ETV Bharat / state

ডিসেম্বরে রাজ্যে আসছে কেন্দ্রের অর্থ কমিশনের শীর্ষ প্রতিনিধিরা, কথা হবে বরাদ্দ নিয়ে ! - FINANCE COMMISSION

ডিসেম্বর মাসে রাজ্যে আসছে কেন্দ্রের অর্থ কমিশনের শীর্ষ প্রতিনিধিরা ৷ মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা ৷

ETV BHARAT
ডিসেম্বরে রাজ্যে আসছে কেন্দ্রের অর্থ কমিশনের শীর্ষ প্রতিনিধিরা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2024, 3:17 PM IST

কলকাতা, 21 নভেম্বর: আগামী ডিসেম্বর মাসে রাজ্যে আসছেন কেন্দ্রের অর্থ কমিশনের শীর্ষ প্রতিনিধিরা । মূলত ষোড়শ অর্থ কমিশন নিয়ে পর্যালোচনা করতেই বিভিন্ন রাজ্যে যাচ্ছেন তাঁরা ।

জানা গিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন অর্থ কমিশনের প্রতিনিধিরা । অর্থ কমিশনের বিষয়গুলি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে তাঁরা বৈঠক করবেন বলে জানা যাচ্ছে । মূলত এই বৈঠক থেকেই আগামী পাঁচ বছরে রাজ্য সরকারকে কেন্দ্র যে বরাদ্দ দেবে তার রূপরেখা তৈরি করা হবে ।

জানা গিয়েছে, আগামী তিন ডিসেম্বর নবান্নে এই প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে পারে । সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব মনোজ পন্থ ও অর্থসচিব প্রভাতকুমার মিশ্র । এই বৈঠকেই রাজ্যের তরফ থেকে অর্থ কমিশনের কাছে তাদের দাবি-দাওয়ার বিষয়টি তুলে ধরা হতে পারে । একইসঙ্গে, পঞ্চদশ অর্থ কমিশন নিয়ে কোনও অভাব অভিযোগ থাকলে, তাও এখানে আলোচনা হতে পারে বলে খবর ।

প্রসঙ্গত, এমনিতেই রাজ্য সরকারের অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে দিয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার । আর সেই জায়গা থেকেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । সাধারণত অর্থ কমিশনে বরাদ্দ অর্থের ক্ষেত্রে সেই রাজ্যের জনঘনত্ব, আয়তন, আর্থিক গতিবিধি, গড় ব্যবস্থা বিভিন্ন বিষয় পর্যালোচনা করেই রাজ্যের জন্য প্রদেয় অর্থের পরিমাণ ধার্য করা হয় । খুব স্বাভাবিকভাবেই এক্ষেত্রেও সেই বিষয়গুলি পর্যালোচনায় থাকবে । রাজ্যের তরফ থেকে দীর্ঘদিন ধরে যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ আনা হচ্ছে, কেন্দ্রীয় এই প্রতিনিধি দলের সামনে রাজ্য সরকার তা তুলে ধরে কি না, সেটাই দেখার ।

কলকাতা, 21 নভেম্বর: আগামী ডিসেম্বর মাসে রাজ্যে আসছেন কেন্দ্রের অর্থ কমিশনের শীর্ষ প্রতিনিধিরা । মূলত ষোড়শ অর্থ কমিশন নিয়ে পর্যালোচনা করতেই বিভিন্ন রাজ্যে যাচ্ছেন তাঁরা ।

জানা গিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন অর্থ কমিশনের প্রতিনিধিরা । অর্থ কমিশনের বিষয়গুলি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে তাঁরা বৈঠক করবেন বলে জানা যাচ্ছে । মূলত এই বৈঠক থেকেই আগামী পাঁচ বছরে রাজ্য সরকারকে কেন্দ্র যে বরাদ্দ দেবে তার রূপরেখা তৈরি করা হবে ।

জানা গিয়েছে, আগামী তিন ডিসেম্বর নবান্নে এই প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে পারে । সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব মনোজ পন্থ ও অর্থসচিব প্রভাতকুমার মিশ্র । এই বৈঠকেই রাজ্যের তরফ থেকে অর্থ কমিশনের কাছে তাদের দাবি-দাওয়ার বিষয়টি তুলে ধরা হতে পারে । একইসঙ্গে, পঞ্চদশ অর্থ কমিশন নিয়ে কোনও অভাব অভিযোগ থাকলে, তাও এখানে আলোচনা হতে পারে বলে খবর ।

প্রসঙ্গত, এমনিতেই রাজ্য সরকারের অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে দিয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার । আর সেই জায়গা থেকেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । সাধারণত অর্থ কমিশনে বরাদ্দ অর্থের ক্ষেত্রে সেই রাজ্যের জনঘনত্ব, আয়তন, আর্থিক গতিবিধি, গড় ব্যবস্থা বিভিন্ন বিষয় পর্যালোচনা করেই রাজ্যের জন্য প্রদেয় অর্থের পরিমাণ ধার্য করা হয় । খুব স্বাভাবিকভাবেই এক্ষেত্রেও সেই বিষয়গুলি পর্যালোচনায় থাকবে । রাজ্যের তরফ থেকে দীর্ঘদিন ধরে যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ আনা হচ্ছে, কেন্দ্রীয় এই প্রতিনিধি দলের সামনে রাজ্য সরকার তা তুলে ধরে কি না, সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.