কুলতলি, 3 জুন: ভোট মিটে গেলেও অশান্তি যেন পিছু ছাড়ছে না দক্ষিণ 24 পরগনার কুলতলি এলাকার বাসিন্দাদের । তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থকদের বাড়িতে গিয়ে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় কুলতলির গোপালগঞ্জ এলাকায় 144 নম্বর বুথ এলাকায় ৷ এই ঘটনায় দু'জন আহত হন । স্থানীয় বাসিন্দারা তাঁদেরকে আহত অবস্থায় উদ্ধার করে রাতেই কুলতলির জামতলার ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন জখম মা ও মেয়ে ।
অভিযোগ, রবিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের সমর্থকদের বাড়ির সামনে গিয়ে বিজেপি কর্মীরা তাঁদের গালিগালাজ করতে থাকেন । তারই প্রতিবাদ করেন তৃণমূলের মহিলা কর্মী কবিতা মণ্ডল । এরপরেই বাড়ির মধ্যে ঢুকে তাঁকে মারধর করেন বিজেপি কর্মী সমর্থকেরা বলে অভিযোগ ৷ মাকে মারধর করা হচ্ছে দেখে তাঁকে বাঁচাতে আসেন মেয়ে । অভিযোগ, তিনিও বিজেপি কর্মীদের হামলার মুখে পড়েন। তাঁকেও বেধড়ক মারধর করা হয়।
এই ঘটনায় কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছেন কবিতা মণ্ডল। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। ঘটনায় বিজেপির দিকে তোপ দেগে তৃণমূলের অঞ্চল সভাপতি সুধরচন্দ্র হালদার বলেন, "বাড়িতে কোনও পুরুষ ছিল না ৷ সেই সুযোগ নিয়ে মহিলাদের গালিগালাজ ও মারধর করা হয়েছে ৷ বিজেপি নারী সুরক্ষা নিয়ে চিৎকার করে অথচ মহিলাদের উপর আক্রমণ হানে ৷ এটা কোনওমতে বরদাস্ত নয় ৷ আমরা থানায় অভিযোগ জানিয়েছি ৷"
যদিও এই হামলার সমস্ত দায় অস্বীকার করেছে বিজেপি । পদ্মশিবিরের নেতা উত্তম হালদার বলেন, "পারিবারিক গণ্ডগোলকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে শাসকদল । এই পারিবারিক ঝামেলার সঙ্গে বিজেপির কোন যোগ নেই । এমন নিম্নমানের কাজ বিজেপি করে না । শাসকদলের কর্মী সমর্থকেরা কুলতলি এলাকায় বহু বিজেপি কর্মীদেরকে মারধর করেছিল ভোটের সময় । এ রাজ্যে শাসকদলের হাতে আক্রান্ত হচ্ছে বিরোধী দলের কর্মী সমর্থকেরা।"