ETV Bharat / state

রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূল কংগ্রেসের - Trinamool Congress - TRINAMOOL CONGRESS

Trinamool Congress: আগামিকাল, শুক্রবার রাজ্য়ে প্রথম দফার ভোট ৷ উত্তরবঙ্গের তিনকেন্দ্রে ভোটগ্রহণ ৷ সেই সময় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যপাল ৷ তাঁকে কমিশন সেখানে না যেতে বলেছিল ৷ তার পরও তিনি যাচ্ছেন ৷ সেই কারণে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস ৷

GOVERNOR CV ANANDA BOSE
GOVERNOR CV ANANDA BOSE
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 12:25 PM IST

Updated : Apr 18, 2024, 12:47 PM IST

কলকাতা, 18 এপ্রিল: জাতীয় নির্বাচন কমিশনের উপদেশ উপেক্ষা করে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেই নিয়ে কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস । তাদের অভিযোগ, যে কেন্দ্রগুলিতে ভোট রয়েছে, সেখানে বেআইনিভাবে প্রবেশের চেষ্টা করছেন রাজ্যপাল ৷ তাঁকে যেন অবিলম্বে আটকানো হয়, এই আর্জি তৃণমূলের তরফে কমিশনে করা হয়েছে ৷

উল্লেখ্য, আগামিকাল, শুক্রবার প্রথম দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে ৷ রাজ্যে তিন আসনে ভোট নেওয়া হবে ৷ উত্তরবঙ্গের ওই তিন আসন - কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ভোটাররা ভোট দেবেন ৷ প্রচার শেষ হয়েছে বুধবার বিকেলে ৷ তার পর ভোটগ্রহণ শুরু হওয়ার আগে পর্যন্ত চলছে সাইলেন্স পিরিয়ড ৷ তৃণমূলের অভিযোগ, সেই সায়লেন্স পিরিয়ডের মধ্যেই বেআইনিভাবে ওই কেন্দ্রগুলিতে প্রবেশ করার চেষ্টা করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

রাজ্য়ের শাসক দলের তরফে এই নিয়ে নির্বাচন কমিশনে যে চিঠি দেওয়া হয়েছে, সেখানে জানানো হয়েছে যে এর আগে 18 ও 19 তারিখ কোচবিহার যাওয়ার কর্মসূচি ছিল রাজ্যপালের । জাতীয় নির্বাচন কমিশনের হস্তক্ষেপে পরে সেই কর্মসূচি বাতিল করা হয় । তবে আবার 18 ও 19 তারিখে আলিপুরদুয়ার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রাজ্যপাল । এই কেন্দ্রেও আগামিকাল অর্থাৎ 19 এপ্রিল ভোট রয়েছে ।

তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানানো হয়েছে যে এই পরিস্থিতিতে যেন রাজ্যপালকে আলিপুরদুয়ার যেতে বাধা দেওয়া হয় । বলা হয়েছে যে তিনি উত্তরবঙ্গে গেলে বিজেপি নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন ৷ সায়লেন্স পিরিয়ডের মধ্যে যেসব জায়গায় নির্বাচন হবে, সেসব জায়গায় কোনোরকম মিটিং মিছিল কিংবা বৈঠক করা যায় না নিয়মমতো । তাই জাতীয় নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেসের আরজি যেন আজ ও কাল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আলিপুরদুয়ার যাওয়া থেকে বিরত করা হয় ।

আরও পড়ুন:

  1. ভোটের আগে রাজ্যপালকে উত্তরবঙ্গ সফরের অনুমতি দিল না কমিশন
  2. রাজ্যের পাঠানো তালিকা থেকে 6 জনকে উপাচার্য নিয়োগ করুন, রাজ্যপালকে 'সুপ্রিম' নির্দেশ
  3. ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

কলকাতা, 18 এপ্রিল: জাতীয় নির্বাচন কমিশনের উপদেশ উপেক্ষা করে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেই নিয়ে কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস । তাদের অভিযোগ, যে কেন্দ্রগুলিতে ভোট রয়েছে, সেখানে বেআইনিভাবে প্রবেশের চেষ্টা করছেন রাজ্যপাল ৷ তাঁকে যেন অবিলম্বে আটকানো হয়, এই আর্জি তৃণমূলের তরফে কমিশনে করা হয়েছে ৷

উল্লেখ্য, আগামিকাল, শুক্রবার প্রথম দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে ৷ রাজ্যে তিন আসনে ভোট নেওয়া হবে ৷ উত্তরবঙ্গের ওই তিন আসন - কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ভোটাররা ভোট দেবেন ৷ প্রচার শেষ হয়েছে বুধবার বিকেলে ৷ তার পর ভোটগ্রহণ শুরু হওয়ার আগে পর্যন্ত চলছে সাইলেন্স পিরিয়ড ৷ তৃণমূলের অভিযোগ, সেই সায়লেন্স পিরিয়ডের মধ্যেই বেআইনিভাবে ওই কেন্দ্রগুলিতে প্রবেশ করার চেষ্টা করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

রাজ্য়ের শাসক দলের তরফে এই নিয়ে নির্বাচন কমিশনে যে চিঠি দেওয়া হয়েছে, সেখানে জানানো হয়েছে যে এর আগে 18 ও 19 তারিখ কোচবিহার যাওয়ার কর্মসূচি ছিল রাজ্যপালের । জাতীয় নির্বাচন কমিশনের হস্তক্ষেপে পরে সেই কর্মসূচি বাতিল করা হয় । তবে আবার 18 ও 19 তারিখে আলিপুরদুয়ার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রাজ্যপাল । এই কেন্দ্রেও আগামিকাল অর্থাৎ 19 এপ্রিল ভোট রয়েছে ।

তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানানো হয়েছে যে এই পরিস্থিতিতে যেন রাজ্যপালকে আলিপুরদুয়ার যেতে বাধা দেওয়া হয় । বলা হয়েছে যে তিনি উত্তরবঙ্গে গেলে বিজেপি নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন ৷ সায়লেন্স পিরিয়ডের মধ্যে যেসব জায়গায় নির্বাচন হবে, সেসব জায়গায় কোনোরকম মিটিং মিছিল কিংবা বৈঠক করা যায় না নিয়মমতো । তাই জাতীয় নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেসের আরজি যেন আজ ও কাল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আলিপুরদুয়ার যাওয়া থেকে বিরত করা হয় ।

আরও পড়ুন:

  1. ভোটের আগে রাজ্যপালকে উত্তরবঙ্গ সফরের অনুমতি দিল না কমিশন
  2. রাজ্যের পাঠানো তালিকা থেকে 6 জনকে উপাচার্য নিয়োগ করুন, রাজ্যপালকে 'সুপ্রিম' নির্দেশ
  3. ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর
Last Updated : Apr 18, 2024, 12:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.