ETV Bharat / state

'পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়', আরজি কর-কাণ্ডে প্রতিবাদ জারি রাজ্যজুড়ে - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: আরজি কর-কাণ্ডে প্রতিবাদের ঢেউ অব্যাহত কলকাতা থেকে মালদায় ৷ সল্টলেকে স্বাস্থ্যভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা ৷ উত্তর 24 পরগনায় হাতে প্ল‍্যাকার্ড, মুখে কালো মাস্ক পরে নীরব প্রতিবাদ জানালেন ট্রেনযাত্রীরা । শালবনিতে পথে ছাত্রীরা ৷ মালদায় মহিলাদের মিছিলে উঠল বিচারের দাবি ৷

justice for Abhaya
আরজি কর কাণ্ডের প্রতিবাদ কলকাতা থেকে বারাসতে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 7:12 PM IST

Updated : Aug 21, 2024, 9:49 PM IST

কলকাতা, 21 অগস্ট: আরজি কর-কাণ্ডে আজও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত বিক্ষোভ ৷ চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে কলকাতা থেকে উত্তর 24 পরগনা, মালদা-সহ বিভিন্ন এলাকায় আজও পথে নেমেছেন বহু মানুষ ৷

স্বাস্থ্যভবন অভিযান জুনিয়র ডাক্তারদের

'ডাক দিচ্ছে আরজি কর, বিচারের দাবিতে রাস্তা ভর '৷ এই স্লোগানকে সামনে রেখে বুধবার স্বাস্থ্যভবন অভিযান করলেন রাজ্যের প্রত্যেকটি মেডিক্যাল কলেজে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা । বেলা 11টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে শুরু হয় এই বিক্ষোভ কর্মসূচি ৷ মিছিল 3টে 45 মিনিট নাগাদ পৌঁছয় স্বাস্থ্যভবন ৷ আন্দোলনকারীদের মধ্যে 20 জনের প্রতিনিধি দল স্বাস্থ্যভবনের ভিতরে যান ৷ তাঁদের দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন জুনিয়ার ডাক্তারেরা ৷ অন্যদিকে, আরেক দল জুনিয়ার ডাক্তার আন্দোলন চালান আরজি কর হাসপাতালে ।

আরজি কর-কাণ্ডে প্রতিবাদ জারি রাজ্যজুড়ে (ইটিভি ভারত)

কলকাতায় নৃত্যশিল্পীদের প্রতিবাদ মিছিল

আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় বুধবার পথে নামলেন নৃত্যশিল্পীরা ৷ রানিগঞ্জ মেট্রো স্টেশন থেকে রাজবিহারী পর্যন্ত মিছিল করলেন সারা কলকাতা নৃত্যশিল্পী ও ইন্ডাস্ট্রির নৃত্যশিল্পীরা । বিভোক্ষকারী নৃত্যশিল্পীরা বলেন, "আমরা শুটিং করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় বারোটা একটা দুটো বেজে যায় ৷ আমরাও আতঙ্কিত। আমরা বিভিন্ন অনুষ্ঠান ও ফিল্মে শুটিং করার পর আমরা যখন বাড়ি যাই, আমাদের বাড়ির মা-বাবারাও চিন্তা করে ।"

justice for Abhaya
আরজি করে জুনিয়ার ডাক্তারদের প্রতিবাদ (নিজস্ব ছবি)

শালবনিতে পথে ছাত্রীরা

আরজি কর-কাণ্ডে কলেজের ছাত্রীদের পাশাপাশি এবার পথে নামল স্কুল পড়ুয়ারা । এ দিন পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকায় স্কুলের ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড ব্যানার নিয়ে বিক্ষোভ দেখায় ৷ 'পুলিশ তুমি চিন্তা কর তোমার মেয়েও হচ্ছে বড়', 'বাঙাল-ঘটি একটার স্বর জাস্টিস ফর আরজি কর' -এই সব স্লোগানে মুখরিত হয় পথ ।

justice for Abhaya
মালদায় মহিলাদের মিছিল (নিজস্ব ছবি)

বারাসতে লোকাল ট্রেনে অভিনব প্রতিবাদ

আরজি কর-কাণ্ডে অভিনব প্রতিবাদ হল বারাসতে ৷ চলন্ত ট্রেনেই উঠল 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান । রীতিমতো ট্রেনের কামরায় হাতে ব‍্যানার, পোস্টার ও মুখে কালো মাস্ক পরে আরজি করের পৈশাচিক ঘটনায় সরব হলেন রেলযাত্রীদের একাংশ । বুধবার এমনই ঘটনার সাক্ষী থেকেছে শিয়ালদা-হাসনাবাদ এবং শিয়ালদা-বনগাঁ শাখার রেলযাত্রীরা ।

