কলকাতা, 7 মে: ঝড়কে সঙ্গী করে অবশেষে বঙ্গে স্বস্তির বৃষ্টি। সোমবার সন্ধ্যায় বৃষ্টি হয়েছে দুই 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। যদিও এমনটা পূর্বাভাস ছিলই। কিন্তু ক্রমেই তার দীর্ঘসূত্রিতায় অধৈর্য্য হয়ে পড়ছিল জনজীবন। কারণ তীব্র গরমে প্রাণান্তকর পরিস্থিতিতে রেহাই বৃষ্টির হাত ধরেই সম্ভব ছিল। গত দু-তিন দিন ধরে পরিস্থিতি তৈরি হলেও বৃষ্টি হচ্ছিল না। রাজ্যের কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। এই অবস্থায় ঝেঁপে বৃষ্টি হল গতকাল। বৃষ্টির স্বস্তিতে জনজীবন অস্বস্তিতে পড়লেও উপভোগ করছেন সবাই।
ঘণ্টায় 77 কিলোমিটার বেগে ঝড় হয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি সপ্তাহের প্রায় পুরোটাই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে। আগামিকাল অর্থাৎ বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একইরকম বৃষ্টি পরিস্থিতি থাকবে। এছাড়াও আগামী 11 এবং 12 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
হাওয়ার যে পরিস্থিতি বঙ্গের সব জেলাতেই অল্পবিস্তর বৃষ্টি হবে। দুই 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান এবং বীরভূমে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে দমকা হাওয়া ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে। দক্ষিণবঙ্গের সর্বত্র 10 তারিখ পর্যন্ত প্রতিদিনই বজ্রবিদ্যুত-সহ ঝড়-বৃষ্টি হবে। বাদ যাবে না উত্তরবঙ্গও। তবে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দমকা হাওয়া পাওয়া গেলেও কালবৈশাখীর সম্ভাবনা সেভাবে নেই।"
ঝড়-বৃষ্টির ছোঁয়ায় কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি নীচে নেমে গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 35.4 ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা 29.8 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 98 শতাংশ। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 54 শতাংশ। আজ, মঙ্গলবার দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 22 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন: