গাইঘাটা, 11 সেপ্টেম্বর: বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল 2 বছরের শিশু কন্যার । ঘটনায় গুরুতর জখম হয়েছেন শিশুটির বাবা । প্রতিবাদে গাড়ি আটকে যশোর রোডে অবরোধ করে এলাকাবাসী । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ধর্মপুর দাস পাড়া এলাকায় । মৃত শিশু কন্যার নাম জানা যায়নি । খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ । পুলিশ দেহ উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে । পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন অবরোধকারীরা । ঘাতক গাড়ি বাজেয়াপ্ত ও তার চালককে আটক করা হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশোকনগর বনবনিয়ার বাসিন্দা বাপ্পা দেবনাথ এ দিন রাতে বাইকে করে তাঁর শিশু কন্যাকে নিয়ে গাইঘাটার দিক থেকে হাবড়ার দিকে যাচ্ছিলেন । সেসময় ধর্মপুর দাস পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে । বাচ্চাটির মাথার উপর দিলে চলে যায় বাসের চাকা । ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 বছরের শিশুটির । আশঙ্কাজনক অবস্থায় বাপ্পাকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
স্থানীয় পঞ্চায়েত প্রধান নির্মল ঘোষ বলেন,"বনগাঁ-দক্ষিণেশ্বর রুটের ডিএন 44 বাসটি ওই রাস্তা দিয়ে বেপরোয়াভাবে চলে । এ দিন ওই বাসটি বাইক আরোহীকে ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটেছে । ঘাতক গাড়ি আটকে কিছু সময়ের জন্য যশোর রোড অবরোধ করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা । প্রশাসনকে বেপরোয়া বাস চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি ৷" স্থানীয়দের দাবি, যশোর রোড সংকীর্ণ । তার উপর এই রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালায় ডিএস 44 বাসের চালকরা ৷ নিজেদের মধ্যে করে রেষারেষি করে । যার কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে । ডিএন 44 বাস চালকদেরকে ঠিকঠাকভাবে গাড়ি চালাতে হবে ।
অন্যদিকে, বুধবার সকালে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের । ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের সমরপল্লী এলাকায় ৷ মৃতের নাম প্রদীপ রায় (66) ৷ রাস্তা পার হচ্ছিলেন তিনি । সেই সময় লরি এসে পিষে দেয় ওই বৃদ্ধকে । তিনি ডাক্তার দেখাতে যাচ্ছিলেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে । ডাক্তার দেখানোর আগে মন্দিরে নমস্কার করতে যাওয়ার সময় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা । ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধি পৌঁছলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ ।