পোলবা, 26 জুন: পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা শূরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ৷ পঞ্চায়েত অফিসের মধ্যেই দই, আইসক্রিম খাইয়ে চলছে ভরপুর রোম্যান্স ৷ সঙ্গে মান ভাঙানোর পালা। শুধু তাই নয়, তৃণমূল সদস্যদেরও পাত্তা না দেওয়ায় গুরুতর অভিযোগ পোলবার পঞ্চায়েত প্রধান ৷ পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা শূরের অপসারণ চেয়ে বুধবার বিক্ষোভ দেখান দলেরই কর্মীরা ৷ প্রধানের দাবি, তাঁর স্বামীর সঙ্গে দই খাওয়ার ছবি তুলে এই অপ্রচার করা হচ্ছে ৷
ঘটনা প্রসঙ্গেই এক তৃণমূল কর্মী একটি ছবি দেখান ৷ যেখানে দেখা যাচ্ছে পঞ্চায়েত প্রধানকে দই খাইয়ে দিচ্ছেন তাঁর স্বামী ৷ অভিযোগ, বাড়িতে অশান্তি হলেও সেটা পঞ্চায়েত অফিসে এসে মেটায় প্রধান ৷ শুধু তাই নয়, প্রধানের কার্যালয়ে দই ও আইসক্রিম খাইয়ে রাগ ভাঙান তাঁর স্বামী। পঞ্চায়েত অফিসকে রোম্যান্সের জায়গা বানিয়ে ফেলার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে । তৃণমূল কর্মী সন্দীপ মালাকার বলেন, "আমরা অনেক প্রধান দেখেছি, কিন্তু এরকম দেখিনি। আমাদের দলীয় কর্মীদের সঙ্গে কোনও রকম আলোচনা করে না। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ওনার বুথে এবারে লোকসভা ভোটে আমরা হেরেছি। আমরা প্রধানের পদত্যাগ চাই।"
ওই তৃণমূল কর্মীর কথার রেশ টেনেই তৃণমূল রাজহাটের অঞ্চল সভাপতি রূপকুমার বলেন, "প্রধান নিজের একটি বৃত্ত তৈরি করেছেন ৷ তাঁদের কথাই শোনেন ৷ আমাদের কথা শোনেন না। প্রধান কারও সঙ্গে কোনও আলোচনা করেন না ৷ নিজের যা মনে হয় তাই করেন। লোকসভা ভোটেও ওনার কোনও ভুমিকা ছিল না। বিধায়কের কথাও শুনেছেন না ৷"
যাঁর বিরুদ্ধে এই অভিযোগ, সেই রাজহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা শূর বলেন, "কোন সমস্যা তৈরি হলে আমি সমাধান করার চেষ্টা করি না, এটা যদি বলা হয়ে থাকে, তাহলে তা মিথ্যা। পঞ্চায়েত সদস্যরা অফিসেই আসেন না। পঞ্চায়েতের কাজ এই সবে শুরু হয়েছে। আমার পঞ্চায়েত লোকসভা ভোটে হাজারের বেশি ভোটে লিড দিয়েছে। ওরা চাইছে আমাকে কী করে সরানো যায়। কিন্তু আমাকে কেন সরাতে চাইছে, সেটা বুঝতে পারছি না।"
তিনি আরও উল্লেখ করেন, "আমরা স্বামী-স্ত্রী যাই করি। ওনাদের কী সমস্যা বুঝতে পারছি না। বিধায়কের সঙ্গে সেরকম আদানপ্রদান আমার নেই।যেহেতু উনি আমাকে প্রধান করেননি, অন্য কাউকে সিলেক্ট করেছিলেন। সেই কারণে ওনারা সঙ্গে সেভাবে কথা হয় না। কিন্তু কেন এরকম করছে, বুঝতে পারছি না। সমস্যা থাকলে আলোচনা করুক। আমি প্রসাশনের সকলকে বিষয়টি জানাচ্ছি ।"
প্রসঙ্গত, রাজহাট পঞ্চায়েতে 21টি আসন আছে। তার মধ্যে 3টি সদস্য বিজেপির। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। আজ 15 জন সদস্য প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। যদিও বিধায়ক অসিত মজুমদারের দাবি বিষয়টি তিনি জানেন না৷