ETV Bharat / state

তিনশোরও বেশি লোকাল-দূরপাল্লার ট্রেন বাতিল, পরিবর্তিত সময়ও; রইল বিস্তারিত তালিকা - Trains Cancelled - TRAINS CANCELLED

Train cancellations Total List: জুলাইয়ের শুরুতে পুরী, দীঘা-রাঁচি যাওয়ার পরিকল্পনা রয়েছে? কিন্তু একাধিক ট্রেন ওই সময় বাতিল রয়েছে ৷ দক্ষিণ ভারতে যাওয়ার পরিকল্পনা থাকলেও ভুগতে হবে ৷ আবার শিলচর-গুয়াহাটি, বেঙ্গালুরুর ট্রেন চলবে ঘুরপথে ৷ দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে এমন একাধিক লোকাল ও দূর পল্লার ট্রেন বাতিল, সময় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে ৷ দেখে নিন বিস্তারিত তালিকা ৷

Train cancellations Total List
একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন বাতিল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 8:35 PM IST

কলকাতা, 24 জুন: আপনি যদি জুলাই মাসে কোথাও ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে বিপদে পড়তে হতে পারে ৷ কারণ, জুলাইয়ের শুরুতে 10 দিন দক্ষিণ-পূর্ব রেল একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ৷ জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর বিভাগের অন্তর্গত হাওড়ার আন্দুল স্টেশনে জরুরি কাজের কারণে 29 জুন থেকে 6 জুলাই (8 দিন) ও 7 জুলাই থেকে 8 জুলাই (2 দিন) একাধিক লোকাল ট্রেন-সহ দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে মোট 237টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

কবে কোন ট্রেন নম্বর বাতিল, রইল তালিকা -

29 জুন শনিবার- 38801/38806 দু'টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

30 জুন রবিবার- 38705/38714, 38805/38812, 38803/38810 ছ'টি ট্রেন বাতিল থাকবে।

01 জুলাই অর্থাৎ সোমবার- 38801/38806, 38703/38708, 38705/38714, 08069/08070, 38805/38812, 38403/38418, 38301/38410 -14 টি ট্রেন বাতিল করা হয়েছে ৷

2 জুলাই মঙ্গলবার- 38455, 38703, 38803, 38705, 38402, 38304, 38306, 38412, 38408,38410,
38406, 38704, 38706, 38302/3832 -15টি ট্রেন বাতিল থাকবে।

3 জুলাই বুধবার- 38302/38321, 38402/38455, 38404/38453, 38702/38705, 38801/38806, 38703/38708, 38803/38810, 38705/38714 -16টি ট্রেন বাতিল থাকবে।

4 জুলাই বৃহস্পতিবার- 38321(JCO 03.07.24)/38302, 38455(JCO 03.07.24)/38402, 38801/38806, 38803/38810, 38051/38054, 38705/38714, 38805/38812, 08069/08070 -16টি ট্রেন বাতিল থাকবে।

5 জুলাই শুক্রবার- 38830, 38302/38341, 38404/38455(JCO 04.07.24), 38306/38403, 38408/38405, 38414/38411, 38403/38418, 38405/38422, 38103/38104, 38412/38409/38426, 38308/38809/38816 -বাতিল মোট 23টি ট্রেন।

6 জুলাই শনিবার- 38801, 38306, 38703, 38408, 38403, 38308, 38103, 38412, 38303, 38414, 38409, 38708, 38105, 38104, 38417, 38418, 38421, 38106, 38713, 38312, 38717, 38426, 38435, 38434, 38443, 38436, 38445, 38722, 38449, 38724, 38313, 38450, 38451, 38456, 38319, 38914, 38909, 38916, 38911, 38922, 38917, 38032, 38031; 38036, 38033 -53টি ট্রেন বাতিল করা হয়েছে।

7 জুলাই রবিবার- 38801, 38306, 38703, 38408, 38403, 38308, 38103, 38412, 38303, 38414, 38409, 38708,38105, 38104, 38417, 38418, 38421, 38106, 38713, 38312, 38717, 38426, 38435, 38434, 38443, 38436, 38445, 38722, 38449, 38724, 38313, 38450, 38451, 38456, 38319, 38914,38909, 38916, 38911, 38922, 38917, 38032, 38031, 38036, 38033, 38321, 38455, 08144, 38309, 38302, 38402, 38404, 38304 -বাতিল করা হয়েছে 53টি ট্রেন।


8 জুলাই সোমবার- 38801, 38306, 38703, 38408, 38403, 38308, 38103, 38412, 38303, 38414, 38409, 38708, 38105, 38104, 38417, 38418, 38421, 38106, 38713, 38312, 38717, 38426, 38435, 38434, 38443, 38436, 38445, 38722, 38449, 38724, 38313, 38450, 38451, 38456, 38319, 38914, 38909, 38916, 38911, 38922, 38917, 38032, 38031, 38036, 38033, 38321, 38302 -47টি ট্রেন বাতিল।

একনজরে দেখে নেওয়া যাক দূরপাল্লার মেল ট্রেন বাতিলের তালিকা-
12857/12858 হাওড়া-দীঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস 30 জুন থেকে 2 জুলাই এবং 2 জুলাই থেকে 2 জুলাই বাতিল থাকবে।
12021/12022 হাওড়া -ভুবনেশ্বর- হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস 30 জুন থেকে 2 জুলাই এবং 6 জুলাই থেকে 8 জুলাই বাতিল থাকবে।
12883/12884 সাঁতরাগাছি -পুরুলিয়া -হাওড়া এক্সপ্রেস 30 জুন থেকে 2 জুলাই এবং 6 জুলাই থেকে 8 জুলাই বাতিল থাকবে।

12871/22862 হাওড়া - তিতিলাগড় /কালাবুরাগী -হাওড়া ইস্পাত এক্সপ্রেস 6 জুলাই ও 8 জুলাই বাতিল থাকবে।
22861/12872 হাওড়া - কালাবুরাগী/ তিতিলাগড়- হাওড়া ইস্পাত এক্সপ্রেস 7 জুলাই বাতিল থাকবে।
22897/22898 হাওড়া -দীঘা -হাওড়া কাণ্ডারি এক্সপ্রেস 6 জুলাই থেকে 8৮ জুলাই বাতিল থাকবে।

12822 পুরী - শালিমার ধৌলি এক্সপ্রেস 5 জুলাই থেকে 7 জুলাই বাতিল থাকবে।
12821 শালিমার- পুরী ধৌলি এক্সপ্রেস 6 জুলাই থেকে 8 জুলাই বাতিল থাকবে।
12885/12886 শালিমার - ভজুধি - শালিমার আরণ্যক এক্সপ্রেস 6 জুলাই ও 8 জুলাই বাতিল থাকবে।

12278/12277 পুরী - হাওড়া - পুরী শতাব্দী এক্সপ্রেস 6 ও 8 জুলাই বাতিল থাকবে।

18007 শালিমার - ভাঞ্জপুর এক্সপ্রেস 8 জুলাই বাতিল থাকবে।

18008 ভাঞ্জপুর - শালিমার এক্সপ্রেস 9 জুলাই বাতিল থাকবে।

22892/22891 রাঁচি - হাওড়া - রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস 6 জুলাই বাতিল থাকবে।
12814/12813 টাটানগর - হাওড়া - টাটানগর স্টিল এক্সপ্রেস 6 ও 8 জুলাই বাতিল থাকবে।

18029 লোকমান্য তিলক মুম্বই এক্সপ্রেস - শালিমার এক্সপ্রেস 4 ও 6 জুলাই বাতিল থাকবে।
18030 শালিমার - লোকমান্য তিলক মুম্বই এক্সপ্রেস 6 ও 8 জুলাই বাতিল থাকবে।
18006 জাগদালপুর - হাওড়া সামালশ্বরী এক্সপ্রেস 5 ও 7 জুলাই বাতিল থাকবে।

18005 হাওড়া - জাগদালপুর সামালশ্বরী এক্সপ্রেস 6 ও 8 জুলাই বাতিল থাকবে।
12129 পুনে - হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস 4 ও 6 জুলাই বাতিল থাকবে।
12130 হাওড়া - পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস 6 ও 8 জুলাই বাতিল থাকবে।

12905 পোরবন্দর - শালিমার এক্সপ্রেস ৪ জুলাই বাতিল থাকবে।
12906 শালিমার - পোরবন্দর এক্সপ্রেস 6 জুলাই বাতিল থাকবে।
18011/18013 হাওড়া - চক্রধরপুর /বোকারো স্টিল সিটি এক্সপ্রেস 5 ও 7 জুলাই বাতিল থাকবে।
18014/18012 বোকারো স্টিল সিটি /চক্রধরপুর - হাওড়া এক্সপ্রেস 6 ও 8 জুলাই বাতিল থাকবে।