আরজি করের মহিলা চিকিৎসক খুনে একদিকে বারাসত-হাসনাবাদ লোকালের ট্রেনযাত্রীরা যেমন বিচার চেয়ে সরব হয়েছেন অন‍্যদিকে, এই ঘটনায় নিঃশব্দ প্রতিবাদ জানিয়েছেন ডাউন গোবরডাঙা-শিয়ালদা লোকালের রেলযাত্রীরা ।

এই বিষয়ে শিল্পী নন্দী নামে এক মহিলা যাত্রী বলেন, "শহর থেকে গ্রাম, সব জায়গাতেই আরজি করের ঘটনা নিয়ে আন্দোলন চলছে । যে যার মতো করে প্রতিবাদ করছে । তাই আমরাও আমাদের মতো এদিন ট্রেনের কামরার ভিতরে নীরব প্রতিবাদ জানালাম । এখন তো খারাপ সময় । সেকারণে মুখে কালো মাস্ক পরেছি আমরা । সকলের মতো আমরাও চাইছি আরজি করের ঘটনায় সুবিচার পাক নির্যাতিতার পরিবার ।"

justice for Abhaya
কলকাতায় নৃত্যশিল্পীদের প্রতিবাদ মিছিল (নিজস্ব ছবি)

হরিশ্চন্দ্রপুরের প্রত্যন্ত গ্রামে মহিলাদের মিছিল

যেখানে মদ্যপ অবস্থায় সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসক ও নার্সকে নিগ্রহ করার দায়ে জেলে গিয়েছেন তৃণমূল নেতা, যেখানে ঘাসফুলের মঞ্চ থেকে 'মমতা ব্যানার্জির ফাঁসি চাই' স্লোগানে গলা মিলিয়ে বিতর্কের মুখে খোদ মন্ত্রী, সেই হরিশ্চন্দ্রপুরেই আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন মহিলারা ৷ 'অভয়া'কে খুন ও ধর্ষণের ঘটনায় তাঁদের প্রতিবাদ বুঝিয়ে দিয়েছে, রোষ শুধু শহরে আবদ্ধ নয়, ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে গ্রামান্তরেও ৷ সেই প্রতিবাদ মিছিলে তাঁদের সঙ্গে পা মিলিয়ে ছেলেরা বার্তা দিলেন, পাশে আছেন তাঁরাও ৷ সেটা প্রতিবাদেই হোক কিংবা নারী নিরাপত্তায় ৷

মঙ্গলবার রাতে হরিশ্চন্দ্রপুরের পিপলা থেকে শুরু হয় মহিলাদের মিছিল ৷ গোটা হরিশ্চন্দ্রপুর ঘুরে মিছিল শেষ হয় শহিদ মোড়ে ৷ চোখে ক্ষোভের বারুদ নিয়ে মিছিলে সামিল ছিলেন পাঁচশোরও বেশি মহিলা ৷ মিছিলে চোখে পড়েছে প্রতিবাদের স্লোগান লেখা পোস্টার-ব্যানারও ৷ সবার একটাই দাবি, নারকীয় এই ঘটনার দ্রুত কিনারা করতে হবে ৷ দোষীদের কঠোর শাস্তি দিতে হবে ৷ তার সঙ্গে রাজ্যের প্রতিটি প্রান্তে সর্বস্তরের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ৷ শহিদ মোড়ে তাঁরা মোমবাতি জ্বালিয়ে 'অভয়া'র আত্মার শান্তি কামনা করেন ৷

justice for Abhaya
বারাসতে লোকাল ট্রেনে অভিনব প্রতিবাদ (নিজস্ব ছবি)

প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন জয়া সান্যাল ৷ তিনি বলেন, "ভুললে চলবে না, সেদিন অভয়ার চোখ থেকে জল বেরোয়নি ৷ বেরিয়েছিল রক্ত ৷ ঘটনার পর সাতদিন কেটে গিয়েছে ৷ এখনও সুবিচার পাওয়া যায়নি ৷ সব দোষীরাও সামনে আসেনি ৷ শুধু একজনকে ধরলে চলবে না ৷ আজ প্রতিটি মানুষের দাবি, অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় প্রতিটি দোষীর কঠোর শাস্তি চাই ৷ যতক্ষণ না আমরা প্রতিটি দোষীকে সামনে আনতে পারছি, ততক্ষণ অভয়ার আত্মা শান্তি পাবে না ৷ সেই দাবিতে আমরা রাস্তায় নেমেছি ৷ প্রয়োজনে আবারও নামব ৷ বারবার নামব ৷ সুবিচার পেতেই হবে ৷"

