কলকাতা, 28 মার্চ: "হাইকোর্টের বিচারপতির কাছে কাজ করেছি ফলে আইন ভালো জানি ৷" এমনই দাবি করে এক আইনজীবীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল এক কর্তব্যরত ট্রাফিক গার্ডের বিরুদ্ধে ৷ এই ঘটনায় ওই আইনজীবী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ৷ তাতেই অভিযুক্ত ট্রাফিক গার্ড পলাশ হালদারকে বৃহস্পতিবার আদালতে হাজির হতে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা ৷ কিন্তু অভিযুক্ত এদিন মামলায় কোনও আইনজীবী নেননি তাঁর হয়ে সওয়াল করার জন্য । বিচারপতি 2 এপ্রিল ফের তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ।
মামলাকারী আইনজীবীর নাম শুভ্রাংশু পাণ্ডা । গত পরশুদিন অর্থাৎ মঙ্গলবার বিদ্যাসাগর সেতুর ট্রাফিক গার্ড তাঁর থেকে এক হাজার টাকা দাবি করে বলে অভিযোগ । কিন্তু তার জন্য কোনও চালান দেওয়া যাবে না বলে সাফ জানিয়েছিলেন ওই গার্ড ৷ টাকা না দেওয়ায় ট্রাফিক রুল ভায়োলেশনের নামে আইনজীবীর ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেয় । তবে এটাই প্রথমবার নয় ৷ এর আগে অভিযুক্ত ট্রাফিক গার্ড দেবোত্তম দাস নামে একজনের থেকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের নাম করে 500 টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন আইনজীবী ।
ওইদিন ট্রাফিক গার্ড দাবি করেছিলেন, বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের কাছে দীর্ঘদিন কাজ করেছেন ৷ ফলে তিনি আইনটা ভালো বোঝেন । ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা ওই অফিসারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন । জানিয়েছেন মামলাটি রেগুলার বেঞ্চে শুনানি হবে । এমনিতেই ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ নতুন কিছু নয় । কিন্তু এভাবে অভিনব সাফাই গেয়ে টাকা নেওয়ার অভিযোগ নতুন বলেই মনে করছে সবাই ৷
আরও পড়ুন :