কলকাতা, 10 মার্চ:অন্য রাজ্যে ছাত্রভোট হলেও বাংলায় থমকে রয়েছে সেই পদ্ধতি ৷ দীর্ঘ সময় পর এ রাজ্যে কবে হবে ছাত্রভোট, তার উত্তর মেলেনি ৷ রবিবার ব্রিগেডের জনগর্জন সভায় ছাত্রভোট প্রসঙ্গ তুললেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ শীর্ষ নেতৃত্বের কাছ থেকে ছাত্রভোটের কথাও শুনতে চান বলে দাবি তাঁদের ৷ লোকসভা ভোটের পর হলেও রাজ্যে ছাত্রভোট হওয়া দরকার, মত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের ৷
পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নজরুল ইসলামের কথায়, "ছাত্রভোট দরকার। তার ব্যবস্থা শুরু হয়েছে।" কৃষ্ণনগরের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অনির্বাণ বিশ্বাস বলেন, " সামনে লোকসভা ভোট। তাই লোকসভা ভোটের পর ছাত্রভোট হবে।" একই সুর তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্যদের গলায়। যদিও ছাত্র ভোট হলে প্রতিটা কলেজে তাঁরাই জয় লাভ করবেন বলেই দাবি তৃণমূল ছাত্র পরিষদের। তাঁদের কথায়, ছাত্রভোট হলেও আমরাই জয়লাভ করব।
উল্লেখ্য, 2017 সালে এরাজ্যে হয়েছিল শেষ ছাত্রভোট ৷ তার মধ্যে কাটতে চলেছে সাত বছর ৷ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট করানো নিয়ে বারবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাচোনা হলেও সুফল মেলেনি ৷ এরপর গত বছর অর্থাৎ 2023 সালের 28 অগস্ট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্র ভোট নিয়ম মেনেই হবে ৷ তার আগে একটা বিল পাশ করাতে হবে ৷ সেই বিল পাশ হওয়ার পরেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রভোট হবে ৷ অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, আলোচনা চলছে ৷ খুব শীঘ্রই ভোট হবে ৷
রাজ্যের অধিকাংশ কলেজে বন্ধ রয়েছে ছাত্র ভোট। ছাত্র পরিষদের দিবসেও সুপ্রিমোর গলায় ছাত্রভোট নিয়ে কিছুই শোনা যায়নি। বারবার বিরোধী ছাত্রদলগুলি সেই নিয়ে সোচ্চার হয়েছে। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের কথায়, ছাত্র ভোট দরকার। তার ব্যবস্থা করছে দল। তবে এখন লোকসভা ভোট বেশি গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের ডাকে রবিবার ব্রিগেডের মাঠে ছিল জনগর্জন সভা। সেই সভায় যোগ দিতে এসেছিলেন বহু জেলা থেকে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকেরা। তারই সঙ্গে এই সমাবেশে যোগ দিতে আসেন তৃণমূল ছাত্র পরিষদের বহু সদস্য।
আরও পড়ুন
1. বিচারব্যবস্থাকে সম্মান করি, বিচারের চেয়ারে বসা কেউটেকে নয়:মমতা
2. তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ-রচনা, রয়েছে আরও চমক; দেখে নিন কে কে রয়েছেন
3. 'সব হিসাব হবে, কাউকে ছাড়া হবে না', সন্দেশখালি থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর