কলকাতা, 20 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই রাজ্যের মানুষের আধার কার্ড বাতিল হওয়া নিয়ে সরব হয়েছিলেন । এমনকী এই ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠিও দিয়েছেন তিনি । বাংলার মুখ্যমন্ত্রীর কেন্দ্রকে আধার নিয়ে আক্রমণের পর এবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে ইউআইডিএআই-এর সিইওকে চিঠি দিয়ে এর ব্যাখ্যা চাইলেন । যেখানে মূলত চারটি বিষয়ে জানতে চেয়েছেন তিনি ।
চিঠি অনুযায়ী, কেন্দ্রীয় সরকার প্রযুক্তিগত ত্রুটির কথা বলে এই আধার নিষ্ক্রিয়করণের ব্যাখ্যা দিয়েছে ৷ তারই জবাবে এ দিন সাকেত গোখলে জানতে চাইছেন যে প্রযুক্তিগত ত্রুটির কারণে এটা ঘটেছে তা বিস্তারিতভাবে তাঁকে জানানো হোক। একই সঙ্গে তিনি এও জানতে চান, 2020 সালের জানুয়ারি মাস পর্যন্ত এ ধরনের প্রযুক্তিগত ত্রুটির সংখ্যা মোট কত । তৃণমূল সাংসদের তৃতীয় প্রশ্ন, 2023 সালে জানুয়ারি মাস পর্যন্ত কোন রাজ্যে কত সংখ্যক আধার কার্ড এই প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়েছে । সাকেত গোখলের চতুর্থ প্রশ্ন, যাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে তারা কোন কোন পরিষেবা থেকে বঞ্চিত হবেন ?
প্রসঙ্গত, সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার নিয়ে সরব হওয়ার পর তাঁর দলের সাংসদের এই পদক্ষেপ ভীষণ গুরুত্বপূর্ণ । কারণ যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ আধার নিয়ে আশংকার মধ্যে রয়েছে, তাতে মনে করা হচ্ছে সাকেত গোখলের এই পদক্ষেপ তাদের জন্য একটা বড় সমস্যার সমাধান করতে পারে ।
এ দিন তৃণমূল সাংসদ নিজেও বেশ কিছু বিষয় নিয়ে আশংকা প্রকাশ করেছেন । আর আশংকা শুধুমাত্র আঁধার বাতিল মানে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হওয়া নয়, নাগরিকের ভোটাধিকার থেকেও বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকছে । কারণ এই মুহূর্তে আধার এবং ভোটার কার্ড লিংক হয়েছে ৷ যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের ভোটদানের অধিকারও হারানোর একটা সম্ভাবনা থাকছে ৷ ফলে এর প্রভাব আসন্ন লোকসভার নির্বাচনেও পড়তে পারে বলে মনে করছেন এই রাজ্যসভার সাংসদ । আর সেই জায়গা থেকে এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের ।
আরও পড়ুন: