ETV Bharat / state

থমকে কেন্দ্রীয় হাসপাতালের প্রকল্প! আলিপুরদুয়ারে বিজেপির বিরুদ্ধে প্রচারের ইস্যু তৃণমূলের - TMC slams BJP - TMC SLAMS BJP

TMC slams BJP: আলিপুরদুয়ারের কেন্দ্রীয় হাসপাতালের প্রকল্প থমকে যাওয়ায় হতাশ আলিপুরদুয়ার ৷ আর বিজেপির বিরুদ্ধে এই ইস্যুকেই হাতিয়ার করছে তৃণমূল ৷ বিজেপির দাবি, ঘোষণা যখন হয়েছে, তখন ঠিকই হবে ৷

ETV Bharat
আলিপুরদুয়ারে হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি রাখেনি বিজেপি
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 11:03 PM IST

বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী আলিপুরদুয়ারে কেন্দ্রীয় হাসপাতালের প্রকল্প হয়নি

আলিপুরদুয়ার, 6 এপ্রিল: একটি অত্যাধুনিক রেলওয়ে হাসপাতাল নির্মাণের ঘোষণা করেছিলেন বিদায়ী বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জন বার্লা ৷ সেই হাসপাতালটি আলিপুরদুয়ার জংশনে রেলের জমিতে হওয়ার কথা ছিল ৷ এদিকে প্রস্তাবিত হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষ পর্যন্ত হয়নি ৷ এমনকী মঞ্চ তৈরির কাজও করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত, দিল্লি থেকে সবুজ সংকেত না আসায় প্যান্ডেল তৈরির পরেও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হয়নি ৷ এখন নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার কারণে আর তা সম্ভব হচ্ছে না ৷ আলিপুরদুয়ারের মানুষ এই বিলম্বে হতাশ ৷ এদিকে তৃণমূল ইতিমধ্যে লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির বিরুদ্ধে টানাটানি শুরু করে দিয়েছে ৷

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক বলেন, "নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকায়, কোনও সরকারি অফিসিয়াল প্রোগ্রাম এগোতে পারে না ৷ তবুও, রাজ্যের মুখ্যমন্ত্রী মাত্র সাত দিন আগে একটি 200 বেডের হাসপাতাল নির্মাণ ও উদ্বোধন করে দিয়েছেন ৷ আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করি ৷ বিজেপি প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করে না ৷ হাসপাতাল নির্মাণ করবে বলেও সাংসদ জন বার্লা করতে পারেনি ৷ ভাঁওতা দিয়েছেন তিনি ৷"

বিজেপিকে আক্রমণ করে প্রকাশ চিক বরাইক আরও বলেন, "বিজেপি একটি মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিমানবন্দর তৈরি করতে পারত ৷ কিন্তু তারা কিছুই করেনি ৷ নির্বাচিত হলে, আমি বীরপাড়ায় বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার বাড়ির সামনে একটি রেলওয়ে ফ্লাইওভার নির্মাণ করার প্রতিশ্রুতি দিচ্ছি ৷ এটি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ৷"

অন্যদিকে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা পালটা বলেন, "বিজেপি কথা দিলে রাখে ৷ আমাদের কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা যখন আলিপুরদুয়ারে একটি অত্যাধুনিক রেল হাসপাতাল নির্মাণের ঘোষণা করেছেন, সেটি অবশ্যই হবে ৷ সাময়িক কারণে হাসপাতালের ভিত্তিপ্রস্তর হয়তো এখনও স্থাপন করা হয়নি, তবে ভোটের আগে না-হলেও পরে অবশ্যই করা হবে ৷"

আরও পড়ুন:

  1. পাহাড়ের উন্নয়ন অব্যাহত ও শান্তি বজিয়ে রাখাই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার
  2. 'আপনারা দয়া করে ভোট ভাগ করবেন না', জলপাইগুড়ির মঞ্চ থেকে আর্জি মমতার

বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী আলিপুরদুয়ারে কেন্দ্রীয় হাসপাতালের প্রকল্প হয়নি

আলিপুরদুয়ার, 6 এপ্রিল: একটি অত্যাধুনিক রেলওয়ে হাসপাতাল নির্মাণের ঘোষণা করেছিলেন বিদায়ী বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জন বার্লা ৷ সেই হাসপাতালটি আলিপুরদুয়ার জংশনে রেলের জমিতে হওয়ার কথা ছিল ৷ এদিকে প্রস্তাবিত হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষ পর্যন্ত হয়নি ৷ এমনকী মঞ্চ তৈরির কাজও করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত, দিল্লি থেকে সবুজ সংকেত না আসায় প্যান্ডেল তৈরির পরেও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হয়নি ৷ এখন নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার কারণে আর তা সম্ভব হচ্ছে না ৷ আলিপুরদুয়ারের মানুষ এই বিলম্বে হতাশ ৷ এদিকে তৃণমূল ইতিমধ্যে লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির বিরুদ্ধে টানাটানি শুরু করে দিয়েছে ৷

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক বলেন, "নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকায়, কোনও সরকারি অফিসিয়াল প্রোগ্রাম এগোতে পারে না ৷ তবুও, রাজ্যের মুখ্যমন্ত্রী মাত্র সাত দিন আগে একটি 200 বেডের হাসপাতাল নির্মাণ ও উদ্বোধন করে দিয়েছেন ৷ আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করি ৷ বিজেপি প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করে না ৷ হাসপাতাল নির্মাণ করবে বলেও সাংসদ জন বার্লা করতে পারেনি ৷ ভাঁওতা দিয়েছেন তিনি ৷"

বিজেপিকে আক্রমণ করে প্রকাশ চিক বরাইক আরও বলেন, "বিজেপি একটি মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিমানবন্দর তৈরি করতে পারত ৷ কিন্তু তারা কিছুই করেনি ৷ নির্বাচিত হলে, আমি বীরপাড়ায় বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার বাড়ির সামনে একটি রেলওয়ে ফ্লাইওভার নির্মাণ করার প্রতিশ্রুতি দিচ্ছি ৷ এটি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ৷"

অন্যদিকে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা পালটা বলেন, "বিজেপি কথা দিলে রাখে ৷ আমাদের কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা যখন আলিপুরদুয়ারে একটি অত্যাধুনিক রেল হাসপাতাল নির্মাণের ঘোষণা করেছেন, সেটি অবশ্যই হবে ৷ সাময়িক কারণে হাসপাতালের ভিত্তিপ্রস্তর হয়তো এখনও স্থাপন করা হয়নি, তবে ভোটের আগে না-হলেও পরে অবশ্যই করা হবে ৷"

আরও পড়ুন:

  1. পাহাড়ের উন্নয়ন অব্যাহত ও শান্তি বজিয়ে রাখাই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার
  2. 'আপনারা দয়া করে ভোট ভাগ করবেন না', জলপাইগুড়ির মঞ্চ থেকে আর্জি মমতার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.