কলকাতা, 23 মার্চ: আপাতত দক্ষিণবঙ্গবাসীর বৃষ্টি থেকে রেহাই মিললেও, অবস্থার উন্নতি নেই উত্তরবঙ্গের । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস শনিবার সন্ধ্যে থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমবে ৷ কলকাতার আকাশও থাকবে মেঘমুক্ত । তবে সোমবার দেলের দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবমনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
দক্ষিণবঙ্গের আবহাওয়া: ইতিমধ্যেই হাওয়া অফিস আগামী 5 দিনের আবহাওয়া পূর্বাভাস জারি করেছে ৷ সেখানেই উল্লেখ করেছে 25 মার্চ সোমবার দোলের দিন দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, ও নদিয়াতে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে । তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে গেলেও, আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই বৃষ্টি ফিরবে ৷ মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বৃষ্টির জেরে আগামী 5 দিন তাপমাত্রা 4-6 ডিগ্রি বাড়তে পারে ।
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের প্রতিটি জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হবে । সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার থেকে তুষারপাত শুরু হয়েছে সান্দাকফু-দার্জিলিঙে । আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণাবর্ত স্থলভাগ থেকে যতদূরে অবস্থান করবে ততই বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে । বর্তমানে নিচুস্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আছে । যার কারণে উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে ৷ উত্তরবঙ্গে আগামী 5 দিন বৃষ্টি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হলুদ সতর্কতা জারি হয়েছে। বাকি তিনটি জেলায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে । বৃষ্টি হলেও তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি বাড়বে।
আজকের তাপমাত্রা: শুক্রবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 5.9 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 4.1 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 97 শতাংশ। আজ শনিবার আকাশ পরিষ্কার থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন: