ETV Bharat / state

7 লক্ষ টাকা মূল্যের হাতির দাঁত-সহ গ্রেফতার দুই পাচারকারী - Elephant Tusks Recover

Elephant Tusks Recover: ক্রেতা সেজে দুই পাচারকারীকে গ্রেফতার করল বন বিভাগের কর্মীরা ৷ উদ্ধার হওয়া হাতির দাঁতের মূল্য 7 লক্ষ টাকা ৷ নেপালে পাচার করা হচ্ছিল হাতির দাঁতগুলি ৷

Elephant Tusks Recover
উদ্ধার হওয়া হাতির দাঁত
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 5:00 PM IST

জলপাইগুড়ি, 3 এপ্রিল: চোরা চালানকারীদের কাছ থেকে উদ্ধার হাতির দাঁত ৷ জলপাইগুড়ি বন বিভাগের লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীদের তৎপরতায় মঙ্গালবার উদ্ধার হয়েছে হাতির দাঁতগুলি ৷ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছেন বনকর্মীরা ৷ ধৃতদের কাছ থেকে 5 কেজি ওজনের দুটি হাতির দাঁত উদ্ধার হয়েছে ৷ ধৃতরা হলেন ওয়াংরি ও ইয়াস্কা দর্জে ভুটিয়া। ধৃতদের মধ্যে একজন ভুটানের নাগরিক ও একজন আলিপুরদুয়ারের বক্সার আদমা পাহাড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

বন কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্ত ক্রেতা সেজে দুই পাচারকারীকে গ্রেফতার করেছেন ৷ এদিন ময়নাগুড়ি থেকে ধূপগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়কের দিয়ে একটি স্কুটিতে করে যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি ৷ আগে থেকে খবর পেয়ে সেখানেই অপেক্ষা করছিলেন রেঞ্জাররা ৷ দুই অভিযুক্ত জাতীয় সড়কের উপর উঠতেই তাদেরকে আটকান ৷ ক্রেতা সেজে হাতির দাঁতগুলি কিনতে চান ৷ এই প্রসঙ্গেই জলপাইগুড়ি বনবিভাগের এডিএফ ও জয়ন্ত মণ্ডল বলেন, "ক্রেতা সেজে পাচারকারীদের ধরা হয়েছে।"

জানান, পাচারকারীদের থেকে 7 লক্ষ টাকার বিনিময়ে হাতির দাঁত কেনার টোপ দেওয়া হয় ৷ সেই মতোই পাচারকারীরা ফাঁদে পা দিতেই তাদের গ্রেফতার করেন বনকর্মীরা ৷ ময়নাগুড়ি ব্লকের ঝাঁঝাঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তারা হাতির দাঁত দুটো শিলিগুড়ি সীমান্ত হয়ে নেপালে পাচার করা হত। তবে এই দাঁতগুলি পাচারকারীরা কীভাবে পেয়েছিলেন তা জানা যায়নি ৷ প্রাথমিক ভাবে বনকর্মীদের অনুমান, হাতির দাঁতগুলি তাঁরা কোনও চোরা শিকারীর কাছ থেকে নিয়েছিল ৷ তবে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, তার কোথা থেকে সেগুলি পেয়েছে ৷ এই চোরা চালানের সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন:

  1. দাউ দাউ করে জ্বলছে পঞ্চাশের বেশি মৃত হাতির দাঁত! পাচার রুখতে অভিনব উদ্যোগ বাঁকুড়া জেলা বনবিভাগের
  2. রাজধানী এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার 11 কোটির হাতির দাঁত, গ্রেফতার 2
  3. বীরপাড়ায় হাতির দাঁত-সহ গ্রেফতার ভুটানের এক নাগরিক

জলপাইগুড়ি, 3 এপ্রিল: চোরা চালানকারীদের কাছ থেকে উদ্ধার হাতির দাঁত ৷ জলপাইগুড়ি বন বিভাগের লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীদের তৎপরতায় মঙ্গালবার উদ্ধার হয়েছে হাতির দাঁতগুলি ৷ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছেন বনকর্মীরা ৷ ধৃতদের কাছ থেকে 5 কেজি ওজনের দুটি হাতির দাঁত উদ্ধার হয়েছে ৷ ধৃতরা হলেন ওয়াংরি ও ইয়াস্কা দর্জে ভুটিয়া। ধৃতদের মধ্যে একজন ভুটানের নাগরিক ও একজন আলিপুরদুয়ারের বক্সার আদমা পাহাড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

বন কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্ত ক্রেতা সেজে দুই পাচারকারীকে গ্রেফতার করেছেন ৷ এদিন ময়নাগুড়ি থেকে ধূপগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়কের দিয়ে একটি স্কুটিতে করে যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি ৷ আগে থেকে খবর পেয়ে সেখানেই অপেক্ষা করছিলেন রেঞ্জাররা ৷ দুই অভিযুক্ত জাতীয় সড়কের উপর উঠতেই তাদেরকে আটকান ৷ ক্রেতা সেজে হাতির দাঁতগুলি কিনতে চান ৷ এই প্রসঙ্গেই জলপাইগুড়ি বনবিভাগের এডিএফ ও জয়ন্ত মণ্ডল বলেন, "ক্রেতা সেজে পাচারকারীদের ধরা হয়েছে।"

জানান, পাচারকারীদের থেকে 7 লক্ষ টাকার বিনিময়ে হাতির দাঁত কেনার টোপ দেওয়া হয় ৷ সেই মতোই পাচারকারীরা ফাঁদে পা দিতেই তাদের গ্রেফতার করেন বনকর্মীরা ৷ ময়নাগুড়ি ব্লকের ঝাঁঝাঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তারা হাতির দাঁত দুটো শিলিগুড়ি সীমান্ত হয়ে নেপালে পাচার করা হত। তবে এই দাঁতগুলি পাচারকারীরা কীভাবে পেয়েছিলেন তা জানা যায়নি ৷ প্রাথমিক ভাবে বনকর্মীদের অনুমান, হাতির দাঁতগুলি তাঁরা কোনও চোরা শিকারীর কাছ থেকে নিয়েছিল ৷ তবে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, তার কোথা থেকে সেগুলি পেয়েছে ৷ এই চোরা চালানের সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন:

  1. দাউ দাউ করে জ্বলছে পঞ্চাশের বেশি মৃত হাতির দাঁত! পাচার রুখতে অভিনব উদ্যোগ বাঁকুড়া জেলা বনবিভাগের
  2. রাজধানী এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার 11 কোটির হাতির দাঁত, গ্রেফতার 2
  3. বীরপাড়ায় হাতির দাঁত-সহ গ্রেফতার ভুটানের এক নাগরিক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.