ETV Bharat / state

মৃত মানুষের জন্য আন্দোলন, মহিলাদের প্রতিবাদকে কটাক্ষ উদয়নের ! - Udayan Guha on RG Kar Protest - UDAYAN GUHA ON RG KAR PROTEST

Udayan Guha on RG Kar Protest: ফের বেফাঁস মন্তব্য করার অভিযোগ রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ’র বিরুদ্ধে ৷ আরজি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামা মহিলাদের কটাক্ষ করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে ৷ সেই সঙ্গে নিহত চিকিৎসকের সুবিচারের আন্দোলন নিয়েও কটূক্তির অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ৷

Udayan Guha on RG Kar Protest
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী মহিলাদের কটাক্ষের অভিযোগ উদয়ন গুহ’র বিরুদ্ধে ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 8:22 PM IST

কোচবিহার, 18 অগস্ট: আরজি করে মহিলা চিকিৎসকের হত্যার সুবিচার এবং সুরক্ষার দাবিতে রাস্তায় নামা মহিলাদের উদ্দেশ্যে কটূক্তির অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ’র বিরুদ্ধে ৷ আন্দোলনে নামা মহিলাদের সাজপোশাকনিয়ে মন্তব্য করতে শোনা গেল তাঁকে ৷ তাঁর কথায়, জিন্স প্যান্ট ও বয়কাট চুল-ওয়ালা শহুরে মহিলারা খবরে আসতে রাস্তায় নেমে আন্দোলন করছেন ৷ এমনকী আরজি করের নির্যাতিতা মৃত চিকিৎসকের সুবিচারের দাবিকে, 'মৃত মানুষের জন্য আন্দোলন' বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী মহিলাদের কটাক্ষের অভিযোগ উদয়ন গুহ’র বিরুদ্ধে ৷ (ইটিভি ভারত)

রবিবার দুপুরে দিনহাটায় আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তির দাবিকে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি থেকে এই মন্তব্য উদয়নের ৷ সেখানে গ্রাম বাংলার মহিলাদের মদ ও জুয়ার ঠেক ভাঙার আন্দোলনের সঙ্গে আরজি কর-কাণ্ডের প্রতিবাদের তুলনা টানেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ৷ তিনি বলেন, "গ্রামবাংলায় মহিলারা হাতে ঝাঁটা নিয়ে আন্দোলন করে ৷ কারণ, তাঁদের বাড়ির পুরুষরা মদের ঠেক, জুয়ার আড্ডায় টাকা ওড়ায় ৷ সেই মদ ও জুয়ার ঠেক ভাঙতে রাস্তায় নেমে আন্দোলন করেন গ্রামের মহিলারা ৷ সেখানে এইসব শহরের জিন্স পরা, বয়কাট চুলের মহিলাদের দেখা যায় না ৷"

এরপরেই কটাক্ষের সুরে উদয়ন মন্তব্য করেন, "শহরের সেই সব মহিলারা গ্রামের সেই আন্দোলনে আসেন না ৷ তাঁরা সেই আন্দোলনে রাস্তায় নামেন, যেখানে টিভি ক্যামেরা ছবি দেখাবে ৷ ইংরেজি কাগজে ছবি বেরবে ৷ এরা জীবিত মানুষের জন্য আন্দোলন করে না ৷ এদের আন্দোলন মৃত মানুষের জন্য ৷" আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের বিরুদ্ধে রাজ্য তথা দেশজোড়া আন্দোলন চলছে ৷ শুধু চিকিৎসকমহল নয়, এই আন্দোলনে সামিল হয়েছে সমাজের সবস্তরের মানুষ ৷ সকলের একটাই দাবি, "উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর ৷" সেখানে একজন জনপ্রতিনিধির এমন মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে বিভিন্নমহলে ৷

কোচবিহার, 18 অগস্ট: আরজি করে মহিলা চিকিৎসকের হত্যার সুবিচার এবং সুরক্ষার দাবিতে রাস্তায় নামা মহিলাদের উদ্দেশ্যে কটূক্তির অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ’র বিরুদ্ধে ৷ আন্দোলনে নামা মহিলাদের সাজপোশাকনিয়ে মন্তব্য করতে শোনা গেল তাঁকে ৷ তাঁর কথায়, জিন্স প্যান্ট ও বয়কাট চুল-ওয়ালা শহুরে মহিলারা খবরে আসতে রাস্তায় নেমে আন্দোলন করছেন ৷ এমনকী আরজি করের নির্যাতিতা মৃত চিকিৎসকের সুবিচারের দাবিকে, 'মৃত মানুষের জন্য আন্দোলন' বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী মহিলাদের কটাক্ষের অভিযোগ উদয়ন গুহ’র বিরুদ্ধে ৷ (ইটিভি ভারত)

রবিবার দুপুরে দিনহাটায় আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তির দাবিকে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি থেকে এই মন্তব্য উদয়নের ৷ সেখানে গ্রাম বাংলার মহিলাদের মদ ও জুয়ার ঠেক ভাঙার আন্দোলনের সঙ্গে আরজি কর-কাণ্ডের প্রতিবাদের তুলনা টানেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ৷ তিনি বলেন, "গ্রামবাংলায় মহিলারা হাতে ঝাঁটা নিয়ে আন্দোলন করে ৷ কারণ, তাঁদের বাড়ির পুরুষরা মদের ঠেক, জুয়ার আড্ডায় টাকা ওড়ায় ৷ সেই মদ ও জুয়ার ঠেক ভাঙতে রাস্তায় নেমে আন্দোলন করেন গ্রামের মহিলারা ৷ সেখানে এইসব শহরের জিন্স পরা, বয়কাট চুলের মহিলাদের দেখা যায় না ৷"

এরপরেই কটাক্ষের সুরে উদয়ন মন্তব্য করেন, "শহরের সেই সব মহিলারা গ্রামের সেই আন্দোলনে আসেন না ৷ তাঁরা সেই আন্দোলনে রাস্তায় নামেন, যেখানে টিভি ক্যামেরা ছবি দেখাবে ৷ ইংরেজি কাগজে ছবি বেরবে ৷ এরা জীবিত মানুষের জন্য আন্দোলন করে না ৷ এদের আন্দোলন মৃত মানুষের জন্য ৷" আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের বিরুদ্ধে রাজ্য তথা দেশজোড়া আন্দোলন চলছে ৷ শুধু চিকিৎসকমহল নয়, এই আন্দোলনে সামিল হয়েছে সমাজের সবস্তরের মানুষ ৷ সকলের একটাই দাবি, "উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর ৷" সেখানে একজন জনপ্রতিনিধির এমন মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে বিভিন্নমহলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.