ETV Bharat / state

ভূপতিনগর নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল - Bhupati nagar incident

TMC moves Supreme Court: ভূপতিনগরের ঘটনা নিয়ে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ সুপার ডিআর সিং-এর যোগ প্রসঙ্গে শীর্ষ আদালতে যাওয়ার কথা জানিয়েছে শাসকদল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 2:32 PM IST

কলকাতা, 7 এপ্রিল: ভূপতিনগর ইস্যুতে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ সুপার ডিআর সিং-এর যোগ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তারা ৷

প্রসঙ্গত, ভূপতিনগর ইস্যুতে শুরু থেকেই সরব ছিল তৃণমূল কংগ্রেস । গতকাল ভূপতিনগরে এনআইএ অভিযান ঘিরে রাজ্যজুড়ে শোরগোলের মাঝেই আজ এই নিয়ে বিস্ফোরক প্রমাণ প্রকাশ্যে আনে রাজ্যের শাসকদল । যেখানে তারা তুলে ধরে যে, নির্বাচন ঘোষণা হওয়ার পর বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ডিআর সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন । তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিজেপি এনআইএ-কে ব্যবহার করছে । নির্বাচনের আগে এনআইএ-কে অস্ত্র করে এলাকা ফাঁকা করার চেষ্টা করা হচ্ছে ।

এ দিন কুণাল ঘোষ তাঁর বক্তব্যের সপক্ষে তথ্য-প্রমাণ তুলে ধরেন । যেখানে তিনি দেখান, 26 মার্চ নিউটাউনের একটি আবাসনে গিয়েছিলেন জি কে তেওয়ারি (কুণাল ঘোষের মতে, এই জিকে তেওয়ারি আসলে জিতেন্দ্র তিওয়ারি)। তিনি এনআইএ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন । এ ক্ষেত্রে জি কে তেওয়ারির যে ঠিকানা দেওয়া হয়েছে, সেটি ছিল জিতেন্দ্র তিওয়ারির মেয়ের ঠিকানা । এমনটাই দাবি করেন কুনাল ঘোষ ।

ওইদিন সাড়ে ছটা থেকে 7টা 22 পর্যন্ত তাঁরা বৈঠক করেন । তৃণমূল কংগ্রেসের দাবি, 26 মার্চ যে ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল তা এক্সিকিউট করা হয়েছে 6 এপ্রিল । এ ক্ষেত্রে কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আসলে, নির্বাচনের সময় এলাকা ফাঁকা করতেই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এ ভাবে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে । এ দিন কুণাল ঘোষ এই সাক্ষাতের সঙ্গে অর্থের যোগেরও দাবি করেছেন । একইসঙ্গে, তাঁদের দাবি, রাজ্যের পুলিশ এনআইয়ের ওই অফিসারকে গ্রেফতার করে এর পিছনের সত্য জানার চেষ্টা করুক । এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেছেন যে, যদি জিতেন্দ্র তিওয়ারি বিষয়টিকে অস্বীকার করেন, তাহলে আগামী 48 ঘণ্টার মধ্যে ওখানে যে জিতেন্দ্র তিওয়ারি গিয়েছিলেন, তার সিসিটিভি ফুটেজ প্রকাশ করবে তৃণমূল ।

আর এ সবের মধ্যেই খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ছিল যে, এই সমগ্র বিষয় নিয়ে কেন আদালতের দারস্থ হচ্ছে না তৃণমূল কংগ্রেস ! গোটা বিষয়টি নিয়ে আগেই নির্বাচন কমিশনে যাওয়ার কথা জানিয়েছিল তৃণমূল । এ বার তৃণমূলের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, এই বিষয় নিয়ে দেশের শীর্ষ আদালতে যাচ্ছে রাজ্যের শাসকদল ।

আরও পড়ুন:

  1. রাতের অন্ধকারে মা-বোনদের ঘরে এনআইএ ঢোকাচ্ছে, ফের সরব মমতা
  2. এনআইএ কর্তার সঙ্গে 52 মিনিটের বৈঠক করেছেন জিতেন্দ্র, বিস্ফোরক দাবি কুণালের
  3. ভূপতিনগরে এনআইএ-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল নেতার পরিবারের

কলকাতা, 7 এপ্রিল: ভূপতিনগর ইস্যুতে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ সুপার ডিআর সিং-এর যোগ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তারা ৷

প্রসঙ্গত, ভূপতিনগর ইস্যুতে শুরু থেকেই সরব ছিল তৃণমূল কংগ্রেস । গতকাল ভূপতিনগরে এনআইএ অভিযান ঘিরে রাজ্যজুড়ে শোরগোলের মাঝেই আজ এই নিয়ে বিস্ফোরক প্রমাণ প্রকাশ্যে আনে রাজ্যের শাসকদল । যেখানে তারা তুলে ধরে যে, নির্বাচন ঘোষণা হওয়ার পর বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ডিআর সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন । তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিজেপি এনআইএ-কে ব্যবহার করছে । নির্বাচনের আগে এনআইএ-কে অস্ত্র করে এলাকা ফাঁকা করার চেষ্টা করা হচ্ছে ।

এ দিন কুণাল ঘোষ তাঁর বক্তব্যের সপক্ষে তথ্য-প্রমাণ তুলে ধরেন । যেখানে তিনি দেখান, 26 মার্চ নিউটাউনের একটি আবাসনে গিয়েছিলেন জি কে তেওয়ারি (কুণাল ঘোষের মতে, এই জিকে তেওয়ারি আসলে জিতেন্দ্র তিওয়ারি)। তিনি এনআইএ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন । এ ক্ষেত্রে জি কে তেওয়ারির যে ঠিকানা দেওয়া হয়েছে, সেটি ছিল জিতেন্দ্র তিওয়ারির মেয়ের ঠিকানা । এমনটাই দাবি করেন কুনাল ঘোষ ।

ওইদিন সাড়ে ছটা থেকে 7টা 22 পর্যন্ত তাঁরা বৈঠক করেন । তৃণমূল কংগ্রেসের দাবি, 26 মার্চ যে ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল তা এক্সিকিউট করা হয়েছে 6 এপ্রিল । এ ক্ষেত্রে কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আসলে, নির্বাচনের সময় এলাকা ফাঁকা করতেই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এ ভাবে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে । এ দিন কুণাল ঘোষ এই সাক্ষাতের সঙ্গে অর্থের যোগেরও দাবি করেছেন । একইসঙ্গে, তাঁদের দাবি, রাজ্যের পুলিশ এনআইয়ের ওই অফিসারকে গ্রেফতার করে এর পিছনের সত্য জানার চেষ্টা করুক । এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেছেন যে, যদি জিতেন্দ্র তিওয়ারি বিষয়টিকে অস্বীকার করেন, তাহলে আগামী 48 ঘণ্টার মধ্যে ওখানে যে জিতেন্দ্র তিওয়ারি গিয়েছিলেন, তার সিসিটিভি ফুটেজ প্রকাশ করবে তৃণমূল ।

আর এ সবের মধ্যেই খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ছিল যে, এই সমগ্র বিষয় নিয়ে কেন আদালতের দারস্থ হচ্ছে না তৃণমূল কংগ্রেস ! গোটা বিষয়টি নিয়ে আগেই নির্বাচন কমিশনে যাওয়ার কথা জানিয়েছিল তৃণমূল । এ বার তৃণমূলের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, এই বিষয় নিয়ে দেশের শীর্ষ আদালতে যাচ্ছে রাজ্যের শাসকদল ।

আরও পড়ুন:

  1. রাতের অন্ধকারে মা-বোনদের ঘরে এনআইএ ঢোকাচ্ছে, ফের সরব মমতা
  2. এনআইএ কর্তার সঙ্গে 52 মিনিটের বৈঠক করেছেন জিতেন্দ্র, বিস্ফোরক দাবি কুণালের
  3. ভূপতিনগরে এনআইএ-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল নেতার পরিবারের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.