ETV Bharat / state

ডেবরায় ভাঙল দেবের প্রচার মঞ্চের একাংশ, দুর্ঘটনা থেকে রেহাই সাংসদের - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

Lok Sabha Elections: প্রচার চলাকালীন ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সভা মঞ্চ ৷ ডেবরায় লোকসভা ভোটের প্রচারে একটি পথসভা ছিল ৷ দেব মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই একাংশ ভেঙে পড়ে ৷ যদিও, এই ঘটনায় সাংসদ তথা অভিনেতা আহত হননি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 2:53 PM IST

Updated : Mar 23, 2024, 3:55 PM IST

ডেবরায় ভাঙল ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থীর দেবের সভামঞ্চ

ডেবরা, 23 মার্চ: ডেবরায় ভেঙে পড়ল সাংসদ দেবের লোকসভা ভোটের প্রচার মঞ্চ ৷ সাংসদ তথা ঘাটালের তৃণমূলের প্রার্থী প্রচার মঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যে একাংশ ভেঙে পড়ে ৷ শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 1নম্বর ভবানীপুর অঞ্চলে ৷ সেখানে একটি পথসভা ছিল দেবের ৷ তবে, সাংসদের কোনও চোট আঘাত লাগেনি ৷ মঞ্চে উপস্থিত তৃণমূলের বাকি নেতারাও নিরাপদে রয়েছেন ৷ পরে অবশ্য পরিস্থিতি সামলে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে ওই ভাঙা মঞ্চ থেকেই নিজের বক্তব্য রাখেন দেব ৷

এদিন ডেবরার প্রচারে দেব আসার পরেই স্থানীয় বিধায়ক হুমায়ুন কবীর এবং তৃণমূলের স্থানীয় নেতা-নেত্রীরা মঞ্চে উঠে পড়েন ৷ তৃণমূলের একাংশ অভিযোগ করেছে, মঞ্চের আকার ও ভার নেওয়ার ক্ষমতার থেকে অনেক বেশি মানুষ সেখানে উঠে পড়েছিলেন ৷ ফলে ভার রাখতে না-পেরেই মঞ্চের একাংশ ভেঙে যায় ৷ দ্রুত মঞ্চ থেকে নিরাপদে সকলকে নামিয়ে দেওয়া হয় ৷ সাংসদ তথা অভিনেতার নিরাপত্তারক্ষীরা তাঁকে সুরক্ষিতভাবে মঞ্চ থেকে নামিয়ে আনেন ৷ ঘটনার জেরে সভাস্থলে হইচই পড়ে যায় ৷

কিছুক্ষণ পর দেব ফের মঞ্চে ওঠেন ৷ সঙ্গে বিধায়ক হুমায়ুন কবীর এবং জেলার হাতেগোনা কয়েকজন নেতা ছিলেন ৷ মঞ্চ থেকেই ভিড়কে শান্ত করেন তিনি ৷ পাশাপাশি, এদিন দেবের বক্তব্যে ফের তাঁর রাজনীতি ছেড়ে দেওয়ার প্রসঙ্গ উঠে আসে ৷ ঘাটাল মাস্টার প্ল্যান করতে না-পারার কারণে, তিনি নির্বাচনে দাঁড়াতে চাননি বলে এদিন মন্তব্য করেন বিদায়ী সাংসদ ৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর কথায় তিনি ফের ভোটে দাঁড়াতে রাজি হয়েছেন ৷ তবে, ঘাটালের মানুষের জন্য তিনি সবসময় থাকবেন বলে জানান ৷ যদি ফের ভোটে জেতেন, তাহলে অবশ্যই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির জন্য লোকসভায় সরব হবেন বলে প্রতিশ্রুতি দিলেন তৃণমূল প্রার্থী ৷

আরও পড়ুন:

  1. হিরণকে নিয়ে আর কোনও প্রশ্ন নয়, প্রচারে 'সাফ কথা' দেবের
  2. ঘাটালে ‘হিরোগিরি’ ! আস্তিন গুটিয়ে লড়াইয়ে নেমেছেন বায়োস্কোপের দুই তারকা
  3. আগুনে ভস্মীভূত ধূপ কারখানা পরিদর্শনে দেব, কথা বললেন কর্মহীন শ্রমিকদের সঙ্গেও

ডেবরায় ভাঙল ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থীর দেবের সভামঞ্চ

ডেবরা, 23 মার্চ: ডেবরায় ভেঙে পড়ল সাংসদ দেবের লোকসভা ভোটের প্রচার মঞ্চ ৷ সাংসদ তথা ঘাটালের তৃণমূলের প্রার্থী প্রচার মঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যে একাংশ ভেঙে পড়ে ৷ শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 1নম্বর ভবানীপুর অঞ্চলে ৷ সেখানে একটি পথসভা ছিল দেবের ৷ তবে, সাংসদের কোনও চোট আঘাত লাগেনি ৷ মঞ্চে উপস্থিত তৃণমূলের বাকি নেতারাও নিরাপদে রয়েছেন ৷ পরে অবশ্য পরিস্থিতি সামলে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে ওই ভাঙা মঞ্চ থেকেই নিজের বক্তব্য রাখেন দেব ৷

এদিন ডেবরার প্রচারে দেব আসার পরেই স্থানীয় বিধায়ক হুমায়ুন কবীর এবং তৃণমূলের স্থানীয় নেতা-নেত্রীরা মঞ্চে উঠে পড়েন ৷ তৃণমূলের একাংশ অভিযোগ করেছে, মঞ্চের আকার ও ভার নেওয়ার ক্ষমতার থেকে অনেক বেশি মানুষ সেখানে উঠে পড়েছিলেন ৷ ফলে ভার রাখতে না-পেরেই মঞ্চের একাংশ ভেঙে যায় ৷ দ্রুত মঞ্চ থেকে নিরাপদে সকলকে নামিয়ে দেওয়া হয় ৷ সাংসদ তথা অভিনেতার নিরাপত্তারক্ষীরা তাঁকে সুরক্ষিতভাবে মঞ্চ থেকে নামিয়ে আনেন ৷ ঘটনার জেরে সভাস্থলে হইচই পড়ে যায় ৷

কিছুক্ষণ পর দেব ফের মঞ্চে ওঠেন ৷ সঙ্গে বিধায়ক হুমায়ুন কবীর এবং জেলার হাতেগোনা কয়েকজন নেতা ছিলেন ৷ মঞ্চ থেকেই ভিড়কে শান্ত করেন তিনি ৷ পাশাপাশি, এদিন দেবের বক্তব্যে ফের তাঁর রাজনীতি ছেড়ে দেওয়ার প্রসঙ্গ উঠে আসে ৷ ঘাটাল মাস্টার প্ল্যান করতে না-পারার কারণে, তিনি নির্বাচনে দাঁড়াতে চাননি বলে এদিন মন্তব্য করেন বিদায়ী সাংসদ ৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর কথায় তিনি ফের ভোটে দাঁড়াতে রাজি হয়েছেন ৷ তবে, ঘাটালের মানুষের জন্য তিনি সবসময় থাকবেন বলে জানান ৷ যদি ফের ভোটে জেতেন, তাহলে অবশ্যই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির জন্য লোকসভায় সরব হবেন বলে প্রতিশ্রুতি দিলেন তৃণমূল প্রার্থী ৷

আরও পড়ুন:

  1. হিরণকে নিয়ে আর কোনও প্রশ্ন নয়, প্রচারে 'সাফ কথা' দেবের
  2. ঘাটালে ‘হিরোগিরি’ ! আস্তিন গুটিয়ে লড়াইয়ে নেমেছেন বায়োস্কোপের দুই তারকা
  3. আগুনে ভস্মীভূত ধূপ কারখানা পরিদর্শনে দেব, কথা বললেন কর্মহীন শ্রমিকদের সঙ্গেও
Last Updated : Mar 23, 2024, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.