কলকাতা, 21 অগস্ট: আরজি কর-কাণ্ডে আজও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত বিক্ষোভ ৷ চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে কলকাতা থেকে উত্তর 24 পরগনা, মালদা-সহ বিভিন্ন এলাকায় আজও পথে নেমেছেন বহু মানুষ ৷

স্বাস্থ্যভবন অভিযান জুনিয়র ডাক্তারদের

'ডাক দিচ্ছে আরজি কর, বিচারের দাবিতে রাস্তা ভর '৷ এই স্লোগানকে সামনে রেখে বুধবার স্বাস্থ্যভবন অভিযান করলেন রাজ্যের প্রত্যেকটি মেডিক্যাল কলেজে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা । বেলা 11টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে শুরু হয় এই বিক্ষোভ কর্মসূচি ৷ মিছিল 3টে 45 মিনিট নাগাদ পৌঁছয় স্বাস্থ্যভবন ৷ আন্দোলনকারীদের মধ্যে 20 জনের প্রতিনিধি দল স্বাস্থ্যভবনের ভিতরে যান ৷ তাঁদের দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন জুনিয়ার ডাক্তারেরা ৷ অন্যদিকে, আরেক দল জুনিয়ার ডাক্তার আন্দোলন চালান আরজি কর হাসপাতালে ।

আরজি কর-কাণ্ডে প্রতিবাদ জারি রাজ্যজুড়ে (ইটিভি ভারত)

কলকাতায় নৃত্যশিল্পীদের প্রতিবাদ মিছিল

আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় বুধবার পথে নামলেন নৃত্যশিল্পীরা ৷ রানিগঞ্জ মেট্রো স্টেশন থেকে রাজবিহারী পর্যন্ত মিছিল করলেন সারা কলকাতা নৃত্যশিল্পী ও ইন্ডাস্ট্রির নৃত্যশিল্পীরা । বিভোক্ষকারী নৃত্যশিল্পীরা বলেন, "আমরা শুটিং করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় বারোটা একটা দুটো বেজে যায় ৷ আমরাও আতঙ্কিত। আমরা বিভিন্ন অনুষ্ঠান ও ফিল্মে শুটিং করার পর আমরা যখন বাড়ি যাই, আমাদের বাড়ির মা-বাবারাও চিন্তা করে ।"

justice for Abhaya
আরজি করে জুনিয়ার ডাক্তারদের প্রতিবাদ (নিজস্ব ছবি)

শালবনিতে পথে ছাত্রীরা

আরজি কর-কাণ্ডে কলেজের ছাত্রীদের পাশাপাশি এবার পথে নামল স্কুল পড়ুয়ারা । এ দিন পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকায় স্কুলের ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড ব্যানার নিয়ে বিক্ষোভ দেখায় ৷ 'পুলিশ তুমি চিন্তা কর তোমার মেয়েও হচ্ছে বড়', 'বাঙাল-ঘটি একটার স্বর জাস্টিস ফর আরজি কর' -এই সব স্লোগানে মুখরিত হয় পথ ।

justice for Abhaya
মালদায় মহিলাদের মিছিল (নিজস্ব ছবি)

বারাসতে লোকাল ট্রেনে অভিনব প্রতিবাদ

আরজি কর-কাণ্ডে অভিনব প্রতিবাদ হল বারাসতে ৷ চলন্ত ট্রেনেই উঠল 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান । রীতিমতো ট্রেনের কামরায় হাতে ব‍্যানার, পোস্টার ও মুখে কালো মাস্ক পরে আরজি করের পৈশাচিক ঘটনায় সরব হলেন রেলযাত্রীদের একাংশ । বুধবার এমনই ঘটনার সাক্ষী থেকেছে শিয়ালদা-হাসনাবাদ এবং শিয়ালদা-বনগাঁ শাখার রেলযাত্রীরা ।

