ETV Bharat / state

আরজি কর নিয়ে আন্দোলনের মাঝেই বাম আমলের ধর্ষণ-কাণ্ড তুলে পালটা প্রতিবাদ তৃণমূলের - RG Kar Doctor Rape and Murder

RG Kar Doctor Rape and Murder: আরজি করে ডাক্তারির ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি ৷ সেই নিয়ে প্রতিবাদে সামিল তৃণমূল কংগ্রেসও ৷ তার সঙ্গে তারা পালটা বাম আমলের নারী নির্যাতনের প্রসঙ্গও টেনে এনেছেন ৷ সেই নিয়ে বুধবার পালটা কর্মসূচি পালন করেছেন ৷

RG Kar Doctor Rape and Murder
বাম আমলের ধর্ষণ-কাণ্ড তুলে পালটা প্রতিবাদ তৃণমূলের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 8:53 PM IST

কলকাতা, 14 অগস্ট: আরজি কর-কাণ্ড নিয়ে যখন আন্দোলনে সামিল বিজেপি-কংগ্রেস, তখন পথে নামল তৃণমূলও । একই দিনে বানতলা ধর্ষণ-কাণ্ডকে সামনে রেখে প্রতিবাদ কর্মসূচি করল রাজ্যের শাসক দল ।

এখন রাজ্য রাজনীতি উত্তাল আরজি করে হওয়া ডাক্তারির পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে । রাজ্য জুড়ে চলছে ডাক্তারদের কর্মবিরতি । চলছে প্রতিবাদ । এসবের মাঝেই এ দিন একই নারী নির্যাতন নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস । আরজি করের ঘটনাকে সামনে রেখে বাম ও বিজেপির রাজনীতির প্রতিবাদেই এই পালটা কর্মসূচি বলে জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ।

তিনি বলেন, ‘‘আরজি করের ঘটনায় আমরাও প্রতিবাদী । দোষী বা দোষীদের ফাঁসি চাই । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অপরাধীদের শাস্তি চেয়েছেন । বলেছেন প্রয়োজনে, ফাঁসি চাই অপরাধীদের । তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় নিজে এর কড়া নিন্দা করছেন । কিন্তু এরপরেও বাম-রামের চক্রান্ত মানব না । আর সেই কারণেই বাম আমলে ঘটা বানতলার ধর্ষণ-কাণ্ড তুলে ধরে প্রতিবাদ করব জানাচ্ছি ।’’

বানতলার নির্যাতিতার বাড়ি কলকাতা পুরনিগমের 15 নম্বর ওয়ার্ডে । সেখানেই নিয়ে এই কর্মসূচি পালন করে তৃণমূল । কুণাল বলেন, ‘‘আরজি করের আসল দোষীদের ফাঁসি হোক । কোনও প্রভাবশালী থাকলেও যেন ছাড় না পায় । এই দাবি থাকবে । তবে, বাম-রামের রাজনৈতিক ইভেন্টে পা দেবেন না । রাতে অসংখ্য মা-বোন কাজ করেন, যাতায়াত করেন, অফিস করেন । তার জন্য রাত দখলের নাটক সাজাচ্ছে তারা, যাদের জমানা এইসব ঘটনায় কলুষিত । অরাজনীতির মুখোশ চলছে ।’’

তিনি আরও বলেন, ‘‘বাম আমলে যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, তখন বানতলায় কর্তব্যরত চিকিৎসককে তাড়া করে ধর্ষণ ও খুন করা হয় । শুধু তাঁকে নয়, তাঁর দুই সহযোগীকেও ধর্ষণ করা হয় । গাড়ির চালককে কুপিয়ে মারা হয় । এই ঘটনার বিচার আজও হয়নি । প্রকৃত দোষীরা যে সময় সাজা পাননি । তখন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে বলতে শোনা গিয়েছিল এরকম তো কত না হয় ।’’

কুণালের আরও বক্তব্য, ‘‘বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু তা বলেনি । প্রথম থেকেই এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছেন । ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে, অপরাধীদের ফাঁসির কথা বলেন । রাজধর্ম পালন করেছেন তিনি । কিন্তু বাম-বিজেপি এটাকে নিয়ে ঘোলা জলে মাছ ধরার রাজনীতি করছে । ওরা সারা দেশের কাছে রাজ্যকে কলুষিত করতে চাইছে । তাই আমার আবেদন তাদের পাতা ফাঁদে পা দেবেন না ।’’

