জলপাইগুড়ি, 25 জানুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে শর্তসাপেক্ষে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ৷ সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে ৷ এ দিন আদালতে নিশীথের হয়ে সওয়াল করলেন আইনজীবী বাঁসুরী স্বরাজ ৷ তিনি প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের কন্যা ৷
সুষমা স্বরাজ মোদি সরকারের প্রথম দফায় তিনি বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ তার আগে 2009 থেকে 2014 লোকসভায় বিরোধী দলনেত্রীর দায়িত্ব সামলেছেন ৷ মন্ত্রী ছিলেন প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর সরকারেও ৷ তাছাড়া বিজেপির সংগঠনে বিভিন্ন সময়ে একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন ৷ 2019 সালে তিনি প্রয়াত হয়েছেন ৷ তার পরও জাতীয় রাজনীতি থেকে তাঁর স্মৃতি মলিন হয়ে যায়নি ৷ ফলে তাঁর কন্যাকে নিয়ে কিছুটা হলেও তো হইচই পড়বেই ৷ এ দিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সেই হইচই পড়েও ৷
আদালত সূত্রে খবর, মূলত তাঁর সওয়ালেই এ দিন হাইকোর্টের সার্কিট থেকে আগাম জামিন পেয়েছেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ আদালত তাঁকে আগামী 15 দিনের মধ্যে নিম্ন আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে ৷
এর আগে গত 4 জানুয়ারি নিশীথ প্রামাণিক রক্ষাকবচের আবেদন করে সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন ৷ কিন্তু সেই আবেদনের শুনানি পিছিয়ে দেন সার্কিট বেঞ্চের বিচারপতি সূর্যপ্রকাশ কেশোয়ালি ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ । এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নিশীথ ৷ শীর্ষ আদালত মামলাটি ফিরিয়ে দেয় সার্কিট বেঞ্চে ৷ তার পর এ দিন মামলার শুনানি হল ৷
সুপ্রিম কোর্টেও নিশীথের হয়ে সওয়াল করেছিলেন বাঁসুরী স্বরাজ ৷ তার পর এ দিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেও হাজির ছিলেন ৷ শুনানির পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘সাক্ষীদের বক্তব্য ও তথ্যপ্রমাণেই স্পষ্ট যে নিশীথের সঙ্গে এই মামলার কোনও যোগাসাজস নেই । রাজনৈতিকভাবে তাঁকে জড়ানো হয়েছে । গত ছ’বছর ধরে নিশীথকে ডাকা বা তদন্ত করার কোনও ইচ্ছা পুলিশের ছিল না ।’’
তবে সার্কিট বেঞ্চের সহকারি সরকারি আইনজীবী অদিতিশঙ্কর চক্রবর্তী জানান, 2018 সালে অগস্ট মাসে কোচবিহারের দিনহাটা থানা এলাকায় তৎকালীন তৃণমূল কংগ্রেসের যুব নেতা নিশীথ প্রামাণিকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মূল সংগঠনেরর মধ্যে গন্ডগোল বাঁধে । অভিযোগ ছিল, নিশীথ প্রামাণিকের নির্দেশেই সেদিন গুলি চালানো ও আক্রমণের ঘটনা ঘটেছিল । গুলিবিদ্ধ হয়েছিলেন দু’জন । নিশীথ-সহ 35 জনের নামে পুলিশের কাছে অভিযোগ জানানো হয় । তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয় । সেই মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি হয় । পুলিশ তদন্তে নেমে চার্জশিট দাখিল করে ।
অন্যদিকে নিশীথের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আরও এক আইনজীবী রাজদীপ মজুমদার ৷ তিনি প্রথমে আলাদাভাবে ইটিভি ভারত-এর সঙ্গে কথা বলতে রাজি হচ্ছিলেন না ৷ পরে বাঁসুরী স্বরাজ তাঁকে বলেন যে সর্বভারতীয় সংবাদমাধ্যম হওয়ায় ইটিভি ভারত-এর সঙ্গে আলাদাভাবে কথা বলা উচিত ৷ তখন রাজদীপ মজুমদার বলেন, ‘‘নিশীথ প্রামাণিককে আগেই সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়ে সার্কিট বেঞ্চকে মামলাটি শোনার জন্য বলে । আজ শুনানি হল বিচারপতি চিত্তরঞ্জন দাস ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশনের বেঞ্চে ৷ তদন্ত চলাকালীন তাঁকে (নিশীথ) ডাকা হয়নি । আইনি অনুযায়ী ওয়ারেন্ট ইস্যু করা হয়নি । আজ নিশীথকে আগাম জামিন দিয়েছেন ডিভিশন বেঞ্চ ।’’
এদিকে সরকারি আইনজীবী অদিতিশঙ্কর চক্রবর্তী বলেন, ‘‘আগাম জামিনের আবেদন করা হয়েছিল । শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করেছে ডিভিশন বেঞ্চ । আমরা বলার চেষ্টা করেছি নিশীথ প্রামাণিক ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন ।’’ যদিও সেই চেষ্টার সুফল যে মেলেনি, তা আদালতের নির্দেশেই স্পষ্ট ৷ তবে আইনজীবীদের একাংশের বক্তব্য, শুনানিতে বিপক্ষে এমন হেভিওয়েট আইনজীবী থাকায় হয়তো সওয়াল-জবাবে টক্কর দিতে পারেনি সরকার-পক্ষ ৷
আরও পড়ুন: