কুশমাণ্ডি, 23 এপ্রিল: বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ভোট প্রচারে যান অভিনেতা দেব। মঙ্গলবার কুশমাণ্ডির হাইস্কুল ময়দানে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে জনসভা করে ভোট প্রচার করেন তিনি। জনসভার মঞ্চে উঠেই বালুরঘাটের বিজেপি প্রার্থী 'সুকান্ত দা' অত্যন্ত প্রিয় মানুষ বলে সৌজন্য বার্তা দেন তৃণমূলের তারকা প্রার্থী । কিন্তু দর্শকের আসন থেকে অভিনেতা দেবকে দেখতে না-পেয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ চেয়ার ছোড়াছুড়ি পর্যন্ত হয় দেবের সামনেই ! যার পরেই তৃণমূলের নেতৃত্ব পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সকলকে শান্ত থাকার জন্য মাইকে ঘোষণা শুরু করেন ৷
উন্নয়নের নিরিখে ভোট দানের কথা সাধারণ মানুষদের জানান দেব। বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ভোট দানের আর্জি জানান, অভিনেতা। এরপরেই রাজ্য সরকারের লক্ষীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প সামনে তুলে ধরেন তিনি । এদিন ঘাটালের তৃণমূল তারকা প্রার্থীর আসার আগে থেকেই মঞ্চে বক্তব্য রাখছিলেন দলের অন্যান্য নেতা-কর্মীরা। পরবর্তীতে অভিনেতা দেব আসার পরে তৃণমূলের পক্ষ থেকে মঞ্চে বক্তব্য রাখেন কুশমাণ্ডি বিধানসভার বিধায়ক রেখা রায়।
রেখা রায়ের বক্তব্য চলাকালীন দর্শকের আসন থেকে দেবকে দেখতে না-পেয়ে চেয়ার ছোড়াছুড়ি হয়। সেই সময় সভামঞ্চে ছিলেন বালুরঘাট বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল-সহ একাধিক নেতা। দলীয় নেতৃত্বের দীর্ঘক্ষণের অনুরোধের পর কর্মী-সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি বন্ধ হয়। এর পর সাংবাদিকদের মুখোমুখি হলেও সভাস্থলে চেয়ার ছোড়াছুড়ির বিষয়টিকে তেমনভাবে গুরুত্ব দিচ্ছেন না বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ৷
এ বিষয়ে বিপ্লব মিত্র জানান, মিঠুন চক্রবর্তী কোনও উন্নয়নের কথা না-বললেও অভিনেতা দেব কিন্তু উন্নয়নের কথা বলে গেলেন। দু'জনের মধ্যে পার্থক্য এটাই। কারণ, অভিনেতা দেব লোকসভায় দাঁড়িয়ে জিতে এসেছেন আবারও তিনি ভোটে দাঁড়িয়েছেন। মানুষের হয়ে কাজ করতে চাইছেন অভিনেতা দেব । বেশি ভিড় হয়েছে তাই এমন পরিস্থিতি তৈরি হয়েছে ৷"
আরও পড়ুন: