কলকাতা, 30 জানুয়ারি: ভোরের কুয়াশা সরে দিনের আলো ভালোভাবে ফুটতেই ঠান্ডার অনুভূতি হচ্ছে। তবে তা গত কয়েকদিনের মত কনকনে নয়। হালকা ঠান্ডার আমেজ থাকছে। বেলা গড়ালে ঠান্ডার সেই আমেজ কেটে গিয়ে হালকা গরমও লাগছে। আপাতত বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় বৃষ্টির ভ্রুকুটি বঙ্গের আকাশে। ক'দিন এই বৃষ্টি চলবে তা জানাল হাওয়া অফিস ৷
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ চন্দ্র দাস জানান, "আজ, মঙ্গলবার বঙ্গোপসাগরের ওপর একটি উচ্চচাপ বলয় তৈরি হতে চলেছে। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করবে। ফলে মঙ্গলবার থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামিকাল অর্থাৎ বুধবারের পর বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়াতে পারে। অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী 2 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে।
এদিকে, গত কয়েকদিনে শীতবস্ত্র গায়ে রাখার বদলে খুলে রাখলে বরং স্বস্তি লাগছে। সন্ধ্যা কিংবা রাতেও ঠান্ডা যে জাঁকিয়ে বোধ হচ্ছে তা কিন্তু নয়। মাঘ মাসের মাঝামাঝি সময়ে ঠান্ডার এই ভোলবদলে আবহাওয়াবিদরা শীতের বিদায়ে সুর দেখছেন। তবে এই বৃষ্টির পর ঠান্ডা ফের জাঁকিয়ে পড়বে এই আশা না-করাই ভালো বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তাঁদের মতে, দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। দিনের বেলা শীতের যে অনুভূতি তা মিলবে না। বদলে গরম লাগবে। যা শীত বিদায়ের ইঙ্গিত। সোমবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি নীচে।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 93 শতাংশ। আজ ভোরে কুয়াশা থাকলেও দিনের আকাশ আংশিক মেঘলা। কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি এবং 15 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন: