ETV Bharat / state

ফাঁসিদেওয়ায় স্বাভাবিক রেল পরিষেবা, ডাউন লাইনে অতিক্রম করল অবধ-অসম এক্সপ্রেস - Kanchanjungha Express Accident - KANCHANJUNGHA EXPRESS ACCIDENT

Kanchanjungha Express Accident: ফাঁসিদেওয়ায় 24 ঘণ্টার মধ্যে দুর্ঘটনা কবলিত লাইন সংস্কার করল রেল কর্তৃপক্ষ ৷ আপ লাইনে ইতিমধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে ৷ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজকের মধ্যেই ডাউন লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে ৷

ETV BHARAT
ফাঁসিদেওয়ায় 24 ঘণ্টার মধ্যে দুর্ঘটনাগ্রস্ত লাইন সংস্কার রেলের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 11:12 AM IST

Updated : Jun 18, 2024, 11:57 AM IST

দার্জিলিং, 18 জুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে রেল পরিষেবা স্বাভাবিক করল রেল কর্তৃপক্ষ ৷ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজের পর, পরিষেবা চালু করতে রাতভর চলেছে সংস্কারের কাজ ৷ সোমবার মাঝরাতেই আপ লাইনে মালগাড়ি চালিয়ে ট্রায়াল রান দেওয়া হয় ৷ আজ বেলা 11টা 15 মিনিটে ডাউন লাইনেও ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে ৷ অবধ-অসম এক্সপ্রেসকে প্রথম ডাউন লাইন দিয়ে চালানো হয়েছে ৷ উল্লেখ্য, এই ডাউন লাইনেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়ি ৷

সব্যসাচী দে'র বক্তব্য (ইটিভি ভারত)

তবে, আপ ও ডাউন লাইন দিয়ে চলাচলকারী ট্রেনের গতি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ৷ আপাতত নিজবাড়ি থেকে রাঙাপানি পর্যন্ত ঘণ্টায় 5-8 কিলোমিটার রাখতে বলা হয়েছে ৷ উল্লেখ্য, মঙ্গলবার সকালে আপ লাইনে প্রথম যাত্রীবাহী ট্রেন হিসেবে অতিক্রম করানো হয় শতাব্দী এক্সপ্রেস ৷ এরপর আপ লাইন দিয়ে কামাক্ষ্যা-গান্ধীধাম এক্সপ্রেস যায় ৷

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে আগেই জানিয়েছিলেন, ডাউন লাইনে ট্রেন পরিষেবা আজ দুপুরের মধ্যেই চালু হয়ে যাবে ৷ সেই মতো দুপুরের আগেই রেল পরিষেবা চালু করে দেওয়া হয়েছে ডাউন লাইন দিয়ে ৷ উল্লেখ্য, সোমবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানি ও নিজবাড়ি রেলস্টেশনের মাঝে নির্মলজোত এলাকায় দুর্ঘটনার কবলে পরে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ পিছন থেকে আসা মালগাড়ি সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ৷ ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে তিনটি বগি লাইনচ্যুত হয় ৷ গার্ডের বগির ভিতরে ঢুকে যায় মালগাড়ির ইঞ্জিন ৷ ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন প্রায় 40 জন যাত্রী ৷

এদিকে ট্রেন দুর্ঘটনার তদন্তে আজ নিউ জলপাইগুড়ি এডিআরএম অফিসে উচ্চপর্যায়ে বৈঠকে বসতে চলেছেন রেল আধিকারিকরা ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, "24 ঘণ্টা পেরনোর আগেই আপ লাইন দিয়ে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে আমাদের ৷ সেই মতো অফলাইনে ট্রায়াল রান শেষ করে প্যাসেঞ্জার ট্রেন চালানো সম্ভব হয়েছে ৷ ডাউন লাইন সংস্কারের কাজ হচ্ছে ৷ আজ দুপুরের আগেই ওই লাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে বলে মনে করা হচ্ছে ৷"

জানা গিয়েছে, ডাউন লাইনে মেরামতির জন্য শিলিগুড়ি-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-শতাব্দী এক্সপ্রেস, শিলিগুড়ি যোগবাণী ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি, নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, শিলচর-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-নয়াদিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস আলুয়াবাড়ি থেকে বিকল্প পথে শিলিগুড়ি জংশন হয়ে নিউ জলপাইগুড়িতে চালানো হচ্ছে ৷

দার্জিলিং, 18 জুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে রেল পরিষেবা স্বাভাবিক করল রেল কর্তৃপক্ষ ৷ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজের পর, পরিষেবা চালু করতে রাতভর চলেছে সংস্কারের কাজ ৷ সোমবার মাঝরাতেই আপ লাইনে মালগাড়ি চালিয়ে ট্রায়াল রান দেওয়া হয় ৷ আজ বেলা 11টা 15 মিনিটে ডাউন লাইনেও ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে ৷ অবধ-অসম এক্সপ্রেসকে প্রথম ডাউন লাইন দিয়ে চালানো হয়েছে ৷ উল্লেখ্য, এই ডাউন লাইনেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়ি ৷

সব্যসাচী দে'র বক্তব্য (ইটিভি ভারত)

তবে, আপ ও ডাউন লাইন দিয়ে চলাচলকারী ট্রেনের গতি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ৷ আপাতত নিজবাড়ি থেকে রাঙাপানি পর্যন্ত ঘণ্টায় 5-8 কিলোমিটার রাখতে বলা হয়েছে ৷ উল্লেখ্য, মঙ্গলবার সকালে আপ লাইনে প্রথম যাত্রীবাহী ট্রেন হিসেবে অতিক্রম করানো হয় শতাব্দী এক্সপ্রেস ৷ এরপর আপ লাইন দিয়ে কামাক্ষ্যা-গান্ধীধাম এক্সপ্রেস যায় ৷

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে আগেই জানিয়েছিলেন, ডাউন লাইনে ট্রেন পরিষেবা আজ দুপুরের মধ্যেই চালু হয়ে যাবে ৷ সেই মতো দুপুরের আগেই রেল পরিষেবা চালু করে দেওয়া হয়েছে ডাউন লাইন দিয়ে ৷ উল্লেখ্য, সোমবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানি ও নিজবাড়ি রেলস্টেশনের মাঝে নির্মলজোত এলাকায় দুর্ঘটনার কবলে পরে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ পিছন থেকে আসা মালগাড়ি সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ৷ ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে তিনটি বগি লাইনচ্যুত হয় ৷ গার্ডের বগির ভিতরে ঢুকে যায় মালগাড়ির ইঞ্জিন ৷ ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন প্রায় 40 জন যাত্রী ৷

এদিকে ট্রেন দুর্ঘটনার তদন্তে আজ নিউ জলপাইগুড়ি এডিআরএম অফিসে উচ্চপর্যায়ে বৈঠকে বসতে চলেছেন রেল আধিকারিকরা ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, "24 ঘণ্টা পেরনোর আগেই আপ লাইন দিয়ে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে আমাদের ৷ সেই মতো অফলাইনে ট্রায়াল রান শেষ করে প্যাসেঞ্জার ট্রেন চালানো সম্ভব হয়েছে ৷ ডাউন লাইন সংস্কারের কাজ হচ্ছে ৷ আজ দুপুরের আগেই ওই লাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে বলে মনে করা হচ্ছে ৷"

জানা গিয়েছে, ডাউন লাইনে মেরামতির জন্য শিলিগুড়ি-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-শতাব্দী এক্সপ্রেস, শিলিগুড়ি যোগবাণী ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি, নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, শিলচর-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-নয়াদিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস আলুয়াবাড়ি থেকে বিকল্প পথে শিলিগুড়ি জংশন হয়ে নিউ জলপাইগুড়িতে চালানো হচ্ছে ৷

Last Updated : Jun 18, 2024, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.