কলকাতা, 4 ফেব্রুয়ারি: মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও প্রশ্ন ফাঁস রুখতে নয়া ব্যবস্থা। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ব্যবহার করা হবে সিরিয়াল কোড। সেটি থাকবে প্রত্যেকটি প্রশ্নপত্রের উপর দিকে। সেই সিরিয়াল কোড উত্তরপত্রে লিখতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে। এর কোনওভাবেই অন্যথা হবে না। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে একথাই জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
প্রশ্ন ফাঁস রুখতে এবার কড়া পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। গত বছর উচ্চমাধ্যমিক শিক্ষা সংক্রান্ত তরফ থেকে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়েছিল। তবে এ বছর বাড়তি সতর্কতা হিসাবে ব্যবহার করা হচ্ছে এই সিরিয়াল কোড। তার ফলে যদি কেউ প্রশ্নের ছবি তুলে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় তাহলে ওই কোড খতিয়ে দেখলেই কে প্রশ্নের ছবি তুলেছে তা বুঝতে পারবে সংসদ।
প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষায় এবছর থেকে সিরিয়াল কোড ব্যবহার করা হচ্ছে। যার ফলে মাধ্যমিক পরীক্ষার বাংলা ও ইংরেজি প্রশ্ন ফাঁস হলেও বহু পরীক্ষার্থীদের সনাক্ত করছে পর্ষদ। সেই কিউআর কোড স্ক্যান করলেই সব তথ্য হাতের মুঠোয় মধ্যশিক্ষা পর্ষদের। এমনকী লাল কালি দিয়ে ঢেকে দিলেও ওই কোড দেখেই পর্ষদ জেনে যাবে কোথা থেকে প্রশ্ন ফাঁস হয়েছে। এবার একই ব্যবস্থা গ্রহণ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদের তরফে জানানো হয়েছে, উত্তরপত্রের একটি নিদিষ্ট জায়গায় ইউনিক নম্বরটি লিখতে হবে। সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে যারা থাকবেন অর্থাৎ সেন্টার-ইন-চার্জ, সেন্টার সেক্রেটারি, ভেনু সুপারভাইজার এবং ইনভিজিলেটরদের পরীক্ষা শুরু আগেই এই বিষয়ে পরীক্ষার্থীদের বুঝিয়ে বলতে হবে। 16 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে 29 তারিখ পর্যন্ত। ইতিমধ্যেই যার প্রস্তুতি শুরু করে দিয়েছে সংসদ। সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে নিরাপত্তায়। প্রশ্নফাঁস থেকে শুরু করে পরীক্ষায় নকল আটকাতে সংসদ একরকম বদ্ধপরিকর।
আরও পড়ুন:
- মাধ্যমিক পরীক্ষার্থীর ফোন নম্বর না-পেয়ে খেলনা বন্দুক দেখিয়ে ভয়, আটক তিন 'রোমিও'!
- প্রশ্ন ফাঁসের অভিযোগে পর্ষদের জালে 12, বাতিল হল পরীক্ষা
- পরীক্ষাকেন্দ্র থেকে উধাও মাধ্যমিক পরীক্ষার্থী, কলেজ পড়ুয়া প্রেমিকার বিরুদ্ধে অপহরণের অভিযোগ