ETV Bharat / state

'সেলফি লে লে রে..' তৃণমূল কর্মীদের ক্যাম্পে দিলীপ ঘোষ, ঈদে অন্যরকম ছবি - Eid 2024 - EID 2024

Dilip Ghosh visits Tmc Camp: ঈদে কোনও রকম ভেদাভেদ নয় ৷ উৎসব একসঙ্গে পালনের বার্তা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ তাঁকে কাছে সেলফি তুললেন শাসক শিবিরের কর্মীরাও।

Etv Bharat
তৃণমূল কর্মীদের ক্যাম্পে দিলীপ ঘোষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 5:05 PM IST

সেলফি লে লেরে

তালিত, (পূর্ব বর্ধমান ) 11 এপ্রিল: ঈদের দিনেই এক বৃন্তে দুটি কুসুম ৷ রাজনীতির ময়দানে সাপে-নেউলে সম্পর্ক হলেও খুশির ঈদে দেখা গেল তৃণমূল-বিজেপির সৌভ্রাতৃত্বের ছবি ৷ তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে ঈদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মজার বিষয়, বিজেপি নেতার সঙ্গে তৃণমূল কর্মীদের সেলফি তোলার হিড়িকও ছিল বেশ নজরকাড়া ৷

দিলীপ ঘোষ বলেন, 'সবারই মিলেমিশে খুশির ইদ পালন করা উচিত। রাজনীতি তার জায়গায় থাকবে। কিন্তু সামাজিক অনুষ্ঠানের গুরুত্ব আলাদ। সেটা যাতে বোঝা যায় সে ব্যবস্থা আমাদেরই করতে হবে। আপনারা দারুণ আয়োজন করেছেন। সবাইকে সরবত খাওয়াচ্ছেন। সেটা একটু বেশি মিষ্টি মনে হলো আজ। সবাই ভালো থাকুন। নির্বাচনে লড়ব আমরা যে যার ইস্যু নিয়ে। কিন্তু ইদ থেকে শুরু করে চড়ক-বাংলা নববর্ষ এবং রামনবমী সবাই মিলে পালন করে ভাতৃত্ব বজায় রাখব। সবাইকে এটাই আমার আহ্বান।'

পাশাপাশি তিনি জানান, একদিকে ঈদ উৎসব পালন করা হচ্ছে। এবার আসছে চড়ক, বাংলা নববর্ষ ও রামনবমী। সবাইমিলে একসঙ্গে আনন্দ ভাগ উপভোগ করব ৷ দিলীপ ঘোষের ভূমিকায় রীতিমতো খুশি তৃণমূল কর্মীরাও। এরপরেই তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী দিলীপ ঘোষের সঙ্গে সেলফি তোলেন। কেউ কেউ কোলাকুলিও করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনিও দেওয়া হয়। ঈদ উপলক্ষে জলছত্র করে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। বর্ধমানের তালিত দিঘির পাড়ের সেই তৃণমূল ক্যাম্পে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হঠাৎ দিলীপ ঘোষকে ক্যাম্পে দেখতে পেয়ে অবাক তৃণমূল কর্মীরাও।

আরও পড়ুন

1. রীতি মেনে জামা মসজিদে নমাজ পাঠ, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতি মুর্মুর

2. 'অভিনয়েও রাজনীতি আছে, লড়াই না-করলে চেয়ার থাকবে না', ভোটপ্রচারে মন্তব্য রচনার

3. 'সিএএ মাথা হলে অভিন্ন দেওয়ানী বিধি মাছের পেটি', ঈদের মঞ্চ থেকেই কেন্দ্রকে নিশানা মমতার

সেলফি লে লেরে

তালিত, (পূর্ব বর্ধমান ) 11 এপ্রিল: ঈদের দিনেই এক বৃন্তে দুটি কুসুম ৷ রাজনীতির ময়দানে সাপে-নেউলে সম্পর্ক হলেও খুশির ঈদে দেখা গেল তৃণমূল-বিজেপির সৌভ্রাতৃত্বের ছবি ৷ তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে ঈদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মজার বিষয়, বিজেপি নেতার সঙ্গে তৃণমূল কর্মীদের সেলফি তোলার হিড়িকও ছিল বেশ নজরকাড়া ৷

দিলীপ ঘোষ বলেন, 'সবারই মিলেমিশে খুশির ইদ পালন করা উচিত। রাজনীতি তার জায়গায় থাকবে। কিন্তু সামাজিক অনুষ্ঠানের গুরুত্ব আলাদ। সেটা যাতে বোঝা যায় সে ব্যবস্থা আমাদেরই করতে হবে। আপনারা দারুণ আয়োজন করেছেন। সবাইকে সরবত খাওয়াচ্ছেন। সেটা একটু বেশি মিষ্টি মনে হলো আজ। সবাই ভালো থাকুন। নির্বাচনে লড়ব আমরা যে যার ইস্যু নিয়ে। কিন্তু ইদ থেকে শুরু করে চড়ক-বাংলা নববর্ষ এবং রামনবমী সবাই মিলে পালন করে ভাতৃত্ব বজায় রাখব। সবাইকে এটাই আমার আহ্বান।'

পাশাপাশি তিনি জানান, একদিকে ঈদ উৎসব পালন করা হচ্ছে। এবার আসছে চড়ক, বাংলা নববর্ষ ও রামনবমী। সবাইমিলে একসঙ্গে আনন্দ ভাগ উপভোগ করব ৷ দিলীপ ঘোষের ভূমিকায় রীতিমতো খুশি তৃণমূল কর্মীরাও। এরপরেই তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী দিলীপ ঘোষের সঙ্গে সেলফি তোলেন। কেউ কেউ কোলাকুলিও করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনিও দেওয়া হয়। ঈদ উপলক্ষে জলছত্র করে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। বর্ধমানের তালিত দিঘির পাড়ের সেই তৃণমূল ক্যাম্পে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হঠাৎ দিলীপ ঘোষকে ক্যাম্পে দেখতে পেয়ে অবাক তৃণমূল কর্মীরাও।

আরও পড়ুন

1. রীতি মেনে জামা মসজিদে নমাজ পাঠ, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতি মুর্মুর

2. 'অভিনয়েও রাজনীতি আছে, লড়াই না-করলে চেয়ার থাকবে না', ভোটপ্রচারে মন্তব্য রচনার

3. 'সিএএ মাথা হলে অভিন্ন দেওয়ানী বিধি মাছের পেটি', ঈদের মঞ্চ থেকেই কেন্দ্রকে নিশানা মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.