ETV Bharat / state

'সিনেমাটা মুক্তি পাওয়ার পর দল বিবেচনা করতে পারত', অভিমানী রাজন্যা-প্রান্তিক - Short Film on RG Kar Incident - SHORT FILM ON RG KAR INCIDENT

TMC Suspends Rajanya and Prantik: আরজি করের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পটভূমিতে স্বল্পদৈর্ঘ্যের সিনেমা 'আগমনী' তৈরি করেছেন টিএমসিপি-র সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী ৷ এই সিনেমায় অভিনয় করেছেন টিএমসিপি-র নেত্রী রাজন্যা হালদার ৷ এর জন্য দল তাঁদের সাসপেন্ড করেছে ৷ এনিয়ে ক্ষোভ নেই, কিন্তু অভিমান রয়েছে দু'জনেরই ৷

Film based on RG Kar Issue
আরজি করের ঘটনা নিয়ে তৈরি আগমনী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2024, 7:07 AM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর: বাইরেটা দেখে সবটা বিচার করা উচিত নয় ৷ সাসপেন্ড হওয়ার পর জানালেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা ৷ আরজি করে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি 'আগমনী' তৈরি করেছেন তৃণমূলের ছাত্র-পরিষদের সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী ৷ তাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজন্যা ৷ শুক্রবার দু'জনকেই সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস ৷

দলের তরফে জানানো হয়েছে, তাঁরা দু'জনেই দল বিরোধী কাজ করেছেন ৷ এই প্রসঙ্গে অভিনেত্রী রাজন্যা বলেন, "দলের সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি ৷ আক্ষেপ করার জায়গা নেই ৷ তবে বলব, বইয়ের কভারটা দেখে ভিতরটা বিচার করা উচিত নয় ৷ দলের তরফে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ৷ দল যা কাজ দিয়েছে, আমি সব করেছি ৷ সমস্ত প্রচারে থেকে আমি সব সময় বলেছি, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত ৷ এখনও আমি একই কথা বলব ৷"

দলের সিদ্ধান্ত চূড়ান্ত হলেও 'আগমনী'র মুক্তি আটকাচ্ছে না ৷ 2 অক্টোবর মহালয়ার দিন স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটি মুক্তি পাবে ৷ রাজন্যার বক্তব্য, "দু'তারিখের পর বোঝা যাবে ৷ মানুষ বিচার করবে, খারাপ নাকি ভালো ৷" এনিয়ে অভিমান থাকলেও তৃণমূল কংগ্রেস ছাড়বেন না বলে স্পষ্ট করেছেন রাজন্যা এবং প্রান্তিক ৷

অন্যদিকে, পরিচালকের গলায় শোনা গেল অভিমানের সুর ৷ সিনেমার পরিচালক প্রান্তিক চক্রবর্তী, যিনি তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি ৷ এই সাসপেনশনের পর পরিচালক প্রান্তিক চক্রবর্তী বলেন, "এই সিনেমাটি কোনও একটি নির্দিষ্ট ঘটনার উপর তৈরি নয় ৷ কোনও বিচার ব্যবস্থা নিয়েও এই সিনেমায় কথা তোলা হয়নি ৷ সমাজে মহিলাদের যেভাবে হেনস্থার শিকার হতে হয়, সেই বিষয়ের উপর তৈরি এই সিনেমা ৷ দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়েছি ৷ তবে আক্ষেপ নয়, অভিমান রইল ৷ কারণ যদি সিনেমাটা মুক্তি পাওয়ার পর দল বিবেচনা করত, তাহলে হয়তো অন্যরকম হত ৷"

কলকাতা, 28 সেপ্টেম্বর: বাইরেটা দেখে সবটা বিচার করা উচিত নয় ৷ সাসপেন্ড হওয়ার পর জানালেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা ৷ আরজি করে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি 'আগমনী' তৈরি করেছেন তৃণমূলের ছাত্র-পরিষদের সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী ৷ তাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজন্যা ৷ শুক্রবার দু'জনকেই সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস ৷

দলের তরফে জানানো হয়েছে, তাঁরা দু'জনেই দল বিরোধী কাজ করেছেন ৷ এই প্রসঙ্গে অভিনেত্রী রাজন্যা বলেন, "দলের সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি ৷ আক্ষেপ করার জায়গা নেই ৷ তবে বলব, বইয়ের কভারটা দেখে ভিতরটা বিচার করা উচিত নয় ৷ দলের তরফে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ৷ দল যা কাজ দিয়েছে, আমি সব করেছি ৷ সমস্ত প্রচারে থেকে আমি সব সময় বলেছি, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত ৷ এখনও আমি একই কথা বলব ৷"

দলের সিদ্ধান্ত চূড়ান্ত হলেও 'আগমনী'র মুক্তি আটকাচ্ছে না ৷ 2 অক্টোবর মহালয়ার দিন স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটি মুক্তি পাবে ৷ রাজন্যার বক্তব্য, "দু'তারিখের পর বোঝা যাবে ৷ মানুষ বিচার করবে, খারাপ নাকি ভালো ৷" এনিয়ে অভিমান থাকলেও তৃণমূল কংগ্রেস ছাড়বেন না বলে স্পষ্ট করেছেন রাজন্যা এবং প্রান্তিক ৷

অন্যদিকে, পরিচালকের গলায় শোনা গেল অভিমানের সুর ৷ সিনেমার পরিচালক প্রান্তিক চক্রবর্তী, যিনি তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি ৷ এই সাসপেনশনের পর পরিচালক প্রান্তিক চক্রবর্তী বলেন, "এই সিনেমাটি কোনও একটি নির্দিষ্ট ঘটনার উপর তৈরি নয় ৷ কোনও বিচার ব্যবস্থা নিয়েও এই সিনেমায় কথা তোলা হয়নি ৷ সমাজে মহিলাদের যেভাবে হেনস্থার শিকার হতে হয়, সেই বিষয়ের উপর তৈরি এই সিনেমা ৷ দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়েছি ৷ তবে আক্ষেপ নয়, অভিমান রইল ৷ কারণ যদি সিনেমাটা মুক্তি পাওয়ার পর দল বিবেচনা করত, তাহলে হয়তো অন্যরকম হত ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.