প্রসঙ্গত, এ দিনের এই প্রতিবাদে কুণাল ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে, কাউন্সিলর স্বর্ণকমল সাহা, অরূপ চক্রবর্তী, অয়ন চক্রবর্তী, মীনাক্ষী গঙ্গোপাধ্যায় প্রমুখ ।

কলকাতা, 14 অগস্ট: আরজি কর-কাণ্ড নিয়ে যখন আন্দোলনে সামিল বিজেপি-কংগ্রেস, তখন পথে নামল তৃণমূলও । একই দিনে বানতলা ধর্ষণ-কাণ্ডকে সামনে রেখে প্রতিবাদ কর্মসূচি করল রাজ্যের শাসক দল ।

এখন রাজ্য রাজনীতি উত্তাল আরজি করে হওয়া ডাক্তারির পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে । রাজ্য জুড়ে চলছে ডাক্তারদের কর্মবিরতি । চলছে প্রতিবাদ । এসবের মাঝেই এ দিন একই নারী নির্যাতন নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস । আরজি করের ঘটনাকে সামনে রেখে বাম ও বিজেপির রাজনীতির প্রতিবাদেই এই পালটা কর্মসূচি বলে জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ।

তিনি বলেন, ‘‘আরজি করের ঘটনায় আমরাও প্রতিবাদী । দোষী বা দোষীদের ফাঁসি চাই । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অপরাধীদের শাস্তি চেয়েছেন । বলেছেন প্রয়োজনে, ফাঁসি চাই অপরাধীদের । তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় নিজে এর কড়া নিন্দা করছেন । কিন্তু এরপরেও বাম-রামের চক্রান্ত মানব না । আর সেই কারণেই বাম আমলে ঘটা বানতলার ধর্ষণ-কাণ্ড তুলে ধরে প্রতিবাদ করব জানাচ্ছি ।’’

বানতলার নির্যাতিতার বাড়ি কলকাতা পুরনিগমের 15 নম্বর ওয়ার্ডে । সেখানেই নিয়ে এই কর্মসূচি পালন করে তৃণমূল । কুণাল বলেন, ‘‘আরজি করের আসল দোষীদের ফাঁসি হোক । কোনও প্রভাবশালী থাকলেও যেন ছাড় না পায় । এই দাবি থাকবে । তবে, বাম-রামের রাজনৈতিক ইভেন্টে পা দেবেন না । রাতে অসংখ্য মা-বোন কাজ করেন, যাতায়াত করেন, অফিস করেন । তার জন্য রাত দখলের নাটক সাজাচ্ছে তারা, যাদের জমানা এইসব ঘটনায় কলুষিত । অরাজনীতির মুখোশ চলছে ।’’

তিনি আরও বলেন, ‘‘বাম আমলে যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, তখন বানতলায় কর্তব্যরত চিকিৎসককে তাড়া করে ধর্ষণ ও খুন করা হয় । শুধু তাঁকে নয়, তাঁর দুই সহযোগীকেও ধর্ষণ করা হয় । গাড়ির চালককে কুপিয়ে মারা হয় । এই ঘটনার বিচার আজও হয়নি । প্রকৃত দোষীরা যে সময় সাজা পাননি । তখন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে বলতে শোনা গিয়েছিল এরকম তো কত না হয় ।’’

কুণালের আরও বক্তব্য, ‘‘বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু তা বলেনি । প্রথম থেকেই এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছেন । ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে, অপরাধীদের ফাঁসির কথা বলেন । রাজধর্ম পালন করেছেন তিনি । কিন্তু বাম-বিজেপি এটাকে নিয়ে ঘোলা জলে মাছ ধরার রাজনীতি করছে । ওরা সারা দেশের কাছে রাজ্যকে কলুষিত করতে চাইছে । তাই আমার আবেদন তাদের পাতা ফাঁদে পা দেবেন না ।’’

প্রসঙ্গত, এ দিনের এই প্রতিবাদে কুণাল ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে, কাউন্সিলর স্বর্ণকমল সাহা, অরূপ চক্রবর্তী, অয়ন চক্রবর্তী, মীনাক্ষী গঙ্গোপাধ্যায় প্রমুখ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.