ETV Bharat / state

তালা ঝুলিয়েছিল আগেই, নিশীথ-গড়ে বিজেপির দু'টি গ্রামপঞ্চায়েতের দখল নিল তৃণমূল - TMC takes control of Gram Panchayats

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 8:45 PM IST

TMC Takes Over BJP Gram Panchayats: কোচবিহারে পরাজিত হয়েছেন বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ এই কেন্দ্রে ঘাসফুল ফুটতেই দু'টি গ্রামপঞ্চায়েত নিজেদের দখলে নিল তৃণমূল ৷

Cooch Behar TMC
কোচবিহারে বিজেপি পরিচালিত দুটি পঞ্চায়েতের দখল নিল তৃণমূল (নিজস্ব ছবি)

কোচবিহার, 7 জুন: জয়ী হতেই বিজেপির গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহার লোকসভা কেন্দ্রে ৷ সেখানে নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়ি-2 গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের দখল নিল তৃণমূল । এই গ্রাম পঞ্চায়েত দু'টি বিজেপির দখলে ছিল ৷ শুক্রবার সকালে ভেটাগুড়ি-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান-সহ 10 জন পঞ্চায়েত সদস্য নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে তৃণমূলে যোগ দেন ।

অপরদিকে এদিনই জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে মাথাভাঙা-2 ব্লকের পাড়াডুবি গ্রামপঞ্চায়েতের উপপ্রধান পূর্ণিমা বর্মন-সহ 3 পঞ্চায়েত সদস্যও তৃণমূলে যোগ দেন । এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "অনেকেই লাইনে আছে ৷ আমরা বাছাই করে নিচ্ছি ।"

ভেটাগুড়িতে বিজেপি'র দখলে থাকা দু’টি গ্রাম পঞ্চায়েতে তালা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

যদিও বিষয়টি নিয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায়ের বক্তব্য, "ওঁরা জোর করে ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দেওয়াচ্ছে । এসব করে লাভ হবে না ।" গত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলায় 22টি গ্রাম পঞ্চায়েতের দখল নেয় বিজেপি । এবার লোকসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকেই বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতগুলি এলাকাগুলিতে অশান্তি শুরু হয় ।

বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েত কার্যালয়গুলির কোথাও তালা লাগিয়ে দেওয়া হয় । আবার কোথাও তৃণমূলের ঝান্ডা লাগানো হয় । ফলে ওই গ্রাম পঞ্চায়েত কার্যালয়গুলি কার্যত অচল হয়ে পড়ে । এরপরই শুক্রবার জেলার দু'টি গ্রাম পঞ্চায়েতে দলবদলের ঘটনা ঘটে । ভেটাগুড়ি-2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিঙ্কি রায় সরকার বলেন, "মানুষ তৃণমূলের পক্ষে রায় দিয়েছে । সেটাকে মান্যতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে এদিন আমি ও 10 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলাম ।" অন্যদিকে, পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পূর্ণিমা বর্মন বলেন, "মানুষের কাজ করার জন্যই আমরা তৃণমূলে যোগ দিলাম ।"

কোচবিহার, 7 জুন: জয়ী হতেই বিজেপির গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহার লোকসভা কেন্দ্রে ৷ সেখানে নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়ি-2 গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের দখল নিল তৃণমূল । এই গ্রাম পঞ্চায়েত দু'টি বিজেপির দখলে ছিল ৷ শুক্রবার সকালে ভেটাগুড়ি-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান-সহ 10 জন পঞ্চায়েত সদস্য নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে তৃণমূলে যোগ দেন ।

অপরদিকে এদিনই জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে মাথাভাঙা-2 ব্লকের পাড়াডুবি গ্রামপঞ্চায়েতের উপপ্রধান পূর্ণিমা বর্মন-সহ 3 পঞ্চায়েত সদস্যও তৃণমূলে যোগ দেন । এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "অনেকেই লাইনে আছে ৷ আমরা বাছাই করে নিচ্ছি ।"

ভেটাগুড়িতে বিজেপি'র দখলে থাকা দু’টি গ্রাম পঞ্চায়েতে তালা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

যদিও বিষয়টি নিয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায়ের বক্তব্য, "ওঁরা জোর করে ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দেওয়াচ্ছে । এসব করে লাভ হবে না ।" গত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলায় 22টি গ্রাম পঞ্চায়েতের দখল নেয় বিজেপি । এবার লোকসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকেই বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতগুলি এলাকাগুলিতে অশান্তি শুরু হয় ।

বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েত কার্যালয়গুলির কোথাও তালা লাগিয়ে দেওয়া হয় । আবার কোথাও তৃণমূলের ঝান্ডা লাগানো হয় । ফলে ওই গ্রাম পঞ্চায়েত কার্যালয়গুলি কার্যত অচল হয়ে পড়ে । এরপরই শুক্রবার জেলার দু'টি গ্রাম পঞ্চায়েতে দলবদলের ঘটনা ঘটে । ভেটাগুড়ি-2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিঙ্কি রায় সরকার বলেন, "মানুষ তৃণমূলের পক্ষে রায় দিয়েছে । সেটাকে মান্যতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে এদিন আমি ও 10 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলাম ।" অন্যদিকে, পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পূর্ণিমা বর্মন বলেন, "মানুষের কাজ করার জন্যই আমরা তৃণমূলে যোগ দিলাম ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.