ETV Bharat / state

প্রশাসনিক বৈঠকে বোলপুরে, তাও কেষ্ট-মমতা সাক্ষাৎ না-হওয়ায় হতাশ কর্মীরা - Mamata Did not Meet Anubrata

author img

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

Mamata Didn't Meet Anubrata: বোলপুরে প্রশাসনিক বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাও সেই দিনে, যেদিন বাড়ি ফিরেছেন তাঁর একসময়ের 'প্রিয় কেষ্ট'৷ 2 বছর পর ৷ তবু এদিন সাক্ষাৎ হল না দু'জনের মধ্যে ৷ ফলে হতাশ কর্মীরা ৷

ETV BHARAT
কেষ্ট-মমতা সাক্ষাৎ না-হওয়ায় হতাশ কর্মীরা (নিজস্ব চিত্র)

বোলপুর, 24 সেপ্টেম্বর: একই দিনে কেষ্টর ঘরে ফেরা ও মুখ্যমন্ত্রীর বীরভূম সফর ৷ তাও দু'জনের সাক্ষাৎ না-হওয়ায় হতাশ অনুব্রত-অনুগামীরা । দু'দিন ধরে জেলাজুড়ে তীব্র জল্পনা ছিল ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর 'প্রিয় কেষ্ট'র সাক্ষাৎ হবে । তবে তড়িঘড়ি প্রশাসনিক বৈঠক করে কলকাতার উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী ৷ অনুব্রত মণ্ডলকে নিয়ে একটি বাক্যও ব্যয় করলেন না তিনি ৷

2022 সালের 11 অগস্ট বোলপুরে নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করেছিল সিবিআই ৷ 2 বছর 1 মাস 13 দিন পর আজ তিনি বাড়ি ফিরলেন । আর তিনি ফিরতেই সকালে নিচুপট্টির বাড়ির সামনে কার্যত উৎসবে মেতেছিলেন দলের নেতা-কর্মীরা । এদিকে, অনুব্রতর ঘরে ফেরার দিনই হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের কথা ঘোষণা হয় ৷ সেই মতো বোলপুর শহরজুড়ে একাধিক স্বাগত তোরণ তৈরি হয় ৷ তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবিও দেখা যায় ৷

দু'দিন ধরে জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা ছিল কেষ্ট-মমতা সাক্ষাৎ হবেই, এই নিয়ে ৷ কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন, "কেষ্টকে বীরের মত বরণ" করতে ৷ কিন্তু, দেখা গেল বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মাত্র এক ঘণ্টা প্রশাসনিক বৈঠকের পরে 20 মিনিট সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী । অনুব্রত মণ্ডলকে নিয়ে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী বলেন, "এটা প্রশাসনিক বৈঠক ।" অর্থাৎ, বোলপুরে এসে কেষ্টকে নিয়ে একটি বাক্যও ব্যয় করলেন না দলনেত্রী ৷

অন্যদিকে, সকাল থেকে দলের নেতা-কর্মীরা অনুব্রতর বাড়ির সামনে সবুজ আবির খেলে, শঙ্খনাদ করে, স্লোগান দিয়ে, গুড়-বাতাসা, নকুলদানা বিলি করে, ঢাক বাজিয়ে উল্লাসে মেতেছিলেন ৷ কিন্তু, কেষ্ট-মমতা সাক্ষাৎ না-হওয়ায় হতাশ সকলেই ৷ তবে কেন এমনটা হল, বুঝতে না পারার জন্য কেউ কোনও মন্তব্য করতে চাননি ৷ বেলা গড়াতেই অনুব্রতর বাড়ির সামনে থেকে ধীরে ধীরে কর্মী-সমর্থকেরা বাড়ি ফিরে যান ৷

বোলপুর, 24 সেপ্টেম্বর: একই দিনে কেষ্টর ঘরে ফেরা ও মুখ্যমন্ত্রীর বীরভূম সফর ৷ তাও দু'জনের সাক্ষাৎ না-হওয়ায় হতাশ অনুব্রত-অনুগামীরা । দু'দিন ধরে জেলাজুড়ে তীব্র জল্পনা ছিল ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর 'প্রিয় কেষ্ট'র সাক্ষাৎ হবে । তবে তড়িঘড়ি প্রশাসনিক বৈঠক করে কলকাতার উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী ৷ অনুব্রত মণ্ডলকে নিয়ে একটি বাক্যও ব্যয় করলেন না তিনি ৷

2022 সালের 11 অগস্ট বোলপুরে নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করেছিল সিবিআই ৷ 2 বছর 1 মাস 13 দিন পর আজ তিনি বাড়ি ফিরলেন । আর তিনি ফিরতেই সকালে নিচুপট্টির বাড়ির সামনে কার্যত উৎসবে মেতেছিলেন দলের নেতা-কর্মীরা । এদিকে, অনুব্রতর ঘরে ফেরার দিনই হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের কথা ঘোষণা হয় ৷ সেই মতো বোলপুর শহরজুড়ে একাধিক স্বাগত তোরণ তৈরি হয় ৷ তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবিও দেখা যায় ৷

দু'দিন ধরে জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা ছিল কেষ্ট-মমতা সাক্ষাৎ হবেই, এই নিয়ে ৷ কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন, "কেষ্টকে বীরের মত বরণ" করতে ৷ কিন্তু, দেখা গেল বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মাত্র এক ঘণ্টা প্রশাসনিক বৈঠকের পরে 20 মিনিট সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী । অনুব্রত মণ্ডলকে নিয়ে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী বলেন, "এটা প্রশাসনিক বৈঠক ।" অর্থাৎ, বোলপুরে এসে কেষ্টকে নিয়ে একটি বাক্যও ব্যয় করলেন না দলনেত্রী ৷

অন্যদিকে, সকাল থেকে দলের নেতা-কর্মীরা অনুব্রতর বাড়ির সামনে সবুজ আবির খেলে, শঙ্খনাদ করে, স্লোগান দিয়ে, গুড়-বাতাসা, নকুলদানা বিলি করে, ঢাক বাজিয়ে উল্লাসে মেতেছিলেন ৷ কিন্তু, কেষ্ট-মমতা সাক্ষাৎ না-হওয়ায় হতাশ সকলেই ৷ তবে কেন এমনটা হল, বুঝতে না পারার জন্য কেউ কোনও মন্তব্য করতে চাননি ৷ বেলা গড়াতেই অনুব্রতর বাড়ির সামনে থেকে ধীরে ধীরে কর্মী-সমর্থকেরা বাড়ি ফিরে যান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.