ETV Bharat / state

'মা দুর্গার আশির্বাদে সত্যের জয় হবে', সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে বললেন নাড্ডা - JP NADDA IN KOLKATA

বেলুড় মঠের দুর্গাপুজোয় গেলেন জেপি নাড্ডা ৷ সেখান থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় যান তিনি ৷ তাঁর বক্তব্যে উঠে আসে 'ন্যায় বিচার' প্রসঙ্গ ৷

JP Nadda in Kolkata
কলকাতায় দুর্গাপুজোয় এসে 'সত্যের জয়ে'র কথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2024, 4:27 PM IST

Updated : Oct 10, 2024, 5:42 PM IST

কলকাতা, 10 অক্টোবর: দুর্গাপুজোয় কলকাতায় ঝটিকা সফরে এসে 'সত্যের জয়'-এর কথা বলে গেলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ৷ সরাসরি না-হলেও, ঘুরিয়ে স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকেই তিনি ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে ৷

উল্লেখ্য, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা আজ কলকাতায় নেমে বেলুড় মঠে যান ৷ সেখানকার দুর্গাপুজো অংশ নেন তিনি ৷ সেখান থেকে সোজা উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোয় যোগ দেন জেপি নাড্ডা ৷ সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, "মা দুর্গা আমাদের শক্তি জোগান ৷ তাঁর আশির্বাদেই শুভ শক্তির বিকাশ ঘটে ৷ আমরা তাই মা দুর্গার আশির্বাদ নিয়েই অন্যায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে লড়াই করব ৷ আমি আশ্বাস দিয়ে যাচ্ছি, এখানে সত্যের জয় হবে ৷ ন্যায় প্রতিষ্ঠিত হবে ৷"

কলকাতায় দুর্গাপুজোয় এসে 'সত্যের জয়ে'র কথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার ৷ (ইটিভি ভারত)

এরপরেই জেপি নাড্ডা বলেন, "পুজোর দিনে রাজনৈতিক কথা বলা ঠিক নয় ৷ তবে, মা দুর্গার আশির্বাদ নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া জরুরি ৷ আর বাংলা সেখানে ব্যতিক্রম নয় ৷" রাজনৈতিকমহলের একাংশের মতে, সরাসরি না-হলেও, বর্তমানে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে যে অচলাবস্থা তৈরি হয়েছে, সেদিকেই ইঙ্গিত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷

JP Nadda in Kolkata
বেলুড় মঠের দুর্গাপুজোয় বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ (নিজস্ব চিত্র)

আরজি কর-কাণ্ডকে কেন্দ্র করে এবং রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি ও থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন জুনিয়র ডাক্তাররা ৷ রাজ্যের 9 জন জুনিয়র ডাক্তার আমরণ অনশন করছেন ৷ এমনকি 5-6টি মেডিক্যাল কলেজের অধ্যাপক-চিকিৎসকরা গণইস্তফা দিয়েছেন ৷ সেই পরিস্থিতিতে দুর্গাপুজোয় শহরে এসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

JP Nadda in Kolkata
সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোয় জেপি নাড্ডা ৷ (নিজস্ব চিত্র)
JP Nadda in Kolkata
বেলুড় মঠে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা সঙ্গে রাজ্য বিজেপির নেতৃত্ব ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 10 অক্টোবর: দুর্গাপুজোয় কলকাতায় ঝটিকা সফরে এসে 'সত্যের জয়'-এর কথা বলে গেলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ৷ সরাসরি না-হলেও, ঘুরিয়ে স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকেই তিনি ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে ৷

উল্লেখ্য, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা আজ কলকাতায় নেমে বেলুড় মঠে যান ৷ সেখানকার দুর্গাপুজো অংশ নেন তিনি ৷ সেখান থেকে সোজা উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোয় যোগ দেন জেপি নাড্ডা ৷ সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, "মা দুর্গা আমাদের শক্তি জোগান ৷ তাঁর আশির্বাদেই শুভ শক্তির বিকাশ ঘটে ৷ আমরা তাই মা দুর্গার আশির্বাদ নিয়েই অন্যায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে লড়াই করব ৷ আমি আশ্বাস দিয়ে যাচ্ছি, এখানে সত্যের জয় হবে ৷ ন্যায় প্রতিষ্ঠিত হবে ৷"

কলকাতায় দুর্গাপুজোয় এসে 'সত্যের জয়ে'র কথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার ৷ (ইটিভি ভারত)

এরপরেই জেপি নাড্ডা বলেন, "পুজোর দিনে রাজনৈতিক কথা বলা ঠিক নয় ৷ তবে, মা দুর্গার আশির্বাদ নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া জরুরি ৷ আর বাংলা সেখানে ব্যতিক্রম নয় ৷" রাজনৈতিকমহলের একাংশের মতে, সরাসরি না-হলেও, বর্তমানে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে যে অচলাবস্থা তৈরি হয়েছে, সেদিকেই ইঙ্গিত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷

JP Nadda in Kolkata
বেলুড় মঠের দুর্গাপুজোয় বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ (নিজস্ব চিত্র)

আরজি কর-কাণ্ডকে কেন্দ্র করে এবং রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি ও থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন জুনিয়র ডাক্তাররা ৷ রাজ্যের 9 জন জুনিয়র ডাক্তার আমরণ অনশন করছেন ৷ এমনকি 5-6টি মেডিক্যাল কলেজের অধ্যাপক-চিকিৎসকরা গণইস্তফা দিয়েছেন ৷ সেই পরিস্থিতিতে দুর্গাপুজোয় শহরে এসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

JP Nadda in Kolkata
সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোয় জেপি নাড্ডা ৷ (নিজস্ব চিত্র)
JP Nadda in Kolkata
বেলুড় মঠে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা সঙ্গে রাজ্য বিজেপির নেতৃত্ব ৷ (নিজস্ব চিত্র)
Last Updated : Oct 10, 2024, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.