দিঘা, 25 জুলাই: বাইকের সঙ্গে সংঘর্ষে উলটে গেল পর্যটকদের চারচাকা গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন বাইক আরোহী ও গাড়িতে থাকা এক মহিলার ৷ ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-নন্দকুমার 116 বি জাতীয় সড়কে মারিশদা থানার খড়িপুকুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় । মৃতরা হলেন বিশ্বজিৎ মণ্ডল, শুভঙ্কর জানা, অতনু মণ্ডল এবং কোয়েল সিং ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷
জানা গিয়েছে, মৃত মহিলা নদিয়ার তাহেরপুরের বাসিন্দারা ৷ তিনি-সহ চারজন দিঘায় বেড়াতে এসেছিলেন ৷ গতকাল গভীর রাতে তাঁরা গাড়ি করে নদিয়ার তাহেরপুরে ফিরছিলেন ৷ সেসময় মারিশদা থানার খড়িপুকুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি ৷ একটি বাইকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয় । যার জেরে বাইকে থাকা তিন জনের মৃত্যু হয় ৷ তাঁদের বাড়ি কাঁথি থানার ঘোড়াঘাটা গ্রামে । এছাড়া গাড়িতে থাকা একজন মহিলারও মৃত্যু হয় ।
ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে যায় মারিশদা থানার পুলিশ । গুরুতর জখম চালক-সহ বাকিদের উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠানো হয় । চিকিৎসকেরা চার জনকে মৃত বলে ঘোষণা করেন । গাড়িতে থাকা বাকি তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।
এই ঘটনায় মারিশদা থানার পুলিশ দুটি গাড়িকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে এসেছে ৷ ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷ তবে একই গ্রামের তিন বন্ধু মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তদন্তের পরেই জানা যাবে এই দুর্ঘটনার পিছনে আসল কারণ।