ETV Bharat / state

দিঘায় প্রবল জলোচ্ছ্বাসে মাতোয়ারা পর্যটকরা, মৎস্যজীবীদের সমুদ্রে নিষেধাজ্ঞা - Digha Sea Level

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 6:34 PM IST

Sea Level Rises in Digha: দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হয়েছে ৷ ঝোড়ো হাওয়া বইছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় ৷ এদিকে দিঘায় পর্যটকদের ভিড় লেগেই আছে ৷ সেখানে সমুদ্রে উথাল-পাতাল অবস্থা ৷

Digha
দিঘায় প্রবল জলোচ্ছ্বাস (ইটিভি ভারত)

দিঘা, 20 জুলাই: ভোর থেকেই প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে দিঘায় ৷ সেই আনন্দে মেতেছেন পর্যটকরা ৷ পূর্ব মেদিনীপুরের দিঘা-সহ দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরে 40-50 কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইছে 19 তারিখ থেকে ৷ এরকম আবহাওয়া থাকবে 22 জুলাই পর্যন্ত ৷ অর্থাৎ সমুদ্র ভয়ঙ্কর-সুন্দর জলোচ্ছ্বাস চলবে মঙ্গলবার পর্যন্ত ৷

দিঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস উপভোগ করছেন পর্যটকরা (ইটিভি ভারত)

এই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ এদিকে পর্যটকের ভিড় রয়েছে দিঘার সমুদ্র সৈকতে ৷ তাই পর্যটকদের বাড়তি পাওনা দিঘায় তীব্র জলোচ্ছ্বাস ৷ সকাল থেকে সমুদ্রের জল গার্ডওয়াল টপকে পড়ছে রাস্তার উপর ৷ রাস্তার উপর বসেই পর্যটকেরা সমুদ্র স্নান উপভোগ করছেন ৷ তবে প্রশাসন থেকে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে ৷ গার্ডওয়ালের চারিদিকে বাড়তি নিরাপত্তার জন্য নুলিয়া ও পুলিশ মোতায়েন করা রয়েছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷

দক্ষিণবঙ্গে আবহাওয়া ইতিমধ্যে ভোল বদলেছে ৷ বৃষ্টি শুরু হয়েছে ৷ তার সঙ্গে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বইছে হালকা ঝোড়ো হাওয়া ৷ দক্ষিণবঙ্গের দিঘা, কাঁথি, মান্দারমণি, খেজুরি, হলদিয়া-সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায় চলছে বৃষ্টি ৷

পূর্বাভাস মতো দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শনিবার মেঘলা আকাশ ৷ কোথাও কোথাও আবার রোদের দেখা মিলেছে ৷ আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকেই দক্ষিণবঙ্গজুড়ে আবহাওয়া বদলের বড় পূর্বাভাস রয়েছে ৷ এদিন থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে একাধিক জেলায় ৷ বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া 40-50 কিমি প্রতি ঘণ্টা বেগে বইবে ৷ এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধ ৷ এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে ৷

আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হবে ৷ উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আবহাওয়া অফিসের অনুমান, এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশিই পড়বে ৷ তাই সপ্তাহন্তে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷

আরও পড়ুন: দিঘায় মৎস্যজীবীদের জালে মরশুমের প্রথম তেলিয়া ভোলা, বিকোবে নিলামে

দিঘা, 20 জুলাই: ভোর থেকেই প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে দিঘায় ৷ সেই আনন্দে মেতেছেন পর্যটকরা ৷ পূর্ব মেদিনীপুরের দিঘা-সহ দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরে 40-50 কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইছে 19 তারিখ থেকে ৷ এরকম আবহাওয়া থাকবে 22 জুলাই পর্যন্ত ৷ অর্থাৎ সমুদ্র ভয়ঙ্কর-সুন্দর জলোচ্ছ্বাস চলবে মঙ্গলবার পর্যন্ত ৷

দিঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস উপভোগ করছেন পর্যটকরা (ইটিভি ভারত)

এই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ এদিকে পর্যটকের ভিড় রয়েছে দিঘার সমুদ্র সৈকতে ৷ তাই পর্যটকদের বাড়তি পাওনা দিঘায় তীব্র জলোচ্ছ্বাস ৷ সকাল থেকে সমুদ্রের জল গার্ডওয়াল টপকে পড়ছে রাস্তার উপর ৷ রাস্তার উপর বসেই পর্যটকেরা সমুদ্র স্নান উপভোগ করছেন ৷ তবে প্রশাসন থেকে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে ৷ গার্ডওয়ালের চারিদিকে বাড়তি নিরাপত্তার জন্য নুলিয়া ও পুলিশ মোতায়েন করা রয়েছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷

দক্ষিণবঙ্গে আবহাওয়া ইতিমধ্যে ভোল বদলেছে ৷ বৃষ্টি শুরু হয়েছে ৷ তার সঙ্গে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বইছে হালকা ঝোড়ো হাওয়া ৷ দক্ষিণবঙ্গের দিঘা, কাঁথি, মান্দারমণি, খেজুরি, হলদিয়া-সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায় চলছে বৃষ্টি ৷

পূর্বাভাস মতো দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শনিবার মেঘলা আকাশ ৷ কোথাও কোথাও আবার রোদের দেখা মিলেছে ৷ আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকেই দক্ষিণবঙ্গজুড়ে আবহাওয়া বদলের বড় পূর্বাভাস রয়েছে ৷ এদিন থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে একাধিক জেলায় ৷ বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া 40-50 কিমি প্রতি ঘণ্টা বেগে বইবে ৷ এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধ ৷ এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে ৷

আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হবে ৷ উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আবহাওয়া অফিসের অনুমান, এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশিই পড়বে ৷ তাই সপ্তাহন্তে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷

আরও পড়ুন: দিঘায় মৎস্যজীবীদের জালে মরশুমের প্রথম তেলিয়া ভোলা, বিকোবে নিলামে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.