ETV Bharat / state

44 বছর আগের পারদ ছুঁল মহানগর ! তাপপ্রবাহে ‘স্বস্তি’র বৃষ্টি কবে; জানাল হাওয়া অফিস - Heat Wave in West Bengal - HEAT WAVE IN WEST BENGAL

West Bengal Weather Update: তীব্র দাবদাহে দক্ষিণবঙ্গ যখন পুড়ছে ঠিক তখনই উলটো ছবি উত্তরে ৷ পাহাড়বাসীর প্রাণ জুড়িয়েছে বৃষ্টি ৷ উত্তরের ওপরের চার জেলা আজ ও আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজবে ৷ সেইসঙ্গে দক্ষিণেও স্বস্তির বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ চাঁদিফাটা গরমে নাভিশ্বাস ওঠা বঙ্গবাসী পাবেন শান্তি ৷ কিন্তু কবে হবে বৃষ্টি ?

West Bengal Weather Update
West Bengal Weather Update
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 7:46 AM IST

Updated : Apr 30, 2024, 2:09 PM IST

West Bengal Weather Update

কলকাতা, 30 এপ্রিল: সপ্তাহ শেষে বৃষ্টিতে দক্ষিণবঙ্গ ভিজতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের এই খবরে স্বস্তির আশা বাড়বে তা স্বাভাবিক। কিন্তু তার আগে অস্বস্তিকর গরমে জ্বলতে হবে বাংলাকে। কবে বঙ্গে স্বস্তির বৃষ্টি, জানাল হাওয়া অফিস ৷

44 বছর পর এপ্রিল মাসের পারদ ফের 41.7 ডিগ্রিতে পৌঁছেছে । 1980 সালের এপ্রিল মাসে মহানগরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 41.7 ডিগ্রিতে । এর আগে 1954 সালের 25 এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রিতে পৌঁছেছিল । সোমবার গরমে রাজ্যে বলি এক । হাওয়া অফিসের পূর্বাভাস মতো দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার ও আগামিকাল তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া ও মুর্শিদাবাদে। তাপপ্রবাহের কমলা সতর্কতা দক্ষিণ 24 পরগনার কয়েকটি জায়গায় জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি অংশে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে।

উত্তরবঙ্গের ছবিটা ভিন্ন। ওপরের চারটি জেলায় আজ ও আগামিকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে সঙ্গে এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার রাজ্যের যে কটি জায়গায় তীব্র তাপপ্রবাহ ছিল তার মধ্যে উত্তরবঙ্গের মালদা (সর্বোচ্চ তাপমাত্রা 42.2 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 7.2 ডিগ্রি বেশি), দক্ষিণবঙ্গের উলুবেড়িয়া, মেদিনীপুর, ডায়মন্ড হারবার, বাঁকুড়া, ক্যানিং, কলাইকুণ্ডা, পানাগড়, আসানসোল, ব্যারাকপুর ও সিউড়িতে। রাজ্যের উষ্ণতম অঞ্চল ছিল কলাইকুণ্ডা। সর্বোচ্চ তাপমাত্রা 45.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 8.6 ডিগ্রি বেশি। আর তাপপ্রবাহ ছিল, উত্তরবঙ্গের বালুরঘাট, দক্ষিণবঙ্গের কলকাতা, দমদম, কৃষ্ণনগর, শ্রীনিকেতন, বহরমপুর, সল্টলেক, হলদিয়া, মগরা, বর্ধমান ও ঝাড়গ্রামে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আজ থেকে আগামী পাঁচদিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও 5 মে নাগাদ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, পূর্ব মেদিনীপুর, দুই 24 পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশ করতে শুরু করবে। তাতেই বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে। তারপরে 6, 7 ও 8 তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাতের ফলে দহনজ্বালা থেকে রেহাই মিলবে। তবে এই রেহাই সাময়িক। কারণ ফের তাপমাত্রা বাড়বে।

সোমবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 6.1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল, 29.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 81 শতাংশ। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 24 শতাংশ। আজ, মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 41 ডিগ্রি এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন:

  1. মঙ্গলে কাদের ভাগ্যে সার্বিক দিক থেকে উন্নতির যোগ, জানুন রাশিফলে
  2. মেয়রের আশঙ্কায় শিয়রে বিপদ! চেন্নাইয়ের জলসঙ্কটের ছবি কি এবার কলকাতায়?

West Bengal Weather Update

কলকাতা, 30 এপ্রিল: সপ্তাহ শেষে বৃষ্টিতে দক্ষিণবঙ্গ ভিজতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের এই খবরে স্বস্তির আশা বাড়বে তা স্বাভাবিক। কিন্তু তার আগে অস্বস্তিকর গরমে জ্বলতে হবে বাংলাকে। কবে বঙ্গে স্বস্তির বৃষ্টি, জানাল হাওয়া অফিস ৷

44 বছর পর এপ্রিল মাসের পারদ ফের 41.7 ডিগ্রিতে পৌঁছেছে । 1980 সালের এপ্রিল মাসে মহানগরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 41.7 ডিগ্রিতে । এর আগে 1954 সালের 25 এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রিতে পৌঁছেছিল । সোমবার গরমে রাজ্যে বলি এক । হাওয়া অফিসের পূর্বাভাস মতো দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার ও আগামিকাল তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া ও মুর্শিদাবাদে। তাপপ্রবাহের কমলা সতর্কতা দক্ষিণ 24 পরগনার কয়েকটি জায়গায় জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি অংশে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে।

উত্তরবঙ্গের ছবিটা ভিন্ন। ওপরের চারটি জেলায় আজ ও আগামিকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে সঙ্গে এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার রাজ্যের যে কটি জায়গায় তীব্র তাপপ্রবাহ ছিল তার মধ্যে উত্তরবঙ্গের মালদা (সর্বোচ্চ তাপমাত্রা 42.2 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 7.2 ডিগ্রি বেশি), দক্ষিণবঙ্গের উলুবেড়িয়া, মেদিনীপুর, ডায়মন্ড হারবার, বাঁকুড়া, ক্যানিং, কলাইকুণ্ডা, পানাগড়, আসানসোল, ব্যারাকপুর ও সিউড়িতে। রাজ্যের উষ্ণতম অঞ্চল ছিল কলাইকুণ্ডা। সর্বোচ্চ তাপমাত্রা 45.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 8.6 ডিগ্রি বেশি। আর তাপপ্রবাহ ছিল, উত্তরবঙ্গের বালুরঘাট, দক্ষিণবঙ্গের কলকাতা, দমদম, কৃষ্ণনগর, শ্রীনিকেতন, বহরমপুর, সল্টলেক, হলদিয়া, মগরা, বর্ধমান ও ঝাড়গ্রামে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আজ থেকে আগামী পাঁচদিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও 5 মে নাগাদ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, পূর্ব মেদিনীপুর, দুই 24 পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশ করতে শুরু করবে। তাতেই বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে। তারপরে 6, 7 ও 8 তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাতের ফলে দহনজ্বালা থেকে রেহাই মিলবে। তবে এই রেহাই সাময়িক। কারণ ফের তাপমাত্রা বাড়বে।

সোমবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 6.1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল, 29.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 81 শতাংশ। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 24 শতাংশ। আজ, মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 41 ডিগ্রি এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন:

  1. মঙ্গলে কাদের ভাগ্যে সার্বিক দিক থেকে উন্নতির যোগ, জানুন রাশিফলে
  2. মেয়রের আশঙ্কায় শিয়রে বিপদ! চেন্নাইয়ের জলসঙ্কটের ছবি কি এবার কলকাতায়?
Last Updated : Apr 30, 2024, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.