চন্দ্রকোনা, 14 জুলাই: বেহাল শিক্ষাঙ্গণ ৷ আর ঝুঁকিপূর্ণ সেই শিক্ষাঙ্গনকে ঘিরে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরব দলেরই এক পঞ্চায়েত সদস্য।
রান্না ঘরের ছাদ বা ছাউনি কিছুই নেই ৷ বৃষ্টি হলেই বন্ধ থাকে শিশুদের খাবার। এমনকী স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের অভিযোগ, একদিন বৃষ্টি হলে বন্ধ থাকে পড়ুয়াদের দুই দিনের রান্নার কাজ ৷ যা নিয়ে বার বার পঞ্চায়েত প্রধানকে জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি বলেও অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের ৷ আইসিডিএস কেন্দ্রে যাওয়ার রাস্তা বেহাল ৷ পাশাপাশি আইসিডিএস কেন্দ্র যাওয়ার রাস্তার উপর দিয়ে গিয়েছে বিদ্যুতের তার ৷ ঝুঁকি নিয়ে চলে শিশুদের যাতায়াত। এমনই একাধিক অভিযোগ গ্রামের মানুষ থেকে শুরু করে খোদ স্থানীয় শাসকদলের পঞ্চায়েত সদস্যের ৷
শাসকদলের গ্রাম পঞ্চায়েত সদস্য তরুণ চক্রবর্তীর দাবি, "এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে বলতেও আমি লজ্জিত ৷ এই এলাকাকে ছিটমহল বানিয়ে রাখা হয়েছে।" যদিও গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের দাবি, ওয়াকওর্ডার হয়ে গিয়েছে ৷ দ্রুত কাজ শুরু হবে। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের ভগবন্তপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বার্নিয়া গ্রামের। আইসিডিএস কেন্দ্রের উড়েছে রান্নার চাল ৷ আইসিডিএস কেন্দ্র ও পাশেই প্রাথমিক বিদ্যালয়ে আসতে গেলে কাদা মাড়িয়ে আসতে হয় ছাত্র-ছাত্রীদের। এছাড়াও বড় ঝুঁকিপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের খোলা তার ৷
ঝুঁকিপূর্ণ হাইটেনশন বিদ্যুতের তার ও বিদ্যুতের ট্রান্সফর্মার খোলা পড়ে আছে দীর্ঘদিন। স্কুলে যাতায়াতের রাস্তার উপর দিয়ে বয়ে গিয়েছে হাইভোল্টেজ বিদ্যুতের তার ৷ স্কুলে যাওয়ার সময় মাথার উপর ঝুলতে থাকা বিদ্যুতের তার নিয়ে বিপদের আশঙ্কায় অভিভাবক থেকে এলাকাবাসী, সকলেরই। এই সমস্যারগুলির কথা একাধিকবার প্রশাসনকে জানালেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। এই বিষয়ে স্থানীয় শাসকদলের গ্রাম পঞ্চায়েত সদস্যর মুখেও ক্ষোভের সুর। তাঁর বিস্ফোরক মন্তব্য, "গ্রামের শিক্ষাঙ্গন ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতেই লজ্জা বোধ করছি ৷ একপ্রকার ছিটমহল বানিয়ে রাখা হয়েছে এলাকা। অনেকবার বলা হয়েছে প্রধানকে ৷ তারপরও হুঁশ ফেরেনি কারও ৷" কবে এই শিক্ষাঙ্গনের হাল ফিরবে সেই দিকেই তাকিয়ে এলাকাবাসী।
যদি এই বিষয়ে ভগবন্তপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোনাজুর মোল্লা বলেন, "আইসিডিএস কেন্দ্রের রান্না চালার ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে।বাকি সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হবে।"