ETV Bharat / state

রাস্তার ছেঁড়া বিদ্যুতের তারে দুর্ঘটনা ! বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু দুই কিশোরীর - Death Due to Electrocution - DEATH DUE TO ELECTROCUTION

Jalpaiguri Electrocution Case: জলপাইগুড়ির মাল ব্লকে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু দুই কিশোরীর ৷ কাজে যাওয়ার সময় রাস্তার ছেঁড়া বিদ্যুতের তার লেগে এই দুর্ঘটনা ৷ এলাকায় শোকের ছায়া ৷

Jalpaiguri Electrocution Case
জলপাইগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2024, 2:01 PM IST

জলপাইগুড়ি, 1 অক্টোবর: ভয়াবহ দুর্ঘটনা জলপাইগুড়িতে ৷ মঙ্গলবার কাজে যাওয়ার সময় রাস্তায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু দুই কিশোরীর ৷ ঘটনায় চাঞ্চল্য মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওড়া বস্তি এলাকায় ৷

রোজ সকালে পাশের চা বাগানে কাজ করতে যায় নেওড়া বস্তির বাসিন্দা দুই কিশোরী ৷ এদিন সকালে রোজের মতো পিকআপ ভ্যানে চেপে কাজে যাচ্ছিল তারা ৷ রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তারে শক লেগে মৃত্যু হয় তাদের ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তার ধারে বিদ্যুতের তারটি ঝুলছিল ৷ গাড়ির একদিকে বসেছিল দুই কিশোরী ৷

বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু দুই কিশোরীর (ইটিভি ভারত)

গাড়িটি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের গায়ে তারটি লেগে যায় ৷ সঙ্গে সঙ্গে গাড়ি থেকে পড়ে যায় দু'জনেই ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কিশোরীর ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় অপরজনের ৷ ইতিমধ্যেই, ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷

এলাকাবাসীদের অভিযোগ, কয়েকদিন ধরে রাস্তার উপর বিদ্যুতের তার ঝুলছিল ৷ কিন্তু সেটি সরানোর জন্য বিদ্যুৎ দফতরের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । তাদের আরও অভিযোগ, দূর্ঘটনার পর চার ঘণ্টা পেরিয়ে গেলেও সেই তার সরানোর জন্য কেউ আসেনি । এলাকাবাসীরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন । বাঁশ দিয়ে রাস্তা আটকে দেওয়া হয় । পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছন স্থানীয় থানার পুলিশকর্মীরা ৷

পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতাদের নাম আলিশা ওরাও (17) এবং রাধিকা ওরাও (19)। এরা বিভিন্ন চা বাগানে কাজ করতে যায় ৷ এদিন, ঘটনার পর গাড়িতে থাকা বাকিদের মাল হাসপাতালে নিয়ে আসা হয় ৷ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ ৷

জলপাইগুড়ি, 1 অক্টোবর: ভয়াবহ দুর্ঘটনা জলপাইগুড়িতে ৷ মঙ্গলবার কাজে যাওয়ার সময় রাস্তায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু দুই কিশোরীর ৷ ঘটনায় চাঞ্চল্য মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওড়া বস্তি এলাকায় ৷

রোজ সকালে পাশের চা বাগানে কাজ করতে যায় নেওড়া বস্তির বাসিন্দা দুই কিশোরী ৷ এদিন সকালে রোজের মতো পিকআপ ভ্যানে চেপে কাজে যাচ্ছিল তারা ৷ রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তারে শক লেগে মৃত্যু হয় তাদের ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তার ধারে বিদ্যুতের তারটি ঝুলছিল ৷ গাড়ির একদিকে বসেছিল দুই কিশোরী ৷

বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু দুই কিশোরীর (ইটিভি ভারত)

গাড়িটি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের গায়ে তারটি লেগে যায় ৷ সঙ্গে সঙ্গে গাড়ি থেকে পড়ে যায় দু'জনেই ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কিশোরীর ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় অপরজনের ৷ ইতিমধ্যেই, ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷

এলাকাবাসীদের অভিযোগ, কয়েকদিন ধরে রাস্তার উপর বিদ্যুতের তার ঝুলছিল ৷ কিন্তু সেটি সরানোর জন্য বিদ্যুৎ দফতরের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । তাদের আরও অভিযোগ, দূর্ঘটনার পর চার ঘণ্টা পেরিয়ে গেলেও সেই তার সরানোর জন্য কেউ আসেনি । এলাকাবাসীরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন । বাঁশ দিয়ে রাস্তা আটকে দেওয়া হয় । পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছন স্থানীয় থানার পুলিশকর্মীরা ৷

পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতাদের নাম আলিশা ওরাও (17) এবং রাধিকা ওরাও (19)। এরা বিভিন্ন চা বাগানে কাজ করতে যায় ৷ এদিন, ঘটনার পর গাড়িতে থাকা বাকিদের মাল হাসপাতালে নিয়ে আসা হয় ৷ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.