কলকাতা, 27 মে: রেমালের ফলে গোটা মহানগর প্রায় জলের তলায় । আজ সোমবার রাতের পর কিছুটা হলেও স্বাভাবিক হতে পারে পরিস্থিতি । আর তার মধ্যেই শহরের উত্তর থেকে মধ্য এবং দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় দেখা গেল সামান্য যানজটের ছবি । চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের সামনে অন্যান্য দিনের তুলনায় এদিন গাড়ির গতি ছিল স্লথ । তবে এই দুর্যোগের জন্য যাতে শহরে যান চলাচল পরিস্থিতিতে কোনও বিঘ্ন না ঘটে তার জন্য প্রস্তুত কলকাতা পুলিশ । আজ উত্তর থেকে দক্ষিণ কলকাতা এবং মধ্য কলকাতায় অতিরিক্ত ট্রাফিক সার্জেন্ট নামানো হয়েছে বলে লালবাজার থেকে জানা গিয়েছে ।
পাশাপাশি কলকাতা পুলিশের ট্রাফিক কন্ট্রোলরুমে একটি হেল্পলাইন ডেস্ক চালু করা হয়েছে । সেখানে বলা হয়েছে যদি কেউ রাস্তায় অপ্রীতিকর অবস্থায় পড়েন সেক্ষেত্রে তারা সেই নম্বরে ফোন করে পুলিশের সাহায্য নিতে পারবেন ।
মুখ্যসচিবকে ফোন মুখ্যমন্ত্রীর, সরকারি সাহায্যে রাজনীতির রং না-দেখার নির্দেশ
সকাল থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ থেকে শুরু করে ধর্মতলা ও পার্কস্ট্রিট চত্বরে জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয় । এছাড়াও এই দুর্যোগের আগে থেকে কলকাতা পুলিশের তরফ থেকে সতর্কতা অবলম্বন করা হয়েছিল । যেমন কলকাতার শহরের যে সকল প্রান্তে পার্কিং করা হয় সেই ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে । পাশাপাশি যেসব জায়গায় গাছ পড়ে গিয়েছিল সেখানে কলকাতা পৌরনিগমের সঙ্গে সমন্বয়ে সাধন করে কর্মীদের ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি মোকাবিলা করছেন পুলিশ কর্মীরা । এছাড়াও রাস্তায় নেমেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগ । তাই রাতের মধ্যেই পরিস্থিতি আগের চেয়ে বেশ কিছুটা উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে ৷