ETV Bharat / state

ঢাকায় আটকে মুর্শিদাবাদের দুই মেডিক্যাল পড়ুয়া, উদ্বিগ্ন পরিবার - Quota Protest in Bangladesh

Students Protest in Bangladesh: সংরক্ষণ ইস্যুতে উত্তপ্ত বাংলাদেশ ৷ সেখানে পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করেছে শেখ হাসিনা সরকার ৷ এই পরিস্থিতিতে ঢাকায় আটকে পড়েছেন মুর্শিদাবাদের বাসিন্দা দুই মেডিক্যাল পড়ুয়া ৷ তাঁদের মধ্যে একজন ঢাকা বিমানবন্দরে রয়েছেন ৷ আরেকজনের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 1:32 PM IST

Updated : Jul 22, 2024, 1:48 PM IST

Quota Protest in Bangladesh
ঢাকায় আটকে মুর্শিদাবাদের বাসিন্দা 2 মেডিক্যাল পড়ুয়া ৷ (নিজস্ব চিত্র)

বহরমপুর, 22 জুলাই: কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে গত সপ্তাহ থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে ৷ পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করেছে শেখ হাসিনা সরকার ৷ এই পরিস্থিতিতে ঢাকায় আটকে রয়েছেন মুর্শিদাবাদের বাসিন্দা দুই মেডিক্যাল পড়ুয়া ৷ বিমানবন্দরে আটকে রয়েছেন ঢাকা ডেল্টা মেডিক্যাল কলেজের ছাত্র নাসিম হাসান ৷ অন্যদিকে, বাস ও বিমানের টিকিট না-মেলায় ঢাকাতেই একটি সুরক্ষিত জায়গায় আশ্রয় নিয়েছেন তৌফিক আহমেদ ৷

নাসিম হাসান মেডিক্যালের অন্তিম বর্ষের ছাত্র ৷ তাঁর বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ৷ আর তৌফিক আহমেদ ইসলামপুর নজরুল পল্লির বাসিন্দা ৷ সরকারি চাকরিতে কোটার বিরোধিতায় ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ ৷ বিক্ষোভ, মিছিল, সংঘর্ষ, অগ্নিসংযোগে ক্রমশ জটিল হচ্ছে ওপার বাংলার পরিস্থিতি ৷ হিংসার আবহে অনির্দিষ্টকালের জন্য স্কুল, কলেজ-সহ বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসিনা সরকার ৷ ফলে বাংলাদেশের সঙ্গে বাকি বিশ্বের যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে প্রায় বিচ্ছিন্ন ৷

এই পরিস্থিতিতে ইসলামপুরের নজরুলপল্লির মণ্ডল তৌসিফ আহমেদ অয়ন ঢাকায় আটকে রয়েছেন ৷ তিন বছর আগে ঢাকার একটি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তে গিয়েছিলেন তিনি ৷ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উৎকণ্ঠায় তাঁর পরিবারের লোকজন ৷ পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে তৌসিফের সঙ্গে শেষবার কথা হয়েছিল ৷ তারপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না ৷ টেলিভিশনের পর্দায় তাঁরা চোখ রেখে বসে রয়েছেন ৷ মাঝে মধ্যে মোবাইলে ছেলের ছবি দেখছেন তৌসিফের মা ৷ তবে, দুঃশ্চিন্তা কাটছে না কিছুতেই ৷

তৌসিফের মা মানসুরা বিবি বলেন, "বৃহস্পতিবার দুপুরে ছেলের সঙ্গে শেষ কথা হয়েছে ৷ ছেলে তখন জানিয়েছিল ওখানকার পরিস্থিতি ভীষণ খারাপ ৷ তবে, ও আমাদের জানিয়েছিল সুস্থ রয়েছে ৷ তারপর থেকে ছেলের সঙ্গে আর কোনওভাবে যোগাযোগ করতে পারছি না। শনিবার বিকেলে ওর কয়েকজন বন্ধু বাড়ি ফিরেছে ৷ ওদের কাছে শুনলাম ছেলে সুস্থ রয়েছে ৷" শনিবার বিকেলেই বাংলাদেশ থেকে বাড়ি ফিরেছেন ইসলামপুরের নশিপুরের জান্নাত নিশা মণ্ডল ৷ তিনিও সেখানকার একটি মেডিক্যাল কলেজে এমবিবিএস করছেন ৷ মেয়ে বাড়ি আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবারের লোকজন ৷