08695/08696 বোকারো স্টিল সিটি - রাঁচি - বোকারো স্টিল সিটি স্পেশাল 6 ও 8 জুলাই বাতিল থাকবে।
22804 সম্বলপুর - শালিমার এক্সপ্রেস 15 জুলাই বাতিল থাকবে।
22803 শালিমার - সম্বলপুর এক্সপ্রেস 6 জুলাই বাতিল থাকবে।

18049 শালিমার - বাদামপাহাড় এক্সপ্রেস 6 জুলাই বাতিল থাকবে।
18050 বাদামপাহাড় - শালিমার এক্সপ্রেস 7 জুলাই বাতিল থাকবে।
18051/18052 বাদামপাহাড় - রাউরকেলা - বাদামপাহাড় এক্সপ্রেস 7 জুলাই বাতিল থাকবে।

20832 সম্বলপুর - শালিমার এক্সপ্রেস 7 জুলাই বাতিল থাকবে।
20831 শালিমার -সম্বলপুর এক্সপ্রেস 8 জুলাই বাতিল থাকবে।
22841 সাঁতরাগাছি-তাম্বরম এক্সপ্রেস 8 জুলাই বাতিল থাকবে।
22842 তাম্বরম - সাঁতরাগাছি এক্সপ্রেস 10 জুলাই বাতিল থাকবে।

ঘুরপথে যেসব ট্রেন যাত্রা করবে রইল তার তালিকা -

12508 শিলচর - তিরুঅনন্তপুরম এক্সপ্রেস 27 জুন ও 4 জুলাই আসানসোল - আদ্রা - মিনাপোড়ে - হিজলি - ভদ্রক হয়ে যাত্রা করবে।

22504 ডিব্রুগড় - কন্যাকুমারী এক্সপ্রেস 27, 29, 30জুন ও 2, 4 জুলাই আসানসোল - আদ্রা - মিনাপোড়ে - হিজলি - ভদ্রক হয়ে যাত্রা করবে।

22502 নিউ তিনসুকিয়া - বেঙ্গালুরু এক্সপ্রেস 28 জুন ও 5 জুলাই আসানসোল - আদ্রা - মিনাপোড়ে - হিজলি - ভদ্রক হয়ে যাত্রা করবে।

12510 গুয়াহাটি - বেঙ্গালুরু এক্সপ্রেস 30 জুন ও 1, 7 জুলাই আসানসোল - আদ্রা - মিনাপোড়ে - হিজলি - ভদ্রক হয়ে যাত্রা করবে।

12516 শিলচর - কোয়েম্বাটুর এক্সপ্রেস 2 জুলাই আসানসোল - আদ্রা - মিনাপোড়ে - হিজলি - ভদ্রক হয়ে যাত্রা করবে।

12509 বেঙ্গালুরু - গুয়াহাটি এক্সপ্রেস 4 ও 5 জুলাই আসানসোল - আদ্রা - মিনাপোড়ে - হিজলি - ভদ্রক হয়ে যাত্রা করবে।

22503 কন্যাকুমারী - ডিব্রুগড় এক্সপ্রেস 4 ও 6 জুলাই আসানসোল - আদ্রা - মিনাপোড়ে - হিজলি - ভদ্রক হয়ে যাত্রা করবে।

12513 সেকেন্দ্রাবাদ - শিলচর এক্সপ্রেস 6 জুলাই ভদ্রক - হিজলি - মিনাপোড়ে - আদ্রা - আসানসোল হয়ে চলবে।
12253 বেঙ্গালুরু - ভাগলপুর এক্সপ্রেস 6 জুলাই ভদ্রক - হিজলি - মিনাপোড়ে - আদ্রা - আসানসোল হয়ে চলবে।
22305 বেঙ্গালুরু - জেসিডি এক্সপ্রেস 7 জুলাই ভদ্রক - হিজলি - মিনাপোড়ে - আদ্রা - আসানসোল হয়ে চলবে।
15228 মুজাফ্ফরপুর - বেঙ্গালুরু এক্সপ্রেস 8 জুলাই আসানসোল-আদ্রা-মিনাপোড়ে-হিজলি- ভদ্রক হয়ে চলবে।

সময় সূচি পরিবর্তন হওয়া ট্রেনের তালিকা -

18616 হাতিয়া - হাওড়া এক্সপ্রেস 1 জুলাই হাতিয়া থেকে রাত্রি 10টা 30 মিনিটে ছাড়বে।

