ETV Bharat / state

রেমালের প্রভাবে বানভাসি কলকাতা, রাতভর বৃষ্টি; সোমেও বাংলা দুর্যোগপূর্ণ - West Bengal Weather Update

Weather Update After Cyclone Remal Landfall: রেমালের তাণ্ডবে সপ্তাহ শুরুর প্রথমদিনে বিপর্যস্ত জনজীবন ৷ রাতভর বৃষ্টিতে শহর কলকাতার চারিদিকে হাঁটু সমান জল ৷ বহু রাস্তায় গাছ পড়ে গিয়েছে। তার সঙ্গে রাস্তায় জল জমে রয়েছে। রেমাল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে শক্তি ক্ষয় করে আগামী তিন ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷ বিদ্যুতের তার, খুঁটি ছিঁড়ে নানা এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সোমবারও দুর্যোগপূর্ণ কাটবে বাংলা ৷

Weather Update After Cyclone Remal Landfall
সোমেও বাংলা দুর্যোগপূর্ণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 9:31 AM IST

Updated : May 27, 2024, 10:47 AM IST

কলকাতা, 27 মে: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বানভাসি দশা কলকাতার। পূর্বাভাস মতোই রবিবার রাতে সাড়ে দশটা নাগাদ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের খেপুপাড়া এবং এপাড় বাংলার সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়ে। প্রায় ঘণ্টা দু'য়েক ধরে চলে এই আছড়ে পড়া বা ল্যান্ডফলের প্রক্রিয়া। রেমাল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে শক্তিক্ষয় করে আগামী কয়েক ঘণ্টায় শক্তিক্ষয় করে আরও দুর্বল হবে ৷

সোমেও বাংলা দুর্যোগপূর্ণ (ইটিভি ভারত)

রাত সাড়ে এগারোটা নাগাদ আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, দক্ষিণবঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদে আজ সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।

কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, দুই 24 পরগনা কলকাতা এবং হাওড়ায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলায় জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে।

হাওয়ার গতির সতর্কতাও জারি করেছে আলিপুর। মালদা এবং দুই দিনাজপুরে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 35 কিলোমিটার থেকে 45 কিলোমিটার থাকবে। দমকা হাওয়া 55 কিলোমিটারে পৌঁছবে।

আরও পড়ুন: ছেলেকে আনতে বেরনোই কাল হল! কলকাতায় রেমালের তাণ্ডব প্রাণ কাড়ল প্রৌঢ়ের

এদিকে, শহর কলকাতায় ব্যাপক ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য বহু এলাকাতেই গাছ পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বহু রাস্তায় গাছ পড়ে গিয়েছে। তার সঙ্গে রাস্তায় জল জমে রয়েছে। বিদ্যুতের তার, খুঁটি ছিঁড়ে নানা এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন।

রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3.9 ডিগ্রির নীচে। সর্বোচ্চ তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে সামান্য নীচে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 68 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 19.6 মিলিমিটার। আজ আকাশ মেঘলা। দিনভর বৃষ্টি। হাওয়া ঘণ্টায় 70 থেকে 80 কিলোমিটার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন: শক্তি হারিয়ে কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'রেমাল', বাতিল একগুচ্ছ ট্রেন

কলকাতা, 27 মে: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বানভাসি দশা কলকাতার। পূর্বাভাস মতোই রবিবার রাতে সাড়ে দশটা নাগাদ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের খেপুপাড়া এবং এপাড় বাংলার সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়ে। প্রায় ঘণ্টা দু'য়েক ধরে চলে এই আছড়ে পড়া বা ল্যান্ডফলের প্রক্রিয়া। রেমাল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে শক্তিক্ষয় করে আগামী কয়েক ঘণ্টায় শক্তিক্ষয় করে আরও দুর্বল হবে ৷

সোমেও বাংলা দুর্যোগপূর্ণ (ইটিভি ভারত)

রাত সাড়ে এগারোটা নাগাদ আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, দক্ষিণবঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদে আজ সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।

কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, দুই 24 পরগনা কলকাতা এবং হাওড়ায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলায় জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে।

হাওয়ার গতির সতর্কতাও জারি করেছে আলিপুর। মালদা এবং দুই দিনাজপুরে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 35 কিলোমিটার থেকে 45 কিলোমিটার থাকবে। দমকা হাওয়া 55 কিলোমিটারে পৌঁছবে।

আরও পড়ুন: ছেলেকে আনতে বেরনোই কাল হল! কলকাতায় রেমালের তাণ্ডব প্রাণ কাড়ল প্রৌঢ়ের

এদিকে, শহর কলকাতায় ব্যাপক ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য বহু এলাকাতেই গাছ পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বহু রাস্তায় গাছ পড়ে গিয়েছে। তার সঙ্গে রাস্তায় জল জমে রয়েছে। বিদ্যুতের তার, খুঁটি ছিঁড়ে নানা এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন।

রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3.9 ডিগ্রির নীচে। সর্বোচ্চ তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে সামান্য নীচে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 68 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 19.6 মিলিমিটার। আজ আকাশ মেঘলা। দিনভর বৃষ্টি। হাওয়া ঘণ্টায় 70 থেকে 80 কিলোমিটার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন: শক্তি হারিয়ে কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'রেমাল', বাতিল একগুচ্ছ ট্রেন

Last Updated : May 27, 2024, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.