ETV Bharat / state

অন্তর্বাস থেকে উদ্ধার আড়াই কোটির সোনার বিস্কুট, শিলিগুড়িতে গ্রেফতার দুই - GOLD BARS RECOVERED - GOLD BARS RECOVERED

Smugglers Arrested with Gold Bars: অন্তর্বাসের ভিতরে করে সোনার বিস্কুট পাচারের ছক! বিস্কুটগুলির প্রতিটির ওজন 101 গ্রাম থেকে 142 গ্রামের মধ্যে। ডিআরআইয়ের অভিযানে উদ্ধার হয় আড়াই কোটির সোনার বিস্কুট ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু'জনকে ৷

Smugglers Arrested in Gold Biscuits Recovered
সোনার বিস্কুট (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 10:28 AM IST

শিলিগুড়ি, 23 মে: বড়সড় সাফল্য রাজস্ব গোয়েন্দা বিভাগের (ডিআরআই)। অন্তর্বাসে করে প্রায় আড়াই কোটির সোনা পাচারের ছক বানচাল করল ডিআরআই। ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী সংস্থার আইনজীবী রতন বণিক। ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল আশাদুল হক ও বিকি হক। দু'জনেই কোচবিহারের দিনহাটার গীতালদহের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে এর আগেও মাদক পাচারের মতো অভিযোগ রয়েছে বলে তদন্ত করে জানতে পেরেছে ডিআরআই। এবারের এই অভিযানে উদ্ধার হয়েছে 28টি সোনার বিস্কুট। বিস্কুটগুলির প্রতিটির ওজন 101 গ্রাম থেকে 142 গ্রামের মধ্যে। মোট ওজন 3 কেজি 290 গ্রাম। যার বাজার মূল্য 2 কোটি 49 লক্ষ 5 হাজার টাকা।

আরও পড়ুন:

ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার সোনার বিস্কুট, আটক এক ভারতীয় মহিলা

বড় সাফল্য বিএসএফের, যুবকের পায়ুদ্বারে মিলল 76 লক্ষের সোনার বিস্কুট

আরও জানা গিয়েছে, ইন্দো-বাংলাদেশ সীমান্ত পার করে ওই সোনা কোচবিহারে পৌঁছয়। সেখানে হাতবদলের পর ওই আসাদুল ও বিকির কাছে পৌঁছয়। তারা ওই সোনার বিস্কুটগুলি কলকাতায় পাচারের উদ্দেশ্যে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন ধরে। কিন্তু পাচারের বিষয়টি গোপন সূত্রে খবর পেয়ে যায় ডিআরআই। পাচারকারীরা ট্রেন চড়তেই ডিআরআই অধিকারিকরাও ছদ্মবেশে তাদের পিছু নিতে শুরু করে। এরপর নিউ কোচবিহার ও দিনহাটা স্টেশনের মাঝে অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন দু'জনকে আটক করে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়।

তাদের কথায় অসঙ্গতি মিললে আশাদুল ও বিকিকে গ্রেফতার করে শিলিগুড়িতে ডিআরআইয়ের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ধৃতদের তল্লাশি চালালে অন্তর্বাসের ভিতরে বিশেষ বেল্টের মধ্যে প্যাকেট বন্দি অবস্থায় সোনার বিস্কুটগুলি উদ্ধার হয়। দু'জনের থেকে 14টি করে 28টি সোনার বিস্কুট উদ্ধার হয়।

আরও পড়ুন:

শিলিগুড়িতে বাজেয়াপ্ত 12টি সোনার বিস্কুট-গয়না, নগদ প্রায় 90 লক্ষ; গ্রেফতার 3

শিলিগুড়ি, 23 মে: বড়সড় সাফল্য রাজস্ব গোয়েন্দা বিভাগের (ডিআরআই)। অন্তর্বাসে করে প্রায় আড়াই কোটির সোনা পাচারের ছক বানচাল করল ডিআরআই। ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী সংস্থার আইনজীবী রতন বণিক। ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল আশাদুল হক ও বিকি হক। দু'জনেই কোচবিহারের দিনহাটার গীতালদহের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে এর আগেও মাদক পাচারের মতো অভিযোগ রয়েছে বলে তদন্ত করে জানতে পেরেছে ডিআরআই। এবারের এই অভিযানে উদ্ধার হয়েছে 28টি সোনার বিস্কুট। বিস্কুটগুলির প্রতিটির ওজন 101 গ্রাম থেকে 142 গ্রামের মধ্যে। মোট ওজন 3 কেজি 290 গ্রাম। যার বাজার মূল্য 2 কোটি 49 লক্ষ 5 হাজার টাকা।

আরও পড়ুন:

ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার সোনার বিস্কুট, আটক এক ভারতীয় মহিলা

বড় সাফল্য বিএসএফের, যুবকের পায়ুদ্বারে মিলল 76 লক্ষের সোনার বিস্কুট

আরও জানা গিয়েছে, ইন্দো-বাংলাদেশ সীমান্ত পার করে ওই সোনা কোচবিহারে পৌঁছয়। সেখানে হাতবদলের পর ওই আসাদুল ও বিকির কাছে পৌঁছয়। তারা ওই সোনার বিস্কুটগুলি কলকাতায় পাচারের উদ্দেশ্যে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন ধরে। কিন্তু পাচারের বিষয়টি গোপন সূত্রে খবর পেয়ে যায় ডিআরআই। পাচারকারীরা ট্রেন চড়তেই ডিআরআই অধিকারিকরাও ছদ্মবেশে তাদের পিছু নিতে শুরু করে। এরপর নিউ কোচবিহার ও দিনহাটা স্টেশনের মাঝে অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন দু'জনকে আটক করে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়।

তাদের কথায় অসঙ্গতি মিললে আশাদুল ও বিকিকে গ্রেফতার করে শিলিগুড়িতে ডিআরআইয়ের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ধৃতদের তল্লাশি চালালে অন্তর্বাসের ভিতরে বিশেষ বেল্টের মধ্যে প্যাকেট বন্দি অবস্থায় সোনার বিস্কুটগুলি উদ্ধার হয়। দু'জনের থেকে 14টি করে 28টি সোনার বিস্কুট উদ্ধার হয়।

আরও পড়ুন:

শিলিগুড়িতে বাজেয়াপ্ত 12টি সোনার বিস্কুট-গয়না, নগদ প্রায় 90 লক্ষ; গ্রেফতার 3

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.