ETV Bharat / state

উদয়ন-নিশীথ বাহিনীর সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 2, তদন্ত জারি - Two Arrested Dinhata Case - TWO ARRESTED DINHATA CASE

Two Arrested Dinhatar SDPO: দিনহাটা পাঁচমাথা মোড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের অনুগামীদের মধ্যে গন্ডগোলের ঘটনায় আহত হয়েছিলেন দিনহাটার SDPO ।

Two Arrested Dinhatar SDPO News
উদয়ন গুহের ওপর হামলা ও দিনহাটার SDPO কে মারধোরের ঘটনায় গ্রেফতার দুই
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 9:42 AM IST

কোচবিহার, 21 মার্চ: নিশীথ ও উদয়ন দুই গোষ্ঠীর লড়াইয়ে কয়েকদিন আগেই উত্তপ্ত হয় ওঠে দিনহাটা । ঘটনায় এবার 2 জনকে গ্রেফতার করা হল দিনহাটা পাঁচমাথা মোড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের অনুগামীদের মধ্যে গন্ডগোলের ঘটনায় আহত হয়েছিলেন দিনহাটার SDPO । ধৃত দুই জনের মধ্যে একজন এসডিপিও-র উপর হামলার ঘটনায় অভিযুক্ত ।

দিনহাটা থানার এসআই প্রবীর দত্তের অভি্যোগের ভিত্তিতে আলামিন শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে । তার বাড়ি দিনহাটার ওকরাবড়িতে । 19 মার্চ, দিনহাটা থানায় SDPO কে মারধোরের ঘটনার অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে 143, 186, 188, 353, 332, 333 ও 307 ধারায় মামলা রুজু করেছে । অন্যদিকে, ধৃত জনাব আলির বাড়ি দিনহাটা থানার ঝুড়িপাড়া এলালায় । তার বিরুদ্ধে 341, 323, 325, 379, 307, 506 ও 34 আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক-সহ 45 জনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-সহ তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রানে মারার অভিযোগ দায়ের করা হয় দিনহাটা থানায় । তদন্তে নেমে দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ, গত মঙ্গলবার রাতে গৌরিশঙ্কর মাহেশ্বরীর বাড়িতে মন্ত্রী উদয়ন গুহর জন্মদিনের অনুষ্ঠান চলছিল । এলাকাতেও ছিল উদযাপনের পরিবেশ । সেই সময়ই উদয়ন বাহিনীর উপর চাড়াও হয়ে নিশীথের লোকজন। ঘটনায় একাধিক তৃণমূল কর্মী জখম হয় বলে অভিযোগ । এমনকি বিক্ষোভে ফেটে পড়ে নিশীথের সঙ্গে মুখোমুখি বচসায় নামেন উদয়ন গুহ । দুই গোষ্ঠীর লড়াইয়ে দিনহাটার এসডিপিও ধীমান মিত্রের মাথা ফাটে ৷ এরপরইে উদয়ন ও তার বাহিনী প্রতিরোধ গড়ে তোলে ৷

মন্ত্রী উদয়ন গুহের সামনাসামনি হয়ে বিক্ষোভে ফেটে পড়েন নিশীথ প্রামানিকও । নিশীথ ও উদয়ন গুহর ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় । উদয়ন গুহের ওপর আক্রমণ ও SDPO এর মাথা ফাটানোর ঘটনায় দু'জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ ।

কোচবিহার, 21 মার্চ: নিশীথ ও উদয়ন দুই গোষ্ঠীর লড়াইয়ে কয়েকদিন আগেই উত্তপ্ত হয় ওঠে দিনহাটা । ঘটনায় এবার 2 জনকে গ্রেফতার করা হল দিনহাটা পাঁচমাথা মোড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের অনুগামীদের মধ্যে গন্ডগোলের ঘটনায় আহত হয়েছিলেন দিনহাটার SDPO । ধৃত দুই জনের মধ্যে একজন এসডিপিও-র উপর হামলার ঘটনায় অভিযুক্ত ।

দিনহাটা থানার এসআই প্রবীর দত্তের অভি্যোগের ভিত্তিতে আলামিন শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে । তার বাড়ি দিনহাটার ওকরাবড়িতে । 19 মার্চ, দিনহাটা থানায় SDPO কে মারধোরের ঘটনার অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে 143, 186, 188, 353, 332, 333 ও 307 ধারায় মামলা রুজু করেছে । অন্যদিকে, ধৃত জনাব আলির বাড়ি দিনহাটা থানার ঝুড়িপাড়া এলালায় । তার বিরুদ্ধে 341, 323, 325, 379, 307, 506 ও 34 আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক-সহ 45 জনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-সহ তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রানে মারার অভিযোগ দায়ের করা হয় দিনহাটা থানায় । তদন্তে নেমে দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ, গত মঙ্গলবার রাতে গৌরিশঙ্কর মাহেশ্বরীর বাড়িতে মন্ত্রী উদয়ন গুহর জন্মদিনের অনুষ্ঠান চলছিল । এলাকাতেও ছিল উদযাপনের পরিবেশ । সেই সময়ই উদয়ন বাহিনীর উপর চাড়াও হয়ে নিশীথের লোকজন। ঘটনায় একাধিক তৃণমূল কর্মী জখম হয় বলে অভিযোগ । এমনকি বিক্ষোভে ফেটে পড়ে নিশীথের সঙ্গে মুখোমুখি বচসায় নামেন উদয়ন গুহ । দুই গোষ্ঠীর লড়াইয়ে দিনহাটার এসডিপিও ধীমান মিত্রের মাথা ফাটে ৷ এরপরইে উদয়ন ও তার বাহিনী প্রতিরোধ গড়ে তোলে ৷

মন্ত্রী উদয়ন গুহের সামনাসামনি হয়ে বিক্ষোভে ফেটে পড়েন নিশীথ প্রামানিকও । নিশীথ ও উদয়ন গুহর ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় । উদয়ন গুহের ওপর আক্রমণ ও SDPO এর মাথা ফাটানোর ঘটনায় দু'জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ ।

আরও পড়ুন:

জেলাশাসক বদলেও কি বিজেপির প্রভাব দেখছে তৃণমূল ? কেন এমন বললেন অরূপ চক্রবর্তী

বেআইনি নির্মাণ বন্ধের দায়িত্ব থাকা আধিকারিকরাই কি গার্ডেনরিচের ঘটনার তদন্তে রয়েছে, প্রশ্ন প্রধান বিচারপতির

গার্ডেনরিচে বহুতল ভাঙার ঘটনায় আরটিআই করলেন শুভেন্দু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.