ETV Bharat / state

উপনির্বাচনে আরজি কর কাণ্ডের কোনও প্রভাব পড়বে না, দাবি পার্থ’র - WB BYE ELECTIONS

আরজি করের ঘটনা আসন্ন বিধানসভা উপনির্বাচনে কোনও প্রভাব ফেলবে না । কলকাতা পুরনিগমে ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে এসে দাবি তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের ।

West Bengal By Polls 2024
তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2024, 10:12 AM IST

কলকাতা, 31 অক্টোবর: উপনির্বাচন নিয়ে বৈঠক করতে কর্পোরেশনে মেয়রের ঘরে হাজির ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক । সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম । বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট দাবি করেন, আসন্ন 6 বিধানসভা উপনির্বাচনে আরজি কর কাণ্ডের প্রভাব পড়বে না ।

এদিন কলকাতা পুরনিগমে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে আসেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক । রুদ্ধদ্বার বৈঠক হয় বেশ কিছু সময় ধরে । সূত্রের খবর, আসন্ন 6 বিধানসভা উপনির্বাচনের মধ্যে পার্থ ভৌমিকের ছেড়ে আসা নৈহাটি বিধানসভা কেন্দ্র আছে । সেই নিয়ে বেশ কিছু আলোচনা হয় ।

এই বৈঠকে পার্থ ভৌমিক ছাড়াও ছিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামও । বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পার্থ ভৌমিক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দাবি করেন, আরজি করের ঘটনা আসন্ন 6টি বিধানসভা উপনির্বাচনে কোনও প্রভাব ফেলবে না ।

এদিন পার্থ ভৌমিক জানান, আরজি করের ঘটনা একটা সামাজিক আন্দোলন । ফলে তার খুব একটা প্রভাব আসন্ন উপনির্বাচনে পড়বে না বলে আশাবাদী তিনি । তিনি বলেন, ‘‘বাংলার মানুষের আস্থা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আছে । ফলে সমস্ত উপনির্বাচন কেন্দ্রে জয় লাভ করবে তৃণমূল কংগ্রেস ।’’ এদিন নির্বাচনের সময় ইডি, সিবিআই ও এনআইএ নিয়েও মুখ খুলেছেন বারাকপুরের সাংসদ । তাঁর দাবি, বাংলার বিজেপির নেতারা এই সমস্ত এজেন্সির ব্যবহার করে তাদের গরিমা ও মর্যাদাকে হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে ।

আরও পড়ুন:

কলকাতা, 31 অক্টোবর: উপনির্বাচন নিয়ে বৈঠক করতে কর্পোরেশনে মেয়রের ঘরে হাজির ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক । সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম । বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট দাবি করেন, আসন্ন 6 বিধানসভা উপনির্বাচনে আরজি কর কাণ্ডের প্রভাব পড়বে না ।

এদিন কলকাতা পুরনিগমে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে আসেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক । রুদ্ধদ্বার বৈঠক হয় বেশ কিছু সময় ধরে । সূত্রের খবর, আসন্ন 6 বিধানসভা উপনির্বাচনের মধ্যে পার্থ ভৌমিকের ছেড়ে আসা নৈহাটি বিধানসভা কেন্দ্র আছে । সেই নিয়ে বেশ কিছু আলোচনা হয় ।

এই বৈঠকে পার্থ ভৌমিক ছাড়াও ছিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামও । বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পার্থ ভৌমিক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দাবি করেন, আরজি করের ঘটনা আসন্ন 6টি বিধানসভা উপনির্বাচনে কোনও প্রভাব ফেলবে না ।

এদিন পার্থ ভৌমিক জানান, আরজি করের ঘটনা একটা সামাজিক আন্দোলন । ফলে তার খুব একটা প্রভাব আসন্ন উপনির্বাচনে পড়বে না বলে আশাবাদী তিনি । তিনি বলেন, ‘‘বাংলার মানুষের আস্থা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আছে । ফলে সমস্ত উপনির্বাচন কেন্দ্রে জয় লাভ করবে তৃণমূল কংগ্রেস ।’’ এদিন নির্বাচনের সময় ইডি, সিবিআই ও এনআইএ নিয়েও মুখ খুলেছেন বারাকপুরের সাংসদ । তাঁর দাবি, বাংলার বিজেপির নেতারা এই সমস্ত এজেন্সির ব্যবহার করে তাদের গরিমা ও মর্যাদাকে হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.