ETV Bharat / state

দুর্নীতি মোকাবিলায় কঠোর! ঘুষ-শাসানিতে সরাসরি অভিযোগ অভিষেককে - Ek Dake Abhishek Whatsapp - EK DAKE ABHISHEK WHATSAPP

TMC MP Abhishek Banerjee launches Anti Corruption Whatsapp Channel: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষ যেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা-কর্মীর হেনস্তার শিকার না হন ৷ এবারে বিপুল ভোটে জিতে আরও কঠোর হলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এক ডাকে অভিষেককে পাওয়া যাবে ফোনের ওপারেই, জানিয়ে দিলেন নেতা ৷

TMC MP Abhishek Banerjee steps to fight corruption
দুর্নীতি মুক্ত লোকসভা গড়তে নয়া পদক্ষেপ সাংসদ অভিষেকের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 9:30 PM IST

আমতলা, 10 অগস্ট: নিজের লোকসভা কেন্দ্রকে দুর্নীতি মুক্ত করতে কড়া ব্যবস্থা নিলেন 7 লক্ষেরও বেশি ভোটে জয়ী হওয়া তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার ডায়মন্ড হারবারে একটি সভায় তিনি ঘোষণা করেন, তাঁর ফোন নম্বরে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হচ্ছে ৷ সেখানে সাধারণ মানুষ নিজেদের অভাব-অভিযোগ ছবি বা ভিডিয়ো মারফত পাঠাতে পারবেন ৷

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে দুর্নীতি বিরোধী হোয়াটসঅ্য়াপ চ্যানেল এক ডাকে অভিষেক (ইটিভি ভারত)

এই ক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলে আশ্বস্ত করেছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তা সরাসরি পুলিশের কাছে পাঠানো হবে ৷

কী বললেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ?

একটা নতুন অ্যান্টি-কোরাপশন হেল্পলাইন খোলা হয়েছে ৷ আমি জনপ্রতিনিধিদের বলেছি ৷ সাতগাছিয়া, মহেশতলার কয়েকটা জায়গা থেকে গত 2 মাসে আমি 7-8টি অভিযোগ পেয়েছি ৷ অনেক জায়গায় পার্টির নাম করে মানুষকে শাসানো, ভয় দেখানোর প্রবণতা তৈরি হয় ৷

'এক ডাকে অভিষেক' ফোন নম্বরে খোলা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল করেছি ৷ যদি কেউ কাউকে ভয় দেখায় বা টাকা চায়, বা দলের পদ ব্যবহার করে, সেক্ষেত্রে সরাসরি ভিডিও রেকর্ড করে বা ছবি তুলে 'এক ডাকে অভিষেক' হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠানো যাবে ৷

সেই ভিডিয়ো-ছবি পুলিশকে পাঠাব ৷ পুলিশ প্রশাসন তার সত্যতা যাচাই করে দেখবে ৷ ওই ভিডিয়ো-ছবি যদি সত্য হয়, তাহলে অভিযোগকারীকে পুরস্কৃত করা হবে ৷ তাঁর সুরক্ষার সমস্ত দায়িত্ব আমার ৷ অভিযোগ সত্য, সঠিক হলে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত আইনানুগ ব্যবস্থা নেবে ৷

ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ আরও জানান, প্রতিবছর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দুর্গাপুজোর সময় দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র উপহার তুলে দেওয়া হয় ৷ 2024 সাল থেকে সেই নতুন বস্ত্র উপহার দেওয়ার অনুষ্ঠানে বদল করেন তিনি ৷ তিনি জানিয়েছেন, বস্ত্র উপহার অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত হন ৷ সবাইকে বস্ত্র দেওয়া সম্ভব হয় না ৷ বিশৃঙ্খলা তৈরি হয় ৷ সেই বিশৃঙ্খলা ঠেকাতে এবার থেকে প্রতিটি ব্লকে ব্লকে জনপ্রতিনিধিরা প্রকৃত দুঃস্থ মানুষের বাড়িতে পৌঁছে যাবেন ৷ তাঁদের হাতে দুর্গাপুজোর নতুন উপহার তুলে দেবেন ৷

আমতলা, 10 অগস্ট: নিজের লোকসভা কেন্দ্রকে দুর্নীতি মুক্ত করতে কড়া ব্যবস্থা নিলেন 7 লক্ষেরও বেশি ভোটে জয়ী হওয়া তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার ডায়মন্ড হারবারে একটি সভায় তিনি ঘোষণা করেন, তাঁর ফোন নম্বরে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হচ্ছে ৷ সেখানে সাধারণ মানুষ নিজেদের অভাব-অভিযোগ ছবি বা ভিডিয়ো মারফত পাঠাতে পারবেন ৷

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে দুর্নীতি বিরোধী হোয়াটসঅ্য়াপ চ্যানেল এক ডাকে অভিষেক (ইটিভি ভারত)

এই ক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলে আশ্বস্ত করেছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তা সরাসরি পুলিশের কাছে পাঠানো হবে ৷

কী বললেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ?

একটা নতুন অ্যান্টি-কোরাপশন হেল্পলাইন খোলা হয়েছে ৷ আমি জনপ্রতিনিধিদের বলেছি ৷ সাতগাছিয়া, মহেশতলার কয়েকটা জায়গা থেকে গত 2 মাসে আমি 7-8টি অভিযোগ পেয়েছি ৷ অনেক জায়গায় পার্টির নাম করে মানুষকে শাসানো, ভয় দেখানোর প্রবণতা তৈরি হয় ৷

'এক ডাকে অভিষেক' ফোন নম্বরে খোলা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল করেছি ৷ যদি কেউ কাউকে ভয় দেখায় বা টাকা চায়, বা দলের পদ ব্যবহার করে, সেক্ষেত্রে সরাসরি ভিডিও রেকর্ড করে বা ছবি তুলে 'এক ডাকে অভিষেক' হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠানো যাবে ৷

সেই ভিডিয়ো-ছবি পুলিশকে পাঠাব ৷ পুলিশ প্রশাসন তার সত্যতা যাচাই করে দেখবে ৷ ওই ভিডিয়ো-ছবি যদি সত্য হয়, তাহলে অভিযোগকারীকে পুরস্কৃত করা হবে ৷ তাঁর সুরক্ষার সমস্ত দায়িত্ব আমার ৷ অভিযোগ সত্য, সঠিক হলে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত আইনানুগ ব্যবস্থা নেবে ৷

ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ আরও জানান, প্রতিবছর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দুর্গাপুজোর সময় দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র উপহার তুলে দেওয়া হয় ৷ 2024 সাল থেকে সেই নতুন বস্ত্র উপহার দেওয়ার অনুষ্ঠানে বদল করেন তিনি ৷ তিনি জানিয়েছেন, বস্ত্র উপহার অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত হন ৷ সবাইকে বস্ত্র দেওয়া সম্ভব হয় না ৷ বিশৃঙ্খলা তৈরি হয় ৷ সেই বিশৃঙ্খলা ঠেকাতে এবার থেকে প্রতিটি ব্লকে ব্লকে জনপ্রতিনিধিরা প্রকৃত দুঃস্থ মানুষের বাড়িতে পৌঁছে যাবেন ৷ তাঁদের হাতে দুর্গাপুজোর নতুন উপহার তুলে দেবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.