ETV Bharat / state

সিঁথিতে বিস্ফোরণ, নিহত দুই - BLAST IN SINTHI

সিঁথি থানার বিটি রোড এক্সটেনশন মোড়ে শুক্রবার ভয়াবহ বিস্ফোরণ হয় ৷ নিহত দুই ৷

BLAST IN SINTHI
সিঁথিতে বিটি রোডে বিস্ফোরণ, নিহত দুই (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2024, 1:40 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল সিঁথি থানার বিটি রোড এক্সটেনশন মোড়ে ৷ বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন ৷ নিহতদের নাম জানা যায়নি ৷

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিঁথি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে একটি গ্যারেজ । সেখানে মূলত পুরনো গাড়ি রাখা থাকে । সেগুলি কেটে তার যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করা হয় । আজ সেই গ্যারেজেই একটি পুরনো তেলের ট্যাংকার কাটার কাজ চলছিল শুক্রবার । সেই সময় সেটিতে আগুন লাগে ।

BLAST IN SINTHI
এই তেলের ট্যাংকারে বিস্ফোরণ হয়৷ (নিজস্ব চিত্র)

অভিযোগ, সংশ্লিষ্ট ট্যাংকারে কিছু দাহ্যবস্তু থাকায় সেটি চোখের নিমেষেই ফেটে যায় । বিস্ফোরণ হয় । সেখানেই ওই এলাকার দুই যুবক গুরুতর ভাবে জখম হয় । তাদের আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একটি দেহ অনেক দূর গিয়ে ছিটকে পড়ে ।

কিন্তু কেন এমন ঘটনা ঘটল ? জানা গিয়েছে, সিঁথি থানা থেকে মাত্র কিছুটা দূরেই এই গ্যারেজ । এই বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘এই গাড়িটি দীর্ঘদিন ধরে রয়েছে । মূলত এখানে পুরনো গাড়ি এবং বাস এসে দাঁড়ায় এবং সেই গাড়িগুলি ধীরে ধীরে কেটে তার যন্ত্রাংশগুলি অন্য জায়গায় বিক্রি করা হয় । আজ সকালে যখন এই গাড়িটি কাটাই-এর কাজ চলছিল, সেই সময় হয়তো ভালোভাবে আগে থেকে পরীক্ষা করা হয়নি যে ওর ভেতর কিছু আছে কি না !’’

BLAST IN SINTHI
এই তেলের ট্যাংকারে বিস্ফোরণ হয়৷ (নিজস্ব চিত্র)

ওই তেলের ট্যাংকারে কী ছিল, তা পরীক্ষা করে দেখবেন ফরেনসিক বিশেষজ্ঞরা ৷ স্থানীয়দের দাবি, ওই গ্যারেজ নিয়ে একাধিকবার অভিযোগ করা হয়েছে থানায় ৷ তবে পুলিশের তরফে এই নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি ৷

কলকাতা, 6 ডিসেম্বর: ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল সিঁথি থানার বিটি রোড এক্সটেনশন মোড়ে ৷ বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন ৷ নিহতদের নাম জানা যায়নি ৷

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিঁথি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে একটি গ্যারেজ । সেখানে মূলত পুরনো গাড়ি রাখা থাকে । সেগুলি কেটে তার যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করা হয় । আজ সেই গ্যারেজেই একটি পুরনো তেলের ট্যাংকার কাটার কাজ চলছিল শুক্রবার । সেই সময় সেটিতে আগুন লাগে ।

BLAST IN SINTHI
এই তেলের ট্যাংকারে বিস্ফোরণ হয়৷ (নিজস্ব চিত্র)

অভিযোগ, সংশ্লিষ্ট ট্যাংকারে কিছু দাহ্যবস্তু থাকায় সেটি চোখের নিমেষেই ফেটে যায় । বিস্ফোরণ হয় । সেখানেই ওই এলাকার দুই যুবক গুরুতর ভাবে জখম হয় । তাদের আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একটি দেহ অনেক দূর গিয়ে ছিটকে পড়ে ।

কিন্তু কেন এমন ঘটনা ঘটল ? জানা গিয়েছে, সিঁথি থানা থেকে মাত্র কিছুটা দূরেই এই গ্যারেজ । এই বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘এই গাড়িটি দীর্ঘদিন ধরে রয়েছে । মূলত এখানে পুরনো গাড়ি এবং বাস এসে দাঁড়ায় এবং সেই গাড়িগুলি ধীরে ধীরে কেটে তার যন্ত্রাংশগুলি অন্য জায়গায় বিক্রি করা হয় । আজ সকালে যখন এই গাড়িটি কাটাই-এর কাজ চলছিল, সেই সময় হয়তো ভালোভাবে আগে থেকে পরীক্ষা করা হয়নি যে ওর ভেতর কিছু আছে কি না !’’

BLAST IN SINTHI
এই তেলের ট্যাংকারে বিস্ফোরণ হয়৷ (নিজস্ব চিত্র)

ওই তেলের ট্যাংকারে কী ছিল, তা পরীক্ষা করে দেখবেন ফরেনসিক বিশেষজ্ঞরা ৷ স্থানীয়দের দাবি, ওই গ্যারেজ নিয়ে একাধিকবার অভিযোগ করা হয়েছে থানায় ৷ তবে পুলিশের তরফে এই নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.