হওয়া ট্রেনের তালিকা:

22895 হাওড়া-পুরী

08017 খড়গপুর-ভদ্রক

12074 ভুবনেশ্বর-হাওড়া

12278 পুরী-হাওড়া

18044 ভদ্রক-হাওড়া

12857 হাওড়া-দিঘা

22897 হাওড়া-দিঘা

12858 দিঘা-হাওড়া

22898 দিঘা-হাওড়া

30102 পুরী-কলকাতা

12821 শালিমার-পুরী

12822 পুরী-শালিমার

12703 হাওড়া-সেকেন্দ্রাবাদ

22896 পুরী-হাওড়া

12895 শালিমার-পুরী

12277 হাওড়া-পুরী

12073 হাওড়া-ভুবনেশ্বর

26 অক্টোবর যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে:

12513 সেকেন্দ্রাবাদ-শিলচর

22852 ম্যাঙ্গালোর-সাঁতরাগাছি

12551 এসএমভিটি বেঙ্গালুরু-কামাখ্যা

27 অক্টোবর যে ট্রেনগুলো বাতিল

18048 ভাস্কো দা গামা-শালিমার

12510 গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.