ETV Bharat / state

বিজেপির সদস্যপদ নিলেই অন্নপূর্ণা যোজনার 3 হাজার টাকা ! দাবি কেন্দ্রীয় মন্ত্রীর - UNION MINISTER SUKANTA MAJUMDAR

নিতে হবে বিজেপির সদস্য পদ । তাহলেই মিলবে অন্নপূর্ণা যোজনার 3 হাজার টাকা । উপ-নির্বাচনের আগে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর ৷

Union Minister Sukanta Majumdar Claims Big on Annapurna Yojana
বিজেপির সদস্যপদ নিলেই অন্নপূর্ণা যোজনার 3 হাজার টাকা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 7:52 AM IST

কালনা, 5 নভেম্বর: ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের আগে কিংবা লোকসভা নির্বাচনের প্রচারে একাধিকবার অন্নপূর্ণা যোজনার কথা শোনা যাচ্ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে । এবার রাজ্যে ছ’টি কেন্দ্রে উপ-নির্বাচন । তার আগে ফের একই সুর শোনা গেল বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখে । তবে সেই যোজনার সুবিধা পাওয়ার শর্ত বেঁধে দিলেন তিনি । নিতে হবে বিজেপির সদস্য পদ ।

পূর্ব বর্ধমানের কালনায় সুকান্ত মজুমদার বলেন, ‘‘অন্নপূর্ণা যোজনা পেতে হলে ভারতীয় জনতা পার্টির সদস্যপদ নিতে হবে । বাড়িতে গিয়ে বাড়ির লোকেদের বলতে হবে ভারতীয় জনতা পার্টির সদস্যপদ নিতে হবে । আপনাদের কাছে আহ্বান, এই সদস্যপদ তাড়াতাড়ি নিন । এখানে নেতা নয়, কর্মীরাই সব ।’’

কর্মীসভায় বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (ইটিভি ভারত)

পাশাপাশি এদিন তিনি দলীয় কর্মীদের পরামর্শও দিলেন, বাড়ি বাড়ি গিয়ে যেন অন্নপূর্ণা যোজনার জোরদার প্রচার করা হয় । সোমবার পূর্ব বর্ধমানের কালনায় কর্মী সম্মেলন করেন সুকান্ত মজুমদার । সেখান থেকেই বার্তা দেন, রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হলে মহিলারা মাসিক 3 হাজার টাকা করে পাবেন । তবে তার আগে তাঁদের বিজেপির সদস্যপদ নিতে হবে । বিজেপির সদস্য হলেই মিলবে এই যোজনার জন্য 3 হাজার টাকা ।

প্রসঙ্গত, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে তপশিলী মহিলারা মাসে 1200 টাকা ও সাধারণ মহিলাদের রাজ্য সরকার দেয় 1000 টাকা করে । লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক হাজার কিংবা দু’হাজার টাকা নয়, তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে এবং বাংলায় বিজেপি সরকার গড়লে প্রতিমাসে সাধারণ মহিলাদের দেওয়া হবে 3 হাজার টাকা ।

2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব । অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতির এই বার্তাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেতৃত্বও । কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, ‘‘ওরা বলছে ক্ষমতায় এলে অন্নপূর্ণা যোজনা চালু করবে । তার আগে কোন কোন রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু আছে তার শ্বেতপত্র প্রকাশ করুক । সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে লাভ নেই । মানুষ এমনিতেই বিজেপিকে ছুঁড়ে ফেলে দিয়েছে ।’’

আরও পড়ুন:

কালনা, 5 নভেম্বর: ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের আগে কিংবা লোকসভা নির্বাচনের প্রচারে একাধিকবার অন্নপূর্ণা যোজনার কথা শোনা যাচ্ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে । এবার রাজ্যে ছ’টি কেন্দ্রে উপ-নির্বাচন । তার আগে ফের একই সুর শোনা গেল বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখে । তবে সেই যোজনার সুবিধা পাওয়ার শর্ত বেঁধে দিলেন তিনি । নিতে হবে বিজেপির সদস্য পদ ।

পূর্ব বর্ধমানের কালনায় সুকান্ত মজুমদার বলেন, ‘‘অন্নপূর্ণা যোজনা পেতে হলে ভারতীয় জনতা পার্টির সদস্যপদ নিতে হবে । বাড়িতে গিয়ে বাড়ির লোকেদের বলতে হবে ভারতীয় জনতা পার্টির সদস্যপদ নিতে হবে । আপনাদের কাছে আহ্বান, এই সদস্যপদ তাড়াতাড়ি নিন । এখানে নেতা নয়, কর্মীরাই সব ।’’

কর্মীসভায় বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (ইটিভি ভারত)

পাশাপাশি এদিন তিনি দলীয় কর্মীদের পরামর্শও দিলেন, বাড়ি বাড়ি গিয়ে যেন অন্নপূর্ণা যোজনার জোরদার প্রচার করা হয় । সোমবার পূর্ব বর্ধমানের কালনায় কর্মী সম্মেলন করেন সুকান্ত মজুমদার । সেখান থেকেই বার্তা দেন, রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হলে মহিলারা মাসিক 3 হাজার টাকা করে পাবেন । তবে তার আগে তাঁদের বিজেপির সদস্যপদ নিতে হবে । বিজেপির সদস্য হলেই মিলবে এই যোজনার জন্য 3 হাজার টাকা ।

প্রসঙ্গত, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে তপশিলী মহিলারা মাসে 1200 টাকা ও সাধারণ মহিলাদের রাজ্য সরকার দেয় 1000 টাকা করে । লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক হাজার কিংবা দু’হাজার টাকা নয়, তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে এবং বাংলায় বিজেপি সরকার গড়লে প্রতিমাসে সাধারণ মহিলাদের দেওয়া হবে 3 হাজার টাকা ।

2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব । অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতির এই বার্তাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেতৃত্বও । কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, ‘‘ওরা বলছে ক্ষমতায় এলে অন্নপূর্ণা যোজনা চালু করবে । তার আগে কোন কোন রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু আছে তার শ্বেতপত্র প্রকাশ করুক । সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে লাভ নেই । মানুষ এমনিতেই বিজেপিকে ছুঁড়ে ফেলে দিয়েছে ।’’

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.