ETV Bharat / state

ফ্যাশন-পর্যটন বিষয় এবার স্কুল স্তরে, নয়া সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা - Fashion Studies and Tourism

New Subject in CUET UG 2024: এবার ফ্যাশন বা পর্যটন শিল্পও স্কুল ও প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন এবং সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৷

Etv Bharat
পর্যটন এবং ফ্যাশন স্টাডিজ
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 7:34 PM IST

কোটা, 22 মার্চ: শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, পড়ুয়াদের নানা স্কিল বা দক্ষতা বাড়ানো বিষয়ের উপরও জোর দেওয়া হবে ৷ জাতীয় শিক্ষা নীতি 2020 অনুযায়ী, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন এবং সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যৌথভাবে এই বিষয়ের উপরেই জোর দিয়েছে ৷ যার অধীনে, পর্যটন এবং ফ্যাশন স্টাডিজের মতো বিষয়গুলিকে স্কুল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে ৷

কোটার এডুকেশন এক্সপার্ট দেব শর্মা বলেছেন যে বৃহস্পতিবার, ন্যাশনাল টেস্টিং এজেন্সি একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যার অধীনে ফ্যাশন স্টাডিজ এবং পর্যটনকে সিইউইটি (CUET UG 2024) ইউজি-র অন্তর্ভুক্ত করা হয়েছে। দেব শর্মা জানিয়েছেন যে সিবিএসই-এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে, স্কুল স্তরে মোট 98টি দক্ষতা সংক্রান্ত পড়াশোনার বিষয় রয়েছে। অষ্টম শ্রেণিতে 33টি, নবম ও দশম শ্রেণিতে 22টি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণিতে 43টি বিষয় রয়েছে।

অর্থাৎ মোট 98টি দক্ষতা সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন স্কুল পড়ুয়ারা ৷ এডুকেশন এক্সপার্ট দেব শর্মা জানিয়েছেন যে স্কুলে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের জন্য মাস-কমিউনিকেশন, ফাইনান্সিয়াল-মার্কেট স্টাডিজ, ডেটা-বিসাইন্স, আর্টিফিশিয়াল ইন্টেটিজেন্স, ট্যুরিজম অ্যান্ড ফ্যাশন-এর মতো বিষয় বেছে নেওয়ার সুযোগ থাকবে ৷

যে সকল পড়ুয়ারা এখনও পর্যন্ত কমন ইউনিভার্সিটি এন্ট্রাস টেস্ট ইউজি বা সিইউইটি-ইউজি-তে অনলাইনে নাম নথিভুক্ত করে ফেলেছেন এবং যাঁরা এখনও পর্যন্ত অনলাইনে আবেদন করেননি, তাঁরাও ফ্যাশন ও ট্য়ুরিজমকে সাবজেক্ট হিসাবে বেছে নিতে পারবেন ৷ জানা গিয়েছে, চলতি বছর 15 থেকে 31 মে-এর মধ্যে এই পরীক্ষা নেওয়া হবে ৷ অনলাইনে আবেদন পত্র জমা দেওয়া শুরু হবে 27 ফেব্রুয়ারি থেকে ৷ আবেদন জমা করার শেষ তারিখ 26 মার্চ বেলা 11.50 মিনিট পর্যন্ত ৷

আরও পড়ুন

1. পড়ুয়াদের গবেষণার স্বার্থে নৌ-সেনার সঙ্গে মউ স্বাক্ষর খড়গপুর আইআইটি'র

2. 16 বছরের নিচে পড়ুয়াদের কোচিং সেন্টারে ভরতি নয়, নির্দেশিকা জারি কেন্দ্রের

3. আগামী বছর কবে থেকে শুরু উচ্চমাধ্যমিক? পরীক্ষা শেষে ঘোষণা শিক্ষামন্ত্রীর

কোটা, 22 মার্চ: শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, পড়ুয়াদের নানা স্কিল বা দক্ষতা বাড়ানো বিষয়ের উপরও জোর দেওয়া হবে ৷ জাতীয় শিক্ষা নীতি 2020 অনুযায়ী, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন এবং সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যৌথভাবে এই বিষয়ের উপরেই জোর দিয়েছে ৷ যার অধীনে, পর্যটন এবং ফ্যাশন স্টাডিজের মতো বিষয়গুলিকে স্কুল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে ৷

কোটার এডুকেশন এক্সপার্ট দেব শর্মা বলেছেন যে বৃহস্পতিবার, ন্যাশনাল টেস্টিং এজেন্সি একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যার অধীনে ফ্যাশন স্টাডিজ এবং পর্যটনকে সিইউইটি (CUET UG 2024) ইউজি-র অন্তর্ভুক্ত করা হয়েছে। দেব শর্মা জানিয়েছেন যে সিবিএসই-এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে, স্কুল স্তরে মোট 98টি দক্ষতা সংক্রান্ত পড়াশোনার বিষয় রয়েছে। অষ্টম শ্রেণিতে 33টি, নবম ও দশম শ্রেণিতে 22টি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণিতে 43টি বিষয় রয়েছে।

অর্থাৎ মোট 98টি দক্ষতা সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন স্কুল পড়ুয়ারা ৷ এডুকেশন এক্সপার্ট দেব শর্মা জানিয়েছেন যে স্কুলে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের জন্য মাস-কমিউনিকেশন, ফাইনান্সিয়াল-মার্কেট স্টাডিজ, ডেটা-বিসাইন্স, আর্টিফিশিয়াল ইন্টেটিজেন্স, ট্যুরিজম অ্যান্ড ফ্যাশন-এর মতো বিষয় বেছে নেওয়ার সুযোগ থাকবে ৷

যে সকল পড়ুয়ারা এখনও পর্যন্ত কমন ইউনিভার্সিটি এন্ট্রাস টেস্ট ইউজি বা সিইউইটি-ইউজি-তে অনলাইনে নাম নথিভুক্ত করে ফেলেছেন এবং যাঁরা এখনও পর্যন্ত অনলাইনে আবেদন করেননি, তাঁরাও ফ্যাশন ও ট্য়ুরিজমকে সাবজেক্ট হিসাবে বেছে নিতে পারবেন ৷ জানা গিয়েছে, চলতি বছর 15 থেকে 31 মে-এর মধ্যে এই পরীক্ষা নেওয়া হবে ৷ অনলাইনে আবেদন পত্র জমা দেওয়া শুরু হবে 27 ফেব্রুয়ারি থেকে ৷ আবেদন জমা করার শেষ তারিখ 26 মার্চ বেলা 11.50 মিনিট পর্যন্ত ৷

আরও পড়ুন

1. পড়ুয়াদের গবেষণার স্বার্থে নৌ-সেনার সঙ্গে মউ স্বাক্ষর খড়গপুর আইআইটি'র

2. 16 বছরের নিচে পড়ুয়াদের কোচিং সেন্টারে ভরতি নয়, নির্দেশিকা জারি কেন্দ্রের

3. আগামী বছর কবে থেকে শুরু উচ্চমাধ্যমিক? পরীক্ষা শেষে ঘোষণা শিক্ষামন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.