ETV Bharat / state

খুঁটিপুজো করে প্রস্তুতি একুশ জুলাইয়ের, মঞ্চে থাকবে ব়্যাম্প - 21 July TMC Rally

TMC preparation for 21 July: হাতে সময় খুব কম ৷ তাই রীতিমতো তিরের বেগে চলছে তৃণমূলের 21 জুলাইয়ের শেষ পর্যায়ের প্রস্তুতি ৷ দলীয় সূত্রে খবর, সভার মঞ্চ তৈরিতে থাকছে একাধিক চমক । এবারই প্রথম একুশের মঞ্চে সিঁড়ির বদলে ব্যবহার করা হবে ব়্যাম্প ।

TMC preparation for 21 July
একুশের জুলাইয়ের প্রস্তুতি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 12:05 PM IST

কলকাতা, 17 জুলাই: ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে খুঁটিপুজো করে মঞ্চ প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে । শাসক দলের মতে, প্রতি বছরের মতো এবারও রেকর্ড জমায়েত হবে একুশে জুলাইয়ের শহিদ তর্পনের অনুষ্ঠানে ৷ আর সে কথা মাথায় রেখেই মঞ্চ থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস ।

এবারের 21 জুলাই তৃণমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই মঞ্চ থেকেই লোকসভা নির্বাচনের বিজয় উৎসব পালন করবে শাসক দল । ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার এই বিশাল জয়কে মা মাটি মানুষ এবং একুশের শহিদদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন । কাজেই একুশের মঞ্চ নিয়ে আগ্রহ রয়েছে মানুষের । দলীয় সূত্রে খবর, এই মঞ্চ তৈরিতেও থাকছে একাধিক চমক ।

TMC preparation for 21 July
চলছে মঞ্চ তৈরির কাজ (নিজস্ব চিত্র)

এবারই প্রথম একুশের মঞ্চে সিঁড়ির বদলে ব্যবহার করা হবে ব়্যাম্প । মূলত তিনটি মঞ্চ তৈরি হবে ভিক্টোরিয়াল হাউজের সামনের রাজপথে । মূল মঞ্চের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে হতে চলেছে 52 ফুট, 24 ফুট ও 12 ফুট । এই মূল মঞ্চে উপস্থিত থাকবেন সাংসদ, মন্ত্রী এবং আমন্ত্রিতরা । পরবর্তী যে মঞ্চটি তৈরি হবে সেটিতে বসবেন কাউন্সিলাররা । এই মঞ্চের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হতে চলেছে যথাক্রমে 40 ফুট, 24 ফুট ও 10 ফুট । এছাড়া একটি আলাদা মঞ্চ তৈরি হচ্ছে শহিদদের পরিবারের জন্য । যেখানে একুশে জুলাই থেকে শুরু করে খাদ্য আন্দোলনের শহিদদেরও পরিবারের সদস্যরা বসবেন । এই মঞ্চের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হতে চলেছে যথাক্রমে 48 ফুট, 24 ফুট ও 11 ফুট ।

TMC preparation for 21 July
শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে (নিজস্ব চিত্র)

সম্প্রতি পায়ের চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেকারণে এবারও সিঁড়ির বদলে ব়্যাম্পের ব্যবস্থা রাখা হবে বলে জানা গিয়েছে । দলীয় সূত্রে খবর, রাজ্যের দূরবর্তী জেলাগুলি থেকে আগামী শুক্রবার থেকেই কর্মী-সমর্থকরা কলকাতায় আসতে শুরু করবেন । এক্ষেত্রে তাঁদের রাখার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, ইকোপার্ক, সেন্ট্রাল পার্ক ও বড় বাজারের ধর্মশালা গুলিতে রাখার ব্যবস্থা করা হয়েছে ।

এবার একুশে জুলাইকে সফল করার জন্য ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোট বড় জনসভা শুরু করেছে রাজ্যের শাসক দল । পাশাপাশি, পুরসভার বিভিন্ন এলাকাতেও একুশে জুলাইয়ের প্রচার কর্মসূচি চলছে । সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে একুশে জুলাইকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের ব্যস্ততা বাড়ছে ক্রমশ ।

কলকাতা, 17 জুলাই: ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে খুঁটিপুজো করে মঞ্চ প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে । শাসক দলের মতে, প্রতি বছরের মতো এবারও রেকর্ড জমায়েত হবে একুশে জুলাইয়ের শহিদ তর্পনের অনুষ্ঠানে ৷ আর সে কথা মাথায় রেখেই মঞ্চ থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস ।

এবারের 21 জুলাই তৃণমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই মঞ্চ থেকেই লোকসভা নির্বাচনের বিজয় উৎসব পালন করবে শাসক দল । ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার এই বিশাল জয়কে মা মাটি মানুষ এবং একুশের শহিদদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন । কাজেই একুশের মঞ্চ নিয়ে আগ্রহ রয়েছে মানুষের । দলীয় সূত্রে খবর, এই মঞ্চ তৈরিতেও থাকছে একাধিক চমক ।

TMC preparation for 21 July
চলছে মঞ্চ তৈরির কাজ (নিজস্ব চিত্র)

এবারই প্রথম একুশের মঞ্চে সিঁড়ির বদলে ব্যবহার করা হবে ব়্যাম্প । মূলত তিনটি মঞ্চ তৈরি হবে ভিক্টোরিয়াল হাউজের সামনের রাজপথে । মূল মঞ্চের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে হতে চলেছে 52 ফুট, 24 ফুট ও 12 ফুট । এই মূল মঞ্চে উপস্থিত থাকবেন সাংসদ, মন্ত্রী এবং আমন্ত্রিতরা । পরবর্তী যে মঞ্চটি তৈরি হবে সেটিতে বসবেন কাউন্সিলাররা । এই মঞ্চের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হতে চলেছে যথাক্রমে 40 ফুট, 24 ফুট ও 10 ফুট । এছাড়া একটি আলাদা মঞ্চ তৈরি হচ্ছে শহিদদের পরিবারের জন্য । যেখানে একুশে জুলাই থেকে শুরু করে খাদ্য আন্দোলনের শহিদদেরও পরিবারের সদস্যরা বসবেন । এই মঞ্চের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হতে চলেছে যথাক্রমে 48 ফুট, 24 ফুট ও 11 ফুট ।

TMC preparation for 21 July
শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে (নিজস্ব চিত্র)

সম্প্রতি পায়ের চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেকারণে এবারও সিঁড়ির বদলে ব়্যাম্পের ব্যবস্থা রাখা হবে বলে জানা গিয়েছে । দলীয় সূত্রে খবর, রাজ্যের দূরবর্তী জেলাগুলি থেকে আগামী শুক্রবার থেকেই কর্মী-সমর্থকরা কলকাতায় আসতে শুরু করবেন । এক্ষেত্রে তাঁদের রাখার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, ইকোপার্ক, সেন্ট্রাল পার্ক ও বড় বাজারের ধর্মশালা গুলিতে রাখার ব্যবস্থা করা হয়েছে ।

এবার একুশে জুলাইকে সফল করার জন্য ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোট বড় জনসভা শুরু করেছে রাজ্যের শাসক দল । পাশাপাশি, পুরসভার বিভিন্ন এলাকাতেও একুশে জুলাইয়ের প্রচার কর্মসূচি চলছে । সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে একুশে জুলাইকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের ব্যস্ততা বাড়ছে ক্রমশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.