18014/18012 বোকারো স্টিল সিটি /চক্রধরপুর - হাওড়া এক্সপ্রেস 2 জুলাই বোকারো স্টিল সিটি থেকে রাত্রি 10টা ও চক্রধরপুর থেকে রাত্রি 8টা 35 মিনিটে ছাড়বে।

38051 হাওড়া - হলদিয়া লোকাল 3 জুলাই হাওড়া থেকে সকাল 6টা থেকে ছাড়বে।
38051 হাওড়া - হলদিয়া লোকাল 1 জুলাই হাওড়া থেকে সকাল 6টা 45 মিনিটে ছাড়বে।

কলকাতা, 24 জুন: আপনি যদি জুলাই মাসে কোথাও ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে বিপদে পড়তে হতে পারে ৷ কারণ, জুলাইয়ের শুরুতে 10 দিন দক্ষিণ-পূর্ব রেল একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ৷ জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর বিভাগের অন্তর্গত হাওড়ার আন্দুল স্টেশনে জরুরি কাজের কারণে 29 জুন থেকে 6 জুলাই (8 দিন) ও 7 জুলাই থেকে 8 জুলাই (2 দিন) একাধিক লোকাল ট্রেন-সহ দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে মোট 237টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

কবে কোন ট্রেন নম্বর বাতিল, রইল তালিকা -

29 জুন শনিবার- 38801/38806 দু'টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

30 জুন রবিবার- 38705/38714, 38805/38812, 38803/38810 ছ'টি ট্রেন বাতিল থাকবে।

01 জুলাই অর্থাৎ সোমবার- 38801/38806, 38703/38708, 38705/38714, 08069/08070, 38805/38812, 38403/38418, 38301/38410 -14 টি ট্রেন বাতিল করা হয়েছে ৷

2 জুলাই মঙ্গলবার- 38455, 38703, 38803, 38705, 38402, 38304, 38306, 38412, 38408,38410,
38406, 38704, 38706, 38302/3832 -15টি ট্রেন বাতিল থাকবে।

3 জুলাই বুধবার- 38302/38321, 38402/38455, 38404/38453, 38702/38705, 38801/38806, 38703/38708, 38803/38810, 38705/38714 -16টি ট্রেন বাতিল থাকবে।

4 জুলাই বৃহস্পতিবার- 38321(JCO 03.07.24)/38302, 38455(JCO 03.07.24)/38402, 38801/38806, 38803/38810, 38051/38054, 38705/38714, 38805/38812, 08069/08070 -16টি ট্রেন বাতিল থাকবে।

5 জুলাই শুক্রবার- 38830, 38302/38341, 38404/38455(JCO 04.07.24), 38306/38403, 38408/38405, 38414/38411, 38403/38418, 38405/38422, 38103/38104, 38412/38409/38426, 38308/38809/38816 -বাতিল মোট 23টি ট্রেন।

6 জুলাই শনিবার- 38801, 38306, 38703, 38408, 38403, 38308, 38103, 38412, 38303, 38414, 38409, 38708, 38105, 38104, 38417, 38418, 38421, 38106, 38713, 38312, 38717, 38426, 38435, 38434, 38443, 38436, 38445, 38722, 38449, 38724, 38313, 38450, 38451, 38456, 38319, 38914, 38909, 38916, 38911, 38922, 38917, 38032, 38031; 38036, 38033 -53টি ট্রেন বাতিল করা হয়েছে।

7 জুলাই রবিবার- 38801, 38306, 38703, 38408, 38403, 38308, 38103, 38412, 38303, 38414, 38409, 38708,38105, 38104, 38417, 38418, 38421, 38106, 38713, 38312, 38717, 38426, 38435, 38434, 38443, 38436, 38445, 38722, 38449, 38724, 38313, 38450, 38451, 38456, 38319, 38914,38909, 38916, 38911, 38922, 38917, 38032, 38031, 38036, 38033, 38321, 38455, 08144, 38309, 38302, 38402, 38404, 38304 -বাতিল করা হয়েছে 53টি ট্রেন।


8 জুলাই সোমবার- 38801, 38306, 38703, 38408, 38403, 38308, 38103, 38412, 38303, 38414, 38409, 38708, 38105, 38104, 38417, 38418, 38421, 38106, 38713, 38312, 38717, 38426, 38435, 38434, 38443, 38436, 38445, 38722, 38449, 38724, 38313, 38450, 38451, 38456, 38319, 38914, 38909, 38916, 38911, 38922, 38917, 38032, 38031, 38036, 38033, 38321, 38302 -47টি ট্রেন বাতিল।

একনজরে দেখে নেওয়া যাক দূরপাল্লার মেল ট্রেন বাতিলের তালিকা-
12857/12858 হাওড়া-দীঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস 30 জুন থেকে 2 জুলাই এবং 2 জুলাই থেকে 2 জুলাই বাতিল থাকবে।
12021/12022 হাওড়া -ভুবনেশ্বর- হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস 30 জুন থেকে 2 জুলাই এবং 6 জুলাই থেকে 8 জুলাই বাতিল থাকবে।
12883/12884 সাঁতরাগাছি -পুরুলিয়া -হাওড়া এক্সপ্রেস 30 জুন থেকে 2 জুলাই এবং 6 জুলাই থেকে 8 জুলাই বাতিল থাকবে।

12871/22862 হাওড়া - তিতিলাগড় /কালাবুরাগী -হাওড়া ইস্পাত এক্সপ্রেস 6 জুলাই ও 8 জুলাই বাতিল থাকবে।
22861/12872 হাওড়া - কালাবুরাগী/ তিতিলাগড়- হাওড়া ইস্পাত এক্সপ্রেস 7 জুলাই বাতিল থাকবে।
22897/22898 হাওড়া -দীঘা -হাওড়া কাণ্ডারি এক্সপ্রেস 6 জুলাই থেকে 8৮ জুলাই বাতিল থাকবে।

12822 পুরী - শালিমার ধৌলি এক্সপ্রেস 5 জুলাই থেকে 7 জুলাই বাতিল থাকবে।
12821 শালিমার- পুরী ধৌলি এক্সপ্রেস 6 জুলাই থেকে 8 জুলাই বাতিল থাকবে।
12885/12886 শালিমার - ভজুধি - শালিমার আরণ্যক এক্সপ্রেস 6 জুলাই ও 8 জুলাই বাতিল থাকবে।

12278/12277 পুরী - হাওড়া - পুরী শতাব্দী এক্সপ্রেস 6 ও 8 জুলাই বাতিল থাকবে।

18007 শালিমার - ভাঞ্জপুর এক্সপ্রেস 8 জুলাই বাতিল থাকবে।

18008 ভাঞ্জপুর - শালিমার এক্সপ্রেস 9 জুলাই বাতিল থাকবে।

22892/22891 রাঁচি - হাওড়া - রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস 6 জুলাই বাতিল থাকবে।
12814/12813 টাটানগর - হাওড়া - টাটানগর স্টিল এক্সপ্রেস 6 ও 8 জুলাই বাতিল থাকবে।

18029 লোকমান্য তিলক মুম্বই এক্সপ্রেস - শালিমার এক্সপ্রেস 4 ও 6 জুলাই বাতিল থাকবে।
18030 শালিমার - লোকমান্য তিলক মুম্বই এক্সপ্রেস 6 ও 8 জুলাই বাতিল থাকবে।
18006 জাগদালপুর - হাওড়া সামালশ্বরী এক্সপ্রেস 5 ও 7 জুলাই বাতিল থাকবে।

18005 হাওড়া - জাগদালপুর সামালশ্বরী এক্সপ্রেস 6 ও 8 জুলাই বাতিল থাকবে।
12129 পুনে - হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস 4 ও 6 জুলাই বাতিল থাকবে।
12130 হাওড়া - পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস 6 ও 8 জুলাই বাতিল থাকবে।

12905 পোরবন্দর - শালিমার এক্সপ্রেস ৪ জুলাই বাতিল থাকবে।
12906 শালিমার - পোরবন্দর এক্সপ্রেস 6 জুলাই বাতিল থাকবে।
18011/18013 হাওড়া - চক্রধরপুর /বোকারো স্টিল সিটি এক্সপ্রেস 5 ও 7 জুলাই বাতিল থাকবে।
18014/18012 বোকারো স্টিল সিটি /চক্রধরপুর - হাওড়া এক্সপ্রেস 6 ও 8 জুলাই বাতিল থাকবে।

08695/08696 বোকারো স্টিল সিটি - রাঁচি - বোকারো স্টিল সিটি স্পেশাল 6 ও 8 জুলাই বাতিল থাকবে।
22804 সম্বলপুর - শালিমার এক্সপ্রেস 15 জুলাই বাতিল থাকবে।
22803 শালিমার - সম্বলপুর এক্সপ্রেস 6 জুলাই বাতিল থাকবে।

18049 শালিমার - বাদামপাহাড় এক্সপ্রেস 6 জুলাই বাতিল থাকবে।
18050 বাদামপাহাড় - শালিমার এক্সপ্রেস 7 জুলাই বাতিল থাকবে।
18051/18052 বাদামপাহাড় - রাউরকেলা - বাদামপাহাড় এক্সপ্রেস 7 জুলাই বাতিল থাকবে।

20832 সম্বলপুর - শালিমার এক্সপ্রেস 7 জুলাই বাতিল থাকবে।
20831 শালিমার -সম্বলপুর এক্সপ্রেস 8 জুলাই বাতিল থাকবে।
22841 সাঁতরাগাছি-তাম্বরম এক্সপ্রেস 8 জুলাই বাতিল থাকবে।
22842 তাম্বরম - সাঁতরাগাছি এক্সপ্রেস 10 জুলাই বাতিল থাকবে।

ঘুরপথে যেসব ট্রেন যাত্রা করবে রইল তার তালিকা -

12508 শিলচর - তিরুঅনন্তপুরম এক্সপ্রেস 27 জুন ও 4 জুলাই আসানসোল - আদ্রা - মিনাপোড়ে - হিজলি - ভদ্রক হয়ে যাত্রা করবে।

22504 ডিব্রুগড় - কন্যাকুমারী এক্সপ্রেস 27, 29, 30জুন ও 2, 4 জুলাই আসানসোল - আদ্রা - মিনাপোড়ে - হিজলি - ভদ্রক হয়ে যাত্রা করবে।

22502 নিউ তিনসুকিয়া - বেঙ্গালুরু এক্সপ্রেস 28 জুন ও 5 জুলাই আসানসোল - আদ্রা - মিনাপোড়ে - হিজলি - ভদ্রক হয়ে যাত্রা করবে।

12510 গুয়াহাটি - বেঙ্গালুরু এক্সপ্রেস 30 জুন ও 1, 7 জুলাই আসানসোল - আদ্রা - মিনাপোড়ে - হিজলি - ভদ্রক হয়ে যাত্রা করবে।

12516 শিলচর - কোয়েম্বাটুর এক্সপ্রেস 2 জুলাই আসানসোল - আদ্রা - মিনাপোড়ে - হিজলি - ভদ্রক হয়ে যাত্রা করবে।

12509 বেঙ্গালুরু - গুয়াহাটি এক্সপ্রেস 4 ও 5 জুলাই আসানসোল - আদ্রা - মিনাপোড়ে - হিজলি - ভদ্রক হয়ে যাত্রা করবে।

22503 কন্যাকুমারী - ডিব্রুগড় এক্সপ্রেস 4 ও 6 জুলাই আসানসোল - আদ্রা - মিনাপোড়ে - হিজলি - ভদ্রক হয়ে যাত্রা করবে।

12513 সেকেন্দ্রাবাদ - শিলচর এক্সপ্রেস 6 জুলাই ভদ্রক - হিজলি - মিনাপোড়ে - আদ্রা - আসানসোল হয়ে চলবে।
12253 বেঙ্গালুরু - ভাগলপুর এক্সপ্রেস 6 জুলাই ভদ্রক - হিজলি - মিনাপোড়ে - আদ্রা - আসানসোল হয়ে চলবে।
22305 বেঙ্গালুরু - জেসিডি এক্সপ্রেস 7 জুলাই ভদ্রক - হিজলি - মিনাপোড়ে - আদ্রা - আসানসোল হয়ে চলবে।
15228 মুজাফ্ফরপুর - বেঙ্গালুরু এক্সপ্রেস 8 জুলাই আসানসোল-আদ্রা-মিনাপোড়ে-হিজলি- ভদ্রক হয়ে চলবে।

সময় সূচি পরিবর্তন হওয়া ট্রেনের তালিকা -

18616 হাতিয়া - হাওড়া এক্সপ্রেস 1 জুলাই হাতিয়া থেকে রাত্রি 10টা 30 মিনিটে ছাড়বে।

18014/18012 বোকারো স্টিল সিটি /চক্রধরপুর - হাওড়া এক্সপ্রেস 2 জুলাই বোকারো স্টিল সিটি থেকে রাত্রি 10টা ও চক্রধরপুর থেকে রাত্রি 8টা 35 মিনিটে ছাড়বে।

38051 হাওড়া - হলদিয়া লোকাল 3 জুলাই হাওড়া থেকে সকাল 6টা থেকে ছাড়বে।
38051 হাওড়া - হলদিয়া লোকাল 1 জুলাই হাওড়া থেকে সকাল 6টা 45 মিনিটে ছাড়বে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.