আরজি করের মহিলা চিকিৎসক খুনে একদিকে বারাসত-হাসনাবাদ লোকালের ট্রেনযাত্রীরা যেমন বিচার চেয়ে সরব হয়েছেন অন‍্যদিকে, এই ঘটনায় নিঃশব্দ প্রতিবাদ জানিয়েছেন ডাউন গোবরডাঙা-শিয়ালদা লোকালের রেলযাত্রীরা ।

এই বিষয়ে শিল্পী নন্দী নামে এক মহিলা যাত্রী বলেন, "শহর থেকে গ্রাম, সব জায়গাতেই আরজি করের ঘটনা নিয়ে আন্দোলন চলছে । যে যার মতো করে প্রতিবাদ করছে । তাই আমরাও আমাদের মতো এদিন ট্রেনের কামরার ভিতরে নীরব প্রতিবাদ জানালাম । এখন তো খারাপ সময় । সেকারণে মুখে কালো মাস্ক পরেছি আমরা । সকলের মতো আমরাও চাইছি আরজি করের ঘটনায় সুবিচার পাক নির্যাতিতার পরিবার ।"

justice for Abhaya
কলকাতায় নৃত্যশিল্পীদের প্রতিবাদ মিছিল (নিজস্ব ছবি)

হরিশ্চন্দ্রপুরের প্রত্যন্ত গ্রামে মহিলাদের মিছিল

যেখানে মদ্যপ অবস্থায় সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসক ও নার্সকে নিগ্রহ করার দায়ে জেলে গিয়েছেন তৃণমূল নেতা, যেখানে ঘাসফুলের মঞ্চ থেকে 'মমতা ব্যানার্জির ফাঁসি চাই' স্লোগানে গলা মিলিয়ে বিতর্কের মুখে খোদ মন্ত্রী, সেই হরিশ্চন্দ্রপুরেই আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন মহিলারা ৷ 'অভয়া'কে খুন ও ধর্ষণের ঘটনায় তাঁদের প্রতিবাদ বুঝিয়ে দিয়েছে, রোষ শুধু শহরে আবদ্ধ নয়, ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে গ্রামান্তরেও ৷ সেই প্রতিবাদ মিছিলে তাঁদের সঙ্গে পা মিলিয়ে ছেলেরা বার্তা দিলেন, পাশে আছেন তাঁরাও ৷ সেটা প্রতিবাদেই হোক কিংবা নারী নিরাপত্তায় ৷

মঙ্গলবার রাতে হরিশ্চন্দ্রপুরের পিপলা থেকে শুরু হয় মহিলাদের মিছিল ৷ গোটা হরিশ্চন্দ্রপুর ঘুরে মিছিল শেষ হয় শহিদ মোড়ে ৷ চোখে ক্ষোভের বারুদ নিয়ে মিছিলে সামিল ছিলেন পাঁচশোরও বেশি মহিলা ৷ মিছিলে চোখে পড়েছে প্রতিবাদের স্লোগান লেখা পোস্টার-ব্যানারও ৷ সবার একটাই দাবি, নারকীয় এই ঘটনার দ্রুত কিনারা করতে হবে ৷ দোষীদের কঠোর শাস্তি দিতে হবে ৷ তার সঙ্গে রাজ্যের প্রতিটি প্রান্তে সর্বস্তরের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ৷ শহিদ মোড়ে তাঁরা মোমবাতি জ্বালিয়ে 'অভয়া'র আত্মার শান্তি কামনা করেন ৷

justice for Abhaya
বারাসতে লোকাল ট্রেনে অভিনব প্রতিবাদ (নিজস্ব ছবি)

প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন জয়া সান্যাল ৷ তিনি বলেন, "ভুললে চলবে না, সেদিন অভয়ার চোখ থেকে জল বেরোয়নি ৷ বেরিয়েছিল রক্ত ৷ ঘটনার পর সাতদিন কেটে গিয়েছে ৷ এখনও সুবিচার পাওয়া যায়নি ৷ সব দোষীরাও সামনে আসেনি ৷ শুধু একজনকে ধরলে চলবে না ৷ আজ প্রতিটি মানুষের দাবি, অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় প্রতিটি দোষীর কঠোর শাস্তি চাই ৷ যতক্ষণ না আমরা প্রতিটি দোষীকে সামনে আনতে পারছি, ততক্ষণ অভয়ার আত্মা শান্তি পাবে না ৷ সেই দাবিতে আমরা রাস্তায় নেমেছি ৷ প্রয়োজনে আবারও নামব ৷ বারবার নামব ৷ সুবিচার পেতেই হবে ৷"

Last Updated : Aug 21, 2024, 9:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.