ETV Bharat / state

রেল গেটের মুখে বিকল লরি, সাতসকালে ট্রেন চলাচল ব্যাহত শেওড়াফুলিতে - Train Movement Disrupted - TRAIN MOVEMENT DISRUPTED

Train Movement Disrupted in Sheoraphuli: সাতসকালে শেওড়াফুলিতে রেল গেটের মুখে বিকল হয়ে পড়ল একটি লরি ৷ যার জেরে তারকেশ্বর আপ ও ডাউন লাইনে ব্যাহত ট্রেন চলাচল । বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন ৷

ETV BHARAT
শেওড়াফুলিতে রেল গেটের মুখে বিকল লরি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 10:50 AM IST

হুগলি, 8 সেপ্টেম্বর: রেল গেটের সামনে লরি বিকল হয়ে যাওয়ায় সাতসকালে বিপত্তি বাঁধল শেওড়াফুলিতে ৷ তার জেরে কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হল তারকেশ্বর আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল ।

সাতসকালে ট্রেন চলাচল ব্যাহত শেওড়াফুলিতে (নিজস্ব ভিডিয়ো)

স্থানীয় ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার প্রায় সকাল সাতটা নাগাদ শেওড়াফুলি 4 নম্বর রেলগেট পেরোতে গিয়ে হঠাৎই বিকল হয়ে যায় বালি বোঝাই একটি লরি । সেই সময় 1 নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল সিঙ্গুর লোকাল । লরিটি রেলগেটের জায়গাতেই আটকে পড়ায় লেভেল ক্রসিংয়ের গেট ফেলতে সমস্যায় পড়েন গেটম্যান । ফলে গেট বন্ধ না-হওয়ায় সিগন্যালিংয়ের সমস্যা শুরু হয় । সেই সময় দুর্ঘটনা এড়াতে আপ ও ডাউন লাইনের বিভিন্ন লোকাল ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়া হয় । সাতসকালে ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ থাকায় যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছতে সমস্যায় পড়তে হয় ।

প্রায় অনেকক্ষণ ধরে একাধিক স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেন । শ্রীরামপুর স্টেশন ও অন্যান্য স্টেশনে মাইকিং করে পরিস্থিতির কথা জানানো হয় রেলের পক্ষ থেকে । শেওড়াফুলিতে লেভেল ক্রসিংয়ের দুই দিকেই দাঁড়িয়ে পড়ে যানবাহন । পরে বিকল হয়ে পড়া লরিটিকে ঠেলে অনেক কষ্টে সেখান থেকে সরানো হয় ৷ তারপর ট্রেন চলাচল শুরু হয় । রেল সূত্রে খবর, আজ ভোর 6.30 থেকে 7.25 পর্যন্ত বন্ধ ছিল ওই লাইনে ট্রেন চলাচল । এই ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বিভিন্ন ট্রেনকে । ফলে সড়ক পরিবহণে যাত্রীদের ভিড় বাড়ে ৷ বাড়ে যানজট ৷ পরে বৈদ্যবাটি থেকে শ্রীরামপুর যাওয়ার জিটি রোডের রাস্তায় যান চলাচলও স্বাভাবিক করা হয় প্রশাসনের পক্ষ থেকে । আরপিএফ লরিটিকে বাজেয়াপ্ত করেছে ।

হুগলি, 8 সেপ্টেম্বর: রেল গেটের সামনে লরি বিকল হয়ে যাওয়ায় সাতসকালে বিপত্তি বাঁধল শেওড়াফুলিতে ৷ তার জেরে কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হল তারকেশ্বর আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল ।

সাতসকালে ট্রেন চলাচল ব্যাহত শেওড়াফুলিতে (নিজস্ব ভিডিয়ো)

স্থানীয় ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার প্রায় সকাল সাতটা নাগাদ শেওড়াফুলি 4 নম্বর রেলগেট পেরোতে গিয়ে হঠাৎই বিকল হয়ে যায় বালি বোঝাই একটি লরি । সেই সময় 1 নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল সিঙ্গুর লোকাল । লরিটি রেলগেটের জায়গাতেই আটকে পড়ায় লেভেল ক্রসিংয়ের গেট ফেলতে সমস্যায় পড়েন গেটম্যান । ফলে গেট বন্ধ না-হওয়ায় সিগন্যালিংয়ের সমস্যা শুরু হয় । সেই সময় দুর্ঘটনা এড়াতে আপ ও ডাউন লাইনের বিভিন্ন লোকাল ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়া হয় । সাতসকালে ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ থাকায় যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছতে সমস্যায় পড়তে হয় ।

প্রায় অনেকক্ষণ ধরে একাধিক স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেন । শ্রীরামপুর স্টেশন ও অন্যান্য স্টেশনে মাইকিং করে পরিস্থিতির কথা জানানো হয় রেলের পক্ষ থেকে । শেওড়াফুলিতে লেভেল ক্রসিংয়ের দুই দিকেই দাঁড়িয়ে পড়ে যানবাহন । পরে বিকল হয়ে পড়া লরিটিকে ঠেলে অনেক কষ্টে সেখান থেকে সরানো হয় ৷ তারপর ট্রেন চলাচল শুরু হয় । রেল সূত্রে খবর, আজ ভোর 6.30 থেকে 7.25 পর্যন্ত বন্ধ ছিল ওই লাইনে ট্রেন চলাচল । এই ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বিভিন্ন ট্রেনকে । ফলে সড়ক পরিবহণে যাত্রীদের ভিড় বাড়ে ৷ বাড়ে যানজট ৷ পরে বৈদ্যবাটি থেকে শ্রীরামপুর যাওয়ার জিটি রোডের রাস্তায় যান চলাচলও স্বাভাবিক করা হয় প্রশাসনের পক্ষ থেকে । আরপিএফ লরিটিকে বাজেয়াপ্ত করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.