ETV Bharat / state

ফের বঙ্গে বৃষ্টির ভ্রুকূটি, ক'দিন ঝরবে বারিধারা ? - Bengal Weather Update

WB Weather Update: তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস ৷ কোনদিন কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানতে পড়ুন এই প্রতিবেদন ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 6:28 AM IST

Updated : Feb 20, 2024, 6:50 AM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: রাতের তাপমাত্রা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে । সপ্তাহের মাঝখানে এবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । বসন্তে ফের ভিজবে বাংলা । ঠান্ডা-গরম মেশানো আবহাওয়ায় শীতের বিদায় ও গ্রীষ্মের আবাহনী । হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ দানা বাঁধছে । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে । এই কারণে বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে বৃহস্পতি ও শুক্রবারে বৃষ্টি হতে পারে । এদিকে দিনে রোদের তাপ যথেষ্ট গায়ে লাগছে । ঘাম জমছে শরীরে ।

হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে পারদ চড়ে 30 ডিগ্রির ঘরে প্রবেশ করবে । ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পারদের এই ঊর্ধ্বমুখী গতি যে তীব্র গ্রীষ্মের ইঙ্গিত দিচ্ছে তা বলাই যায় ৷ আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানিয়েছেন, আজ মঙ্গলবার দুই বঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করলেও বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে । দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, বুধবার মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে । কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ও 20 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ।

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3.5 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 91 শতাংশ । আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 এবং 22 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

আরও পড়ুন :

  1. বিশ্ব উষ্ণায়ন অবশ্যম্ভাবী, থামবে না প্রাকৃতিক বিপর্যয়ও; মোকাবিলার পথ শুধুই অভিযোজন
  2. কেন ভি আকারে ওড়ে পাখির দল, জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা
  3. দেশে প্রথম নদীর নীচে মেট্রো চলবে শহরে, মার্চের গোড়ায় উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি

কলকাতা, 20 ফেব্রুয়ারি: রাতের তাপমাত্রা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে । সপ্তাহের মাঝখানে এবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । বসন্তে ফের ভিজবে বাংলা । ঠান্ডা-গরম মেশানো আবহাওয়ায় শীতের বিদায় ও গ্রীষ্মের আবাহনী । হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ দানা বাঁধছে । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে । এই কারণে বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে বৃহস্পতি ও শুক্রবারে বৃষ্টি হতে পারে । এদিকে দিনে রোদের তাপ যথেষ্ট গায়ে লাগছে । ঘাম জমছে শরীরে ।

হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে পারদ চড়ে 30 ডিগ্রির ঘরে প্রবেশ করবে । ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পারদের এই ঊর্ধ্বমুখী গতি যে তীব্র গ্রীষ্মের ইঙ্গিত দিচ্ছে তা বলাই যায় ৷ আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানিয়েছেন, আজ মঙ্গলবার দুই বঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করলেও বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে । দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, বুধবার মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে । কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ও 20 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ।

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3.5 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 91 শতাংশ । আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 এবং 22 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

আরও পড়ুন :

  1. বিশ্ব উষ্ণায়ন অবশ্যম্ভাবী, থামবে না প্রাকৃতিক বিপর্যয়ও; মোকাবিলার পথ শুধুই অভিযোজন
  2. কেন ভি আকারে ওড়ে পাখির দল, জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা
  3. দেশে প্রথম নদীর নীচে মেট্রো চলবে শহরে, মার্চের গোড়ায় উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি
Last Updated : Feb 20, 2024, 6:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.