ETV Bharat / state

জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে ফের মুখ খুললেন কল্যাণ, এবার কী বললেন তিনি? - KALYAN ON JUNIOR DOCTORS MOVEMENT

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ও হাসপাতালে নিরাপত্তার দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে ৷ সেই নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ কী বললেন তিনি ?

Kalyan on Junior Doctors Movement
জুনিয়র ডাক্তারদের আন্দোলন ফের মুখ খুললেন কল্যাণ, এবার কী বললেন তিনি? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2024, 12:45 PM IST

শ্রীরামপুর, 11 অক্টোবর: আরজি কর-কাণ্ডের পর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা ৷ কর্মবিরতি, মিছিল-মিটিং থেকে অনশন, কোনও কিছুই বাদ নেই তাঁদের কর্মসূচি থেকে ৷ এই নিয়ে একাধিকবার মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ৷

প্রতিবারই শ্রীরামপুরের সাংসদের মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে ৷ যদিও তাতে ডাক্তারদের আন্দোলন নিয়ে মুখে কুলুপ আঁটতে নারাজ কল্যাণ ৷ আবারও তিনি এই নিয়ে মন্তব্য করেছেন ৷ এবার কী বললেন তিনি ?

জুনিয়র ডাক্তারদের আন্দোলন ফের মুখ খুললেন কল্যাণ, এবার কী বললেন তিনি? (ইটিভি ভারত)

বৃহস্পতিবার রাতে শ্রীরামপুর আরএমএস ময়দানের পুজো মণ্ডপে হাজির হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ প্রতিমা দর্শন থেকে স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ, সবটাই ঘুরে দেখেন তিনি ৷ তার পর সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানেই তাঁকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সম্বন্ধে প্রশ্ন করা হয় ৷

সেই প্রশ্ন শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই সাংসদের উত্তর, ‘‘জুনিয়র ডাক্তাররা আন্দোলন করুক । কাউকে ছোট বড় করতে চাই না । উৎসব উৎসবের মতোই চলছে ৷ এটাকে কেউ থমকে দিতে পারেনি ৷ পারবে না ৷’’

Durga Puja 2024
শ্রীরামপুর আরএমএস ময়দানের প্রতিমা (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, এর আগে ডাক্তারদের কর্মবিরতিকে অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছিলেন শ্রীরামপুরের সাংসদ ৷ আন্দোলন করে ডাক্তাররা অমানবিক কাজ করছেন বলেও দাবি করেছিলেন তিনি ৷ পরে আবার কটাক্ষ করেছিলেন যে কর্মবিরতি করার পাশাপাশি স্টাইপেন্ডও নেবেন ডাক্তাররা, সেটা হতে পারে না ৷ যদিও মহাসপ্তমীর রাতে ডাক্তারদের আন্দোলন নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল না তাঁকে ৷

Durga Puja 2024
ঢাক বাজাচ্ছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ (নিজস্ব চিত্র)

অন্যদিকে দুর্গাপুজো প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ষষ্ঠী থেকেই উৎসব আনন্দে মেতে উঠেছে সাধারণ মানুষ ৷ সারা বছর অপেক্ষা করে থাকে এই উৎসবের দিনগুলি জন্য । বাঙালির মহোৎসব হচ্ছে দুর্গাপুজো ৷ লক্ষ লক্ষ মানুষ মণ্ডপে ভিড় করছে ।’’

Durga Puja 2024
শ্রীরামপুর আরএমএস ময়দানের পুজো মণ্ডপে (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘জীবনে সুখ শান্তি, প্রাপ্তি অপ্রাপ্তি সবই আছে ৷ আর এগুলো নিয়েই জীবন । বাঙালিদের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো । তারই অপেক্ষায় থাকে । মায়ের কাছে প্রার্থনা করি, মা সবাইকে ভালো রাখুক । সবাইকে সুন্দর রাখুক শান্তিতে রাখুক ।’’

শ্রীরামপুর, 11 অক্টোবর: আরজি কর-কাণ্ডের পর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা ৷ কর্মবিরতি, মিছিল-মিটিং থেকে অনশন, কোনও কিছুই বাদ নেই তাঁদের কর্মসূচি থেকে ৷ এই নিয়ে একাধিকবার মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ৷

প্রতিবারই শ্রীরামপুরের সাংসদের মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে ৷ যদিও তাতে ডাক্তারদের আন্দোলন নিয়ে মুখে কুলুপ আঁটতে নারাজ কল্যাণ ৷ আবারও তিনি এই নিয়ে মন্তব্য করেছেন ৷ এবার কী বললেন তিনি ?

জুনিয়র ডাক্তারদের আন্দোলন ফের মুখ খুললেন কল্যাণ, এবার কী বললেন তিনি? (ইটিভি ভারত)

বৃহস্পতিবার রাতে শ্রীরামপুর আরএমএস ময়দানের পুজো মণ্ডপে হাজির হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ প্রতিমা দর্শন থেকে স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ, সবটাই ঘুরে দেখেন তিনি ৷ তার পর সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানেই তাঁকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সম্বন্ধে প্রশ্ন করা হয় ৷

সেই প্রশ্ন শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই সাংসদের উত্তর, ‘‘জুনিয়র ডাক্তাররা আন্দোলন করুক । কাউকে ছোট বড় করতে চাই না । উৎসব উৎসবের মতোই চলছে ৷ এটাকে কেউ থমকে দিতে পারেনি ৷ পারবে না ৷’’

Durga Puja 2024
শ্রীরামপুর আরএমএস ময়দানের প্রতিমা (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, এর আগে ডাক্তারদের কর্মবিরতিকে অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছিলেন শ্রীরামপুরের সাংসদ ৷ আন্দোলন করে ডাক্তাররা অমানবিক কাজ করছেন বলেও দাবি করেছিলেন তিনি ৷ পরে আবার কটাক্ষ করেছিলেন যে কর্মবিরতি করার পাশাপাশি স্টাইপেন্ডও নেবেন ডাক্তাররা, সেটা হতে পারে না ৷ যদিও মহাসপ্তমীর রাতে ডাক্তারদের আন্দোলন নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল না তাঁকে ৷

Durga Puja 2024
ঢাক বাজাচ্ছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ (নিজস্ব চিত্র)

অন্যদিকে দুর্গাপুজো প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ষষ্ঠী থেকেই উৎসব আনন্দে মেতে উঠেছে সাধারণ মানুষ ৷ সারা বছর অপেক্ষা করে থাকে এই উৎসবের দিনগুলি জন্য । বাঙালির মহোৎসব হচ্ছে দুর্গাপুজো ৷ লক্ষ লক্ষ মানুষ মণ্ডপে ভিড় করছে ।’’

Durga Puja 2024
শ্রীরামপুর আরএমএস ময়দানের পুজো মণ্ডপে (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘জীবনে সুখ শান্তি, প্রাপ্তি অপ্রাপ্তি সবই আছে ৷ আর এগুলো নিয়েই জীবন । বাঙালিদের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো । তারই অপেক্ষায় থাকে । মায়ের কাছে প্রার্থনা করি, মা সবাইকে ভালো রাখুক । সবাইকে সুন্দর রাখুক শান্তিতে রাখুক ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.