উল্লেখ্য, রবিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, বাংলাদেশের পরিস্থিতিতে সরকার বিপদে পড়া লোকজনদের পাশে থাকবে ৷ রাজ্যের কেউ বাংলাদেশে আটকে পড়লে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন ৷ বাংলাদেশে থাকা ভারতীয় পড়ুয়াদের ফেরাতে সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ৷ এবার দেখার তৌফিক আহমেদের মতো বাকি পড়ুয়াদের ফেরাতে প্রশাসন কী ব্যবস্থা নেয় ৷

বহরমপুর, 22 জুলাই: কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে গত সপ্তাহ থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে ৷ পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করেছে শেখ হাসিনা সরকার ৷ এই পরিস্থিতিতে ঢাকায় আটকে রয়েছেন মুর্শিদাবাদের বাসিন্দা দুই মেডিক্যাল পড়ুয়া ৷ বিমানবন্দরে আটকে রয়েছেন ঢাকা ডেল্টা মেডিক্যাল কলেজের ছাত্র নাসিম হাসান ৷ অন্যদিকে, বাস ও বিমানের টিকিট না-মেলায় ঢাকাতেই একটি সুরক্ষিত জায়গায় আশ্রয় নিয়েছেন তৌফিক আহমেদ ৷

নাসিম হাসান মেডিক্যালের অন্তিম বর্ষের ছাত্র ৷ তাঁর বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ৷ আর তৌফিক আহমেদ ইসলামপুর নজরুল পল্লির বাসিন্দা ৷ সরকারি চাকরিতে কোটার বিরোধিতায় ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ ৷ বিক্ষোভ, মিছিল, সংঘর্ষ, অগ্নিসংযোগে ক্রমশ জটিল হচ্ছে ওপার বাংলার পরিস্থিতি ৷ হিংসার আবহে অনির্দিষ্টকালের জন্য স্কুল, কলেজ-সহ বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসিনা সরকার ৷ ফলে বাংলাদেশের সঙ্গে বাকি বিশ্বের যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে প্রায় বিচ্ছিন্ন ৷

এই পরিস্থিতিতে ইসলামপুরের নজরুলপল্লির মণ্ডল তৌসিফ আহমেদ অয়ন ঢাকায় আটকে রয়েছেন ৷ তিন বছর আগে ঢাকার একটি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তে গিয়েছিলেন তিনি ৷ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উৎকণ্ঠায় তাঁর পরিবারের লোকজন ৷ পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে তৌসিফের সঙ্গে শেষবার কথা হয়েছিল ৷ তারপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না ৷ টেলিভিশনের পর্দায় তাঁরা চোখ রেখে বসে রয়েছেন ৷ মাঝে মধ্যে মোবাইলে ছেলের ছবি দেখছেন তৌসিফের মা ৷ তবে, দুঃশ্চিন্তা কাটছে না কিছুতেই ৷

তৌসিফের মা মানসুরা বিবি বলেন, "বৃহস্পতিবার দুপুরে ছেলের সঙ্গে শেষ কথা হয়েছে ৷ ছেলে তখন জানিয়েছিল ওখানকার পরিস্থিতি ভীষণ খারাপ ৷ তবে, ও আমাদের জানিয়েছিল সুস্থ রয়েছে ৷ তারপর থেকে ছেলের সঙ্গে আর কোনওভাবে যোগাযোগ করতে পারছি না। শনিবার বিকেলে ওর কয়েকজন বন্ধু বাড়ি ফিরেছে ৷ ওদের কাছে শুনলাম ছেলে সুস্থ রয়েছে ৷" শনিবার বিকেলেই বাংলাদেশ থেকে বাড়ি ফিরেছেন ইসলামপুরের নশিপুরের জান্নাত নিশা মণ্ডল ৷ তিনিও সেখানকার একটি মেডিক্যাল কলেজে এমবিবিএস করছেন ৷ মেয়ে বাড়ি আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবারের লোকজন ৷

উল্লেখ্য, রবিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, বাংলাদেশের পরিস্থিতিতে সরকার বিপদে পড়া লোকজনদের পাশে থাকবে ৷ রাজ্যের কেউ বাংলাদেশে আটকে পড়লে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন ৷ বাংলাদেশে থাকা ভারতীয় পড়ুয়াদের ফেরাতে সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ৷ এবার দেখার তৌফিক আহমেদের মতো বাকি পড়ুয়াদের ফেরাতে প্রশাসন কী ব্যবস্থা নেয় ৷

Last Updated : Jul 22, 2024, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.