কলকাতা, 12 ফেব্রুয়ারি: সন্দেশখালি নিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা ৷ তার জেরে সোমবার সাসপেন্ড করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বেশ ছ’জন বিজেপি বিধায়ককে ৷ সন্দেশখালির প্রতিবাদীদের পাশে থাকার বার্তা নিয়ে বিশেষ টি-শার্ট পরে বিধানসভায় হাজির হয়েছিলেন বিজেপি বিধায়করা ৷ সেই নিয়ে আপত্তি জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ তখনই বিরোধী বিধায়করা হই-হট্টগোল শুরু করেন ৷ স্লোগান দেন ৷ বাঁশি বাজিয়ে বিক্ষোভ দেখান ৷ শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে মণিপুরের পরিস্থিতি উল্লেখ করে বিজেপির বিরুদ্ধে পালটা স্লোগান দেওয়া হয় ৷ এর পর বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা ৷ তার পরই বিরোধী দলনেতা-সহ ছয় বিজেপি বিধায়ককে সাসপেনশনের বিষয়টি সামনে আসে ৷
উল্লেখ্য, এ দিন সন্দেশখালি নিয়ে তৈরি বিশেষ টি-শার্ট পড়ে বিধানসভায় যান বিজেপি বিধায়কেরা । কিন্তু এই নিয়ে আপত্তি তোলেন অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্য়ায় ৷ তিনি বিজেপি বিধায়কদের জানান, বিধানসভা কক্ষে এভাবে কোনও টি-শার্ট পড়ে আসা যায় না । বিজেপি বিধায়করা যেন এগুলি খুলে ফেলেন ৷ তখন এর বিরোধিতা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি জানান যে তাঁরা এটা খুলবেন না ।
বরং বিরোধী দলনেতা বলেন, ‘‘প্রতি সোমবার বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের প্রশ্ন থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ই ওই দফতরের দায়িত্বে) বিধানসভায় থাকেন না । এমনকি এই প্রশ্নগুলোর উত্তর অন্য কোনও মন্ত্রীরাও দেন না । ফলে বিরোধী দলের প্রশ্নের কোনও জবাব পাওয়া যায় না ।’’ এর পরই অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বিরোধী বিধায়কদের । এই সময় বিজেপি বিধায়কদের সামনে থাকা কাগজ ছিঁড়ে ওড়াতেও দেখা যায় তাঁদের ।
অধ্যক্ষ বিজেপি বিধায়কদের সতর্ক করেন ৷ বলেন, ‘‘এই ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয় । আপনারা এই ধরনের আচরণ করলে আমি ব্যবস্থা নেব ।’’ কিন্তু এ দিন স্পিকারের কোনও সাবধাণবাণীতেই কর্ণপাত করেননি বিজেপি বিধায়কেরা । বরং তাঁরা বিধানসভার ভেতরে স্লোগান দিতে শুরু করেন । এমনকি বিজেপি বিধায়কদের বাঁশি বাজিয়েও বিক্ষোভ দেখাতে দেখা যায় ।
এদিকে বিজেপি বিধায়কেরা যখন সন্দেশখালি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তখন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়কদের তরফ থেকে মণিপুর নিয়ে পালটা স্লোগান দেওয়া হয় । এসব নিয়ে উত্তপ্ত হয় বিধানসভার অধিবেশন কক্ষ । সব নিয়ে বেশ কিছুক্ষণ ধরে হইচই চলার পর বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা । পরে তাঁরা বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখিও হন ।
তাঁদের ওয়াক আউটের কিছুক্ষণ পরই জানা যায় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ ছ’জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে ৷ শুভেন্দু ছাড়া সাসপেন্ড হওয়া বাকি বিজেপি বিধায়করা হলেন, মিহির গোস্বামী, শংকর ঘোষ, অগ্নিমিত্রা পাল, তাপসী মণ্ডল ও বঙ্কিম ঘোষ ৷
অন্যদিকে আজই সন্দেশখালি যাচ্ছেন বিজেপির বিধায়কেরা । শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ বিজেপি বিধায়কদের বাসে করে সন্দেশখালি যাওয়ার কথা রয়েছে । এই নিয়ে শুভেন্দু অধিকারী জানান, যেখান থেকে 144 ধারা জারি হয়েছে, সেই পর্যন্ত তাঁরা যাবেন ৷ সেখানে গিয়ে ভিতরে প্রবেশের জন্য পুলিশ ও প্রশাসনকে অনুরোধ জানাবেন ৷ না হলে তাঁদের চার মহিলা বিধায়ককে সন্দেশখালিতে পাঠানো হবে ৷ কারণ, 144 ধারা অনুযায়ী চারজন একসঙ্গে যেতে পারেন ৷ কিন্তু রাস্তায় আটকালে তাঁরা নিয়ম মেনে প্রতিবাদ করবেন ৷
আরও পড়ুন: