ETV Bharat / state

ব্যস্ত কর্মসূচি নিয়ে রাজ্যে অমিত শাহ, সাক্ষাতে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা - AMIT SHAH IN BENGAL

একাধিক কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আরজি করের নির্যাতিতা পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে !

Amit Shah in Bengal
কলকাতায় অমিত শাহ (এএনআই এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2024, 9:50 AM IST

Updated : Oct 27, 2024, 2:33 PM IST

কলকাতা, 27 অক্টোবর: ঠাসা কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শনিবার রাতে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি ৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

শনিবার রাতে রাজারহাটের একটি হোটেলে রাত্রীবাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেখান থেকে রবিবার সকালে বনগাঁর কালিয়ানিতে বিএসএফ-র হেলিপ্যাডে পৌঁছনোর কথা রয়েছে তাঁর ৷ সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে চলে যাবেন বনগাঁর ভারত-বাংলাদেশ সীমান্তে পেট্রাপোল বন্দরে ৷ পেট্রাপোল বন্দরের অত্যাধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন তিনি ৷ সেই সঙ্গে, পেট্রাপোল বন্দরে নয়া মৈত্রীগেটের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

কলকাতায় অমিত শাহ (ইটিভি ভারত)

রবিবার দুপুরে বনগাঁ থেকে কলকাতায় ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এদিন সল্টলেকে পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে দলীয় এক কর্মসূচিতে যোগ দেবেন তিনি ৷ উদ্বোধন করবেন দলের সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি 'সদস্যতা অভিযান' ৷ এই প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, "সারা দেশে সদস্য সংগ্রহের এই কর্মসূচির সূচনা করা হবে দলের তরফে ৷ রবিবার সেই কর্মসূচিরই উদ্বোধন করবেন অমিত শাহ ৷"

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, "ইতিমধ্যে দলের সদস্য পদ গ্রহণ করেছেন 10 কোটিরও বেশি মানুষ ৷ তবে বাংলায় রাজনৈতিক সমস্যা থাকার কারণে এই কর্মসূচি দেরিতে শুরু করা হচ্ছে ৷" দলের কর্মসূচি সেরে ফের রাজারহাটের হোটেলে ফিরবেন অমিত শাহ ৷ সেখান থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি ৷

উল্লেখ্য, শাহের বঙ্গ সফরের কয়েকদিন আগে তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে ইমেল করেন আরজি কর হাসপাতালে নির্যাতিত তরুণী পড়ুয়া চিকিৎসকের বাবা-মা ৷ তাঁদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করবেন কি না, সেদিকেই নজর সকলের ৷ নির্যাতিতার পরিবারের ঘনিষ্ঠদের একাংশের দাবি, সিবিআই যাতে আরজি কর কাণ্ডের তদন্ত ভালোভাবে করে, সেই অনুরোধ জানাতেই অমিত শাহের সাক্ষাৎ চেয়েছেন তাঁরা ৷

অন্যদিকে, 13 নভেম্বর রাজ্যের 6টি আসনে উপনির্বাচন ৷ তার আগে শাহের এই বঙ্গ সফর নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক মহলে ৷ নির্বাচনের আগে দলের নেতা-কর্মীদের মনোবল বাড়াতে কী দাওয়াই দেন শাহ, সেই দিকে নজর রয়েছে সকলের ৷

পড়ুন: বঙ্গে 'শাহি' সফর, পেট্রাপোল বন্দরে জোড়া কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

পড়ুন: রবিতে বঙ্গে আসছেন অমিত শাহ, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা হবে ?

কলকাতা, 27 অক্টোবর: ঠাসা কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শনিবার রাতে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি ৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

শনিবার রাতে রাজারহাটের একটি হোটেলে রাত্রীবাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেখান থেকে রবিবার সকালে বনগাঁর কালিয়ানিতে বিএসএফ-র হেলিপ্যাডে পৌঁছনোর কথা রয়েছে তাঁর ৷ সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে চলে যাবেন বনগাঁর ভারত-বাংলাদেশ সীমান্তে পেট্রাপোল বন্দরে ৷ পেট্রাপোল বন্দরের অত্যাধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন তিনি ৷ সেই সঙ্গে, পেট্রাপোল বন্দরে নয়া মৈত্রীগেটের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

কলকাতায় অমিত শাহ (ইটিভি ভারত)

রবিবার দুপুরে বনগাঁ থেকে কলকাতায় ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এদিন সল্টলেকে পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে দলীয় এক কর্মসূচিতে যোগ দেবেন তিনি ৷ উদ্বোধন করবেন দলের সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি 'সদস্যতা অভিযান' ৷ এই প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, "সারা দেশে সদস্য সংগ্রহের এই কর্মসূচির সূচনা করা হবে দলের তরফে ৷ রবিবার সেই কর্মসূচিরই উদ্বোধন করবেন অমিত শাহ ৷"

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, "ইতিমধ্যে দলের সদস্য পদ গ্রহণ করেছেন 10 কোটিরও বেশি মানুষ ৷ তবে বাংলায় রাজনৈতিক সমস্যা থাকার কারণে এই কর্মসূচি দেরিতে শুরু করা হচ্ছে ৷" দলের কর্মসূচি সেরে ফের রাজারহাটের হোটেলে ফিরবেন অমিত শাহ ৷ সেখান থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি ৷

উল্লেখ্য, শাহের বঙ্গ সফরের কয়েকদিন আগে তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে ইমেল করেন আরজি কর হাসপাতালে নির্যাতিত তরুণী পড়ুয়া চিকিৎসকের বাবা-মা ৷ তাঁদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করবেন কি না, সেদিকেই নজর সকলের ৷ নির্যাতিতার পরিবারের ঘনিষ্ঠদের একাংশের দাবি, সিবিআই যাতে আরজি কর কাণ্ডের তদন্ত ভালোভাবে করে, সেই অনুরোধ জানাতেই অমিত শাহের সাক্ষাৎ চেয়েছেন তাঁরা ৷

অন্যদিকে, 13 নভেম্বর রাজ্যের 6টি আসনে উপনির্বাচন ৷ তার আগে শাহের এই বঙ্গ সফর নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক মহলে ৷ নির্বাচনের আগে দলের নেতা-কর্মীদের মনোবল বাড়াতে কী দাওয়াই দেন শাহ, সেই দিকে নজর রয়েছে সকলের ৷

পড়ুন: বঙ্গে 'শাহি' সফর, পেট্রাপোল বন্দরে জোড়া কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

পড়ুন: রবিতে বঙ্গে আসছেন অমিত শাহ, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা হবে ?

Last Updated : Oct 27, 